নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

Follow দ্যা অনুসরণ

৩০ শে মে, ২০১৮ ভোর ৪:৫১

আমিঃ দোস্ত, একটা জরুরী কথা বলতে চাই।
বন্ধুঃ বলে ফেল।
আমিঃ ভাবীকে, মানে তোর হবু বউকে, হাজার হাজার মানুষে অনুসরণ করছে!
বন্ধুঃ (চেয়ার থেকে লাফিয়ে উঠে) কি? কই দেখলি? দাড়া ওকে একটা কল দেই। (কল দিল, সাথে সাথে রিসিভড)
বেবি, তুমি কই? ঠিকাছো তো?
ভাবীঃ হ্যাঁ, জানু! আমি তো বাথরুমে যাওয়ার আগে একটা প্রি-শাওয়ার সেলফি তুলছি। ক্যানু, কি হইছে?
বন্ধুঃ নাহ, কিছু না। বাই, উম্মম্মমাআ!
(আমার দিকে রাগত স্বরে) কই, ও তো ঘরেই; কোন পাবলিক প্লেসে না!
আমিঃ আরে, বোকা! ডিজিটাল যুগে ন্যাংটা হইতে যেমন কাপড় খোলা লাগে না, তেমনি হাজার লোকের ফলো-টার্গেট হতেও ঘরের বাইরে বের হতে হয় না!
বন্ধুঃ আচ্ছা! ফেসবুকে! ফলোয়ার তো আমারও আছে। ৪২০ জন।
আমিঃ তুই কি করস?
বন্ধুঃ ব্যবসা, রাজনীতি।
আমিঃ তোর ৮৪০ জন অনুসরণকারী থাকাও স্বাভাবিক! ভাবী কি করে?
বন্ধুঃ সেও আমার ব্যবসায় হাত বাটায়। আর কি করে?
আমিঃ বাথরুমে যাওয়ার আগে যা করছিল, সবসময় সেটাই করে!

(ঘটনা এবং চরিত্র কাল্পনিক)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৮ সকাল ৯:১৪

Sifat khan বলেছেন: ভালো লাগল....আর এই সাইটে এইটা আমার প্রথম কমেন্ট

২| ৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: হা হা হা------------
কাল্পনিক নয়। বাস্তব।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৮

আবীর চৌধুরী বলেছেন: ঠিক ধরেছেন! ;)

৩| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৩৭

বিজন রয় বলেছেন: বাহ!

৪| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:১৬

নাহিদ০৯ বলেছেন: বাহ!! দারুন বাস্তব। এভাবেই শান্তি আসুক আধুনিক পরিবার ব্যবস্থায়!!

৫| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৫৮

নিশাচড় বলেছেন: হা হা হা হা। ভাই দারুন লেগেছেন। ডিজিটাল যুগে যা হয়।



আমার ব্লগ ঘুরে আসার আমন্ত্রন রইলো।

৬| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৫৯

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! এটাই এখন বাস্তবতা।

৭| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:১০

ফেনা বলেছেন: হা হা হা হা হা হ....... দারুন বলছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.