![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়ে গেল বহুদিন, কবিতাটা লিখিনা,
চোখ বুজে স্বস্তিতে, স্বপ্নটা দেখিনা।
পার হল বহুদিন, ছবি আঁকা হয়না,
সাদাকালো ক্যানভাসে, রঙগুলি রয়না।
হয়ে গেল বহুদিন, খেলাধুলা বন্ধ,
হারিয়েছে জীবনের স্বাভাবিক ছন্দ।
পার হল বহুদিন, মন খুলে হাসি না,
হাসাহাসি থামাতে, জোর করে কাশি না।
হয়ে গেল বহুদিন, বাংলাটা বলিনা,
সময়টা থেমে নেই, শুধু আমি চলিনা।
পার হল বহুদিন, বৃষ্টিতে হাঁটিনি,
সময়কে থামিয়ে, স্মৃতিগুলো ঘাঁটিনি।
শুধু গেল কিছুদিন, যেতে হবে বহুদূর,
পাহাড়ের ওই পাশে, দেখা যায় রোদ্দুর।
শুধু হল কিছুদিন, হবে আরও দেরি,
জীবনের শত কথা, করে যাবো ফেরি
২| ১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৯ রাত ৩:৩৬
আরাফাত আবীর বলেছেন: সুন্দর!