![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকায় তোমার সন্তান স্বর্ণ চামচ মুখে, মরুর বুকের পিপাসার্ত শিশুর বিঁধছে টোটা বুকে। শখঃ আডডাবাজী করা, গান শোনা, মহাবিশ্ব সম্পর্কে জানা, ঘুরতে যাওয়া, একটু আঁধটু লেখা....
ঘটনা কি সত্যি নাকি? অনেকদিন ধরে বিএনপি আওয়ামীলীগের হাত থেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করছিলাম। তৃতীয় দলের আগমন মনে প্রানে চাইছিলাম। আর সেই তৃতীয় দলের প্রধান যদি ডঃ ইউনুস হয়, তাহলে ভালই হয়। দেশ যেখানে তারেক আর জয় এর মত অদক্ষ কারিগরের হাতে চলে যাবে বলে মনে হচ্ছিলো, ঠিক তখন ডঃ ইউনুস, বি.চৌধুরী এবং ডঃ কামালদের নিয়ে একটি দল হলে দেশের ভবিষ্যৎ উজ্জল আশা করাই চায়।
অন্য কোন পেপারে দেখলাম না তো। শুধু আমাদের সময়ে খবরটি দেখলাম। Click This Link তাই এখনো পুরোপুরি বিশ্বাস হচ্ছে না। আমি চাই এমন একটি দল আসুক, আপনারা কে কে চান? এখানে কমেন্টের মাধ্যমে একটা ভোটাভুটি করে ফেলুন।
২| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৪
নতুন বলেছেন: দরকার আছে...
দেশ এখন বাবা আর স্বামীর সম্পত্তি হইয়া যাইতেছে....
জনগনের উচিত পরিবত`ন চাওয়া...
৩| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৫
রিয়াদ হাকিম বলেছেন: আমি আছি ..
৪| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৬
খেয়া ঘাট বলেছেন: অবশেষে নোবেল জয়ী গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মসদ ইউনুস সরাসরি রাজনীতিতে আসছেন। দলের নাম দিয়েছেন ‘গ্রামীন পার্টি বাংলাদেশ’(জিপিবি)। আগামী সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজনৈতিক দলের ঘোষনা দিতে পারেন বলে তার একটি ঘনিষ্ট সুত্রে জানা গেছে --
আমি সাথে আছি। এ দলের জন্য কাজ করতে চাই। কাজ করার সুযোগ চাই।
৫| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:১০
ভোরের সূর্য বলেছেন: @খেয়াঘাট সহমত।
৬| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৬
ইমরান হক সজীব বলেছেন: ভাই জীবনের প্রথম ভোটটা (না) ভোট দিয়েছিলাম । ঘটনা সত্যি হলে এবার কাওকে ভোট দিতে পারবো মনে হয় ।
৭| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:২২
ইমরান হক সজীব বলেছেন: আমিও কাজ করতে চাই । জান প্রান দিয়ে নিঃস্বার্থ ভাবে কাজ করবো ।
৮| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩২
চাচ্চু বলেছেন: ভালা হইত না।
রসুনের একই .।.।.।
৯| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৪
মোমেরমানুষ৭১ বলেছেন:
১০| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৮
শ্রাবণধারা বলেছেন: খেয়াঘাটের সাথে সম্পূর্ণ একমত...............। আমি আছি..............।
১১| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৩
সোহেল৭রক্স বলেছেন: খুবই ভাল সংবাদ। গভীর অন্ধকারের মধ্যে একটু আলোর ঝলকানি।বড় দুটি দল তারাত দেশটাকে স্বামী আর বাবার সম্পক্তি মনে করে।এই দুটি দলের কাছে এদেশের জনগন জিম্মি।এদের হাত থেকে বাচার একটি মাত্র পথ তৃতীয় কোনো দল।আমি মনে করি যারা সত্যিকারে দেশকে ভালবাসে,দেশে শান্তি চায় তাদের সবার উচিৎ হবে তৃতীয় দলকে সমর্থন করা।
১২| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩৬
এইচ আর খান বলেছেন: আসুক আরেকটি দল । পরিবর্তন খুব প্রয়োজন । তবে সংবাদটির শতভাগ সত্যতা নেই । দুটি সূএ থেকে এরকম বলা হলেও ড: ইউনুস এথনো কিছু জানাননি । তবে তার উপর বোধোয় দেশী বিদেশী চাপ আছে ।
আমাদের প্রত্যশা দেশের উন্নতি । এবং এ কাজে তিনি যোগ্যতম ব্যক্তি ।
১৩| ৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: দেখার বিষয়- তারা কেবল নিজেরাই খায় না পাব্লিকের জন্যও কিছুটা রাখে। পাব্লিকের কপালে তো দাম শোধের দায়টা থাকে, মালটা খাইয়া যায় অন্য কেউ।
১৪| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:১০
পরোবাশি২০১৩ বলেছেন: Dr Y is already in BNP!!!
১৫| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৯
মেহেদী_বিএনসিসি বলেছেন: অবশ্যই দেশের জন্য একটা দারুন ব্যাপার হবে, তবে উনি বিতর্কীত দলগুলো আর মানুষ এড়িয়ে কতটুক চলতে পারবেন...........সেটা হলো দেখার বিষয়। যদি তার পক্ষের লোক বাড়াতে গিয়ে বিতর্কিত লোকদের সাথে নিয়ে নেন...........তাতে হিতে বিপরীত হয়ে যাবে তার জন্য।
দেখা যাক কোন দিকে যায়, সমস্যা হলো আমরা গাধা প্রজাতীর জনগন নিয়ে............সারা বছর গালি দিয়েও আবার আমরাই ভোটের দিনে নৌকা বা শীষ ছাড়া আর কোনটাতে ভরসা করতে পারিনা
১৬| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৪
আহলান বলেছেন: থার্ড ক্লাস সিদ্ধান্ত ... এ দেশের সর্বত্র দুর্নীতি। উনি একা কি কর্বেন? উনি কি ধোঁয়া তুলশী পাতা?
১৭| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৫
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: বি এন পির সাথে সম্পর্কে দূরত্ব তৈরী হবে ড ইউনুসের ........
১৮| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০২
আহলান বলেছেন: সমকামীেদর দেশ হবে বাংলাদেশ ...
১৯| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৬
লিঙ্কনহুসাইন বলেছেন:
যদি ইউনুস ভাই জয়ী হয় তাহলে গ্রামীণ ব্যাংক থেকে বাধ্যতামূলক ঋন নিতে হবে । মাসে মাসে কিস্তি দেও হু হু হু
২০| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৯
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: আহলান বলেছেন: সমকামীদের দেশ হবে বাংলাদেশ ...
২১| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৮
ইমরান হক সজীব বলেছেন: এই পোষ্টে একজন থার্ডক্লাস মানুষের কমেন্ট দেখতে পারছি । এদের জন্যই বাংলাদেশটা এখনো পিছিয়ে পড়া একটা দেশ ।
২২| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৯
আরিফ আহমেদ বলেছেন: y
২৩| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৬
চলতি নিয়ম বলেছেন: আমি বস কে স্বাগত জানাবো..........
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১:১২
মেহেদী হাসান মানিক বলেছেন:
যদি সত্যি হয় তবে রাজনিতিতে ব্যাপক পরিবর্তন আসবে।