![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকায় তোমার সন্তান স্বর্ণ চামচ মুখে, মরুর বুকের পিপাসার্ত শিশুর বিঁধছে টোটা বুকে। শখঃ আডডাবাজী করা, গান শোনা, মহাবিশ্ব সম্পর্কে জানা, ঘুরতে যাওয়া, একটু আঁধটু লেখা....
জেলের মাঝে ধর্ষকদের ক্লাস নেয়া হয় সুধরানোর জন্য। তারা যেন ভাল হয়ে যায়। ২০ জন ধর্ষককে ভাল করার জন্য একটি ক্লাসে তাদেরকে শিক্ষা দেয়া হতে থাকলো। কোর্সের পাশাপাশি তাদের প্রাকটিকালি কিছু শিক্ষা দেয়ার ব্যাবস্থা করা হলো।
প্রতিটি ক্লাসে একটি মেয়েকে ধর্ষণের ভিডিও ক্লিপ তাদেরকে দেখানো হতে থাকলো (সত্যি সত্যি ধর্ষণ না, তবে ধর্ষণের ভিডিওগুলো তাদেরকে দেখানো হয়েছে সত্যি সত্যি ধর্ষণের মত করে)। দেখা গেলো ক্লাসের সবাই ক্লিপটি দেখে খুব এনজয় করে একটি মাত্র ছেলে ক্লিপটি দেখে চোখের জল ফেলে। এভাবে প্রতি ক্লাসে একেকটি মেয়েকে ধর্ষনের ভিডিও দেখানো হয় আর একেকটি ছেলে কাঁদতে থাকে। যে ছেলেটি কাঁদে সে আর পরের ক্লাসে ভিডিও দেখতে আসে না। এভাবে ২০টি ক্লাস শেষে দেখা গেলো ২০ জন ছেলেই একবার করে কেঁদেছে। এবং সবশেষে সবাই ভাল হয়ে গেলো। কিভাবে সম্ভব?
এই পোস্টটি আগেও করেছিলাম কিন্তু প্রথম পাতা থেকে উধাও হয়ে গেছিলো বিধায় রিপোস্ট করতে বাধ্য হলাম।
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
আবিরে রাঙ্গানো বলেছেন: ঐ মিয়া ফাজিল থাকো তো সিঙ্গাপুর লন্ডনের টিকিট কি করবা?? উনি মানে আমার ভাবিজান কি লন্ডনে থাকেননি? তবে অনেকগুলো সঠিক উত্তরের একটি হয়েছে। দেখা যাক আর সবাই কেমন উত্তর দেয়।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
মোঃ মহিউদ্দিন বলেছেন: প্রতিবারই কারো না কারো বোনকে ধর্ষন করা হতো । যার বোনকে ধর্ষন করা হতো সেই কান্না করতো । এবং সে আর ভিডিও দেখতে আসতো না । নিজেই যেহেতু ধর্ষক তাই এই অপরাধবোধ তাকে সেই পথ থেকে ফিরিয়ে আসতে বাধ্য করা হয়।
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯
আবিরে রাঙ্গানো বলেছেন: ধাঁধাঁটি যখন আমি বানাই, উত্তরটি প্রথমে আমি এমনটা মনে করেছিলাম, পরে চিন্তা করলাম আরো উত্তর আছে। দেখা যাক আর সবাই কেমন উত্তর দেয়।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫
বড় ভাইয়া বলেছেন: সে দেখল কোনভাবে সে মেয়ে হয়েগেছে, তারপর তাকে ১০/১২ জন নিগ্রু ধরে ধর্ষন করছে। সেই জন্য সে অসুস্থ তাই আর ভিডিও দেখতে আসতে পারতেছেনা।
কি ঠিক বলছিনা
এবার আমার পুরস্কারটাদেন
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
আবিরে রাঙ্গানো বলেছেন:
বাঙ্গালীর মাথায় খালি প্যাচ। সোজা পথে হাঁটতে জানে না
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
আবিরে রাঙ্গানো বলেছেন: ভাল একটা পুরস্কারের খোজ দিলেন তো। সাধারণ বাঙ্গালীদের পেটে ভাত না থাকলেও এতো চিন্তা করে না, তবে কয়েকজন চোর বাঙ্গালীর কারণে আজ আমরা বিদেশের কাছে লজ্জিত।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১
ভেজাল* বলেছেন: যার বোন বা প্রেমিকা নাই তার কী হবে? তাই মনে হয় তার মাকে......
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
আবিরে রাঙ্গানো বলেছেন: হুম ভাবনার বিষয়। মাও যদি না থাকে তাহলে??
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
বিডি আমিনুর বলেছেন: প্রতিবারই কারো না কারো মেশিনের সাথে ১০ কেজি ওজনের ইট বান্ধা হত অতঃপর তাকে গন হারে নিগ্রু দের দিয়ে গু* মা** হচ্ছে এমন ভিডিও ক্লিপস দেখানো হত ।
এর পরেও কি কেউ খারাপ থাকতে পারে ?
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪
আবিরে রাঙ্গানো বলেছেন: শরীরের শক্তি বা শাষণ দিয়ে কি মানুষকে কন্ট্রোল করা যায়?? মানসিক শাস্তির উপরে ঔসধ নেই।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: সমকামী ধর্ষণ নাকি?
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
আবিরে রাঙ্গানো বলেছেন: বাঙ্গালীর মাথায় খালি প্যাচ। সোজা পথে হাঁটতে জানে না
আরেকটু চিন্তা করতে হপে। অন্যদের উত্তর দেখে ফেললে হপে না।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
স্বপ্ন বাজীকর বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫
আহসান২০২০ বলেছেন: যে ক্লিপগুলি দেখানো হয় তাতে এক একটি ছেলের বোনের/প্রেমিকার ভিডিও করা থাকে। তাই তারা সেটি দেখে চোখের জল ফেলে।
উত্তর সঠিক হয়েছে এবং আমি পাচ্ছি ঢাকা-লন্ডন-ঢাকা উইথ গার্লফেন্ড ভ্রমনের সুযোগ।