![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্রিকেটারদের ধর্মঘট নিয়েও যে মাতামাতি হচ্ছে, মাশরাফি গেল কি গেল না, এসব নিয়ে কথা হচ্ছে, এসবকে আমি অনর্থক মনে করি।
গতকাল (২১ তারিখ) চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ অমানুষিক কষ্ট করেছে, অযথা বাড়তি টাকা রিকশা ও সিএনজিকে দিয়েছে। এর জন্য দায়ী গণপরিবহন মালিক-চালক-শ্রমিক সমিতি।
পুলিশ-প্রশাসন ভালো কাজ করছিল। সেসব তাদের হজম হয়নি। এই নিউজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ।
এই যে ব্ল্যাকমেইলিং করা, সিন্ডিকেটবাজি করা, এমনকি রিকশাচালক হয়েও সুযোগের অপব্যবহার করা, এসবের কারণেই এই দেশ নিয়ে কোন আশা দেখি না।
আবরারের আর তুহিনের ঘটনার পরে অনেকে লিখছিল তাদের হতাশার কথা, দেশ ছেড়ে চলে যাওয়ার যৌক্তিকতার কথা। তাদেরকে কাউন্টার করে আরেকদল চেতনাবাজ+আশাখোরেরা উগ্রভাষায় স্ট্যাটাস দিয়ে তাদেরকে নিয়ে হাসিতামাশা করেছে।
যে দেশের ধনী-গরীব, দল-মত, পেশা-জাত নির্বিশেষে সবাই মাদারচোদ হয়, সে দেশ বেশিদূর যাবে না কখনোই। সময় থাকতে, আখের গুছিয়ে, পালানোই শ্রেয়।
২| ২২ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন একটা সরকারী অফিসে গেলে কুকুরদের জিহবা দেখলে মানুষ এ দেশ ছেড়ে চলে যেতে চায়, যে যেভাবে পারতেছে খালি দুর্নীতি আর দুর্নীতি - এসব দেখার পর বিদেশ সুযোগ পেলেই সবাই সেটেল্ড হওয়ার চিন্তা করে...
৩| ২২ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৩
রাজীব নুর বলেছেন: শুনুন এই দেশ নষ্ট হয়ে গেছে। পচে গলে গেছে।
অসৎ উপায়ে যারা পাজারো গাড়ি আর সারাক্ষন এসির মধ্যে বসে থাকে তারাই এই দেশে ভালো আছে। এছাড়া এই দেশে আর কেউ ভালো নেই।
এই দেশে সব মানূষ কষ্টে আছে।
দেশ উন্নয়নের মহাসোড়কে অথচ গনপরিবহনে প্রতিদিন সীমাহীন কষ্ট করতে হয়।
৪| ২২ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৬
রাজীব নুর বলেছেন: এই দেশে জন্মগ্রহন করাটা পাপ।
এই দেশের মানুষ গুলো পথে বের হলেই অমানুষে পরিনত হয়।
সুন্দর ভাবে বেঁচে থাকতে হলে এ দেশ ছেড়ে পালাতে হবে।
৫| ২২ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
ঢাবিয়ান বলেছেন: উপায় থাকলে দেশ ছেড়ে পালানোই ভাল। সততার সাথে সুস্থ সুন্দর জীবন যাপন করাটা দেশে একপ্রকার অসম্ভব হয়ে দাড়িয়েছে।
৬| ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: আফসোস একটাই এই দেশটাকে যারা ছ্যাড়া বেড়া করে দিলো তাদের শাস্তি দিতে পারলাম না।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫১
অক্পটে বলেছেন: সহমত