নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল খাম

আমি সবার মাঝে বাঁচতে চাই ।

তামিম হাশমী

পুরো নাম, এ বি এম তামিম, আমার পছন্দের রঙ সাদা এবং নীল। জানতে ও জানাতে ভালোবাসি, নীল এবং সাদার মাঝামাঝি আমি ।

তামিম হাশমী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশী খুন করলে বি এস এফ হওয়া যায়না ।

১৩ ই জুন, ২০১৪ দুপুর ১:৫১

আমার বুদ্ধি হওয়ার পর থেকে শুনে আসছি আমাদের দেশের সেনা বাহিনী অনেক শক্তিশালী এবং অনেক ভালো। সৎ ও সচেতন, দেশের মানুষ রক্ষা করার জন্য জীবন দিতে পারে। আমি তখন অনেক ছোট , আমার ভাইয়ের মুখ থেকে শুনেছিলাম, স্পষ্ট মনে নেই। মায়ানমার সীমান্তে আমাদের ১ জন বি ডি আর কে মায়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী খুন করে , বিনিময়ে আমাদের বাহিনী তাদের ৪ জন মেরে ফেলে, এটাইতো আমাদের সার্বভৌমত্ব।

আজ বিশ বছর ধরে রাজনৈতিক অস্থিরতা , দুর্নীতি আর প্রশাসন কে দলীয় করণ এর প্রতিযোগিতা করতে গিয়ে আমদের শাসক গোষ্ঠী আমাদের ধ্বংস করে দিয়েছে,

এমনকি আমাদের নিজেদের সম্পদ, দেশের জন্য নিবেদিত প্রাণ উচ্চপদস্ত সেনা কর্মকর্তা ও অফিসারদের ২৫ ফেব্রুয়ারি ২০০৯ এ নির্মম ভাবে খুন করা হয়, শুধু রাজনৈতিক স্বার্থে ।

সেখানে বিদেশীরা তো সুযোগ পাবেই ।

প্রতিদিন এক জন দুই জন করে ধরে নিএ যাচ্ছে বি এস এফ , তারপর মেরে ফেলছে।

এখন আবার মায়ানমার শুরু করেছে, তারা সরাসরি বি জি বি হত্যা করলো,

বৌদ্ধরা নাকি শান্তি প্রিয়, মানুষ খুন করে রেখে ভাঁজ করে রাখায় তাদের শান্তি, এর নমুনা আমরা আগেও দেখেছি,

তারা নাকি কাউকে মারবে বলে হুমকি দেইনা, মেরে তার পর বলে, আমি তাদের কে বলছি, সীমান্তে বাংলাদেশী খুন করলে বি এস এফ হওয়া যায়না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.