![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুশাসন-সুবিচার
নাই যদি থাকে,
ক্রসফায়ারের পরে
লাশ খাবে কাকে।
বছর-বছর ধরে
ঝুলে গেলে মামলা,
আশ্রয় ও প্রশয়ে
বেড়ে যায় হামলা।
চিহ্নিত আসামী
হয় যবে রুদ্ধ,
কাঠগড়া কই গেল?
কেন তবে "যুদ্ধ"?
ওদের ইচ্ছে হলে
কবরটা খোড়া!
পদক, পদবী, পদ-
নষ্টের গোড়া।
এসেছিল ফেনসিডিল
ইন্ডিয়া থেকে-
বাংলার যুবকেরা,
ঘুম গেল কে কে?
লাল লাল ইয়াবা
মায়া নিয়ে মারে,
তরুণের ঘুম কেড়ে,
দিয়ে দিল কারে?
যুদ্ধই শেষ পথ,
যেতে হয় যদি,
উৎস ধ্বংস করো-
বলো "মাইর বদি"!
২৫ শে মে, ২০১৮ রাত ১:০৬
আবীর চৌধুরী বলেছেন: আরেকটু বাড়িয়েছি
২| ২৫ শে মে, ২০১৮ রাত ১২:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ বেশ সুন্দর ।
২৫ শে মে, ২০১৮ রাত ১:০৭
আবীর চৌধুরী বলেছেন: আরেকটু বাড়িয়েছি।
ভালো লাগলে শেয়ার করবেন; ফেসবুকে।
৩| ২৫ শে মে, ২০১৮ রাত ১:৩৩
স্ব বর্ন বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন ,,,,,,, বিষয়বস্তু ও ভালো ছিল।
২৫ শে মে, ২০১৮ রাত ১:৫০
আবীর চৌধুরী বলেছেন: Thanks.
Share it in Facebook if you've liked it.
৪| ২৫ শে মে, ২০১৮ রাত ২:১৩
রসায়ন বলেছেন: মাইর বদি
এক্সিলেন্ট কোবতে । পেলাস
৫| ২৫ শে মে, ২০১৮ সকাল ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি বেহায়া মন্ত্রী - পাবলিকরে বলে প্রমাণ দিতে! আরে বেটা তো ওই চেয়ারে বইসা সরকারী টাকায় ফ্লাট, গাড়ী, মোাবইল ভোগ করো কি তামশা করতে!!!!
গডফাদারগো মঞ্চে লইয়া মিটিং করবা! আর চুনোপুটির নামে সুবিধামতো যারে খূশী তারে মারবা!!!! আল্লাহ সইবো না!
৭২-৭৪ এর লালবাহিনীর কথা রক্ষী বাহিনীর অত্যাচার নির্যাতন গুম, খুনের কথা পুলাপান ভূইলা গেছিল! আবার মনে হ মনে করার সময় আইসতেছে!
সাবধান! নিউটনের তৃতীয় সূত্র কিন্তুক মিছা না। বারবার চিরকাল প্রমাণীত!
৬| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৮ রাত ১২:৪৯
অনুতপ্ত হৃদয় বলেছেন: সুন্দর লিখেছেন , ভালো লাও লাগলো