![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকায় তোমার সন্তান স্বর্ণ চামচ মুখে, মরুর বুকের পিপাসার্ত শিশুর বিঁধছে টোটা বুকে। শখঃ আডডাবাজী করা, গান শোনা, মহাবিশ্ব সম্পর্কে জানা, ঘুরতে যাওয়া, একটু আঁধটু লেখা....
বাংলাদেশের ফাস্ট বোলারদের যে অবস্থা দেখলাম গত ম্যাচে তাতে ব্যাটসম্যানরা যদি ৪০০ রানও করে তাও ডিফেন্স করতে পারবে বলে মনে হয় না। এক জিয়াউর ছাড়া মুল ২ ফাস্ট বোলার কি কাজটি করলো? রুবেল গুড ফর নাথিং, শুধু গতির দিকে নজর, অথচ লাইন লেন্থ ঠিক রাখার কারণে জিয়াউরের বলে কেউ মারতে পারলো না। রুবেল, শাহাদাত আর আবুলের জিয়াউরের বোলিং থেকে শিক্ষা নেয়া উচিত। লাইন লেন্থ ঠিক রাখলে রান নেয়া কঠিন হয়, আর সেটি হলে ব্যাটসম্যানরা রিস্ক নেয় এবং আউট হয়।
এরা কবে শিক্ষা নিবে গতিই যদি সবকিছু হতো তাহলে শোয়েব আখতার আর ব্রেট লিই হতো সর্বকালের সেরা বোলার। অথচ ওয়াশিম আকরাম আর গ্লেন ম্যাক্গ্রাথ শুধুমাত্র লাইন লেন্থ আর সুইংয়ের জন্যই সর্বকালের সেরা বোলার হয়েছে। উপরের দিকে একজন ব্যাটসম্যান ছিল তামিম তাও আজকে বাদ, ফাস্ট বোলারদের অবস্থা দফারফা। আজকের দলে কাদেরকে দেখতে চান?
আমার মতে:
জহুরুল ইসলাম,
এনামুল হক বিজয়,
মমিনুল হক,
মুশফিকুর রহিম,
নাসির হোসেন,
মাহামুদুল্লাহ,
জিয়াউর রহমান,
মোশাররফ হোসেন,
আবুল হাসান,
সোহাগ গাজী,
আব্দুর রাজ্জাক।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৮
আবিরে রাঙ্গানো বলেছেন: অবান্তর প্রশ্ন। আমি বর্তমান সুস্থ প্লেয়ারদের মাঝ থেকে ১১ জনকে রেখেছি। আপনি তো খেলার নিউজ জানেনই না, কমেন্ট করেন কেন?
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
বিডিফয়ছল বলেছেন: রকিবুলকে রাখলেন না কেন ? ?