নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল খাম

আমি সবার মাঝে বাঁচতে চাই ।

তামিম হাশমী

পুরো নাম, এ বি এম তামিম, আমার পছন্দের রঙ সাদা এবং নীল। জানতে ও জানাতে ভালোবাসি, নীল এবং সাদার মাঝামাঝি আমি ।

তামিম হাশমী › বিস্তারিত পোস্টঃ

আজকের অভিজ্ঞতা

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০২

অভিজ্ঞতার শেষ নেই। তাই একটু শেয়ার করি। আমার গ্রামের বাড়ি থেকে একজন রোগী চিটাগং মেডিক্যাল এ ভর্তি হয়েছেন। সম্পর্কে আমার ভাবী হন, বয়স ৫৮ হবে। দুপুরে আমার আম্মুরা দেখে এসেছে, ব্যস্ত থাকায় আমি যেতে পারিনি। সন্ধ্যার পর আমি যায়, প্রায় এশার ওয়াক্ত হল। আমার মাথায় ছিলনা এই সময় ডাক্তার রোগী দেখার সময় হয়েছে। কিছু পত্রিকার সাথে মাঝে কাজ করেছি, তবে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়ার মত কিছু নয়। বিভিন্ন পত্রিকায় আমার কয়েকজন বন্ধু আছে, যাদের সাথে বিভিন্ন অ্যাাসাইনমেন্ট এ সি এম সি তে যাওয়া হয়। তাই কিছু না ভেবে ১৬ নং ওয়ার্ড দরজা দিয়ে সরাসরি ঢোকার চেষ্টা করলাম। সিকিউরিটি আমাকে বাঁধা দিল, দেখলাম কাউকে প্রবেশ করতে দিচ্ছেনা। কয়েকজন তার হাতে ১০ টাকা ২০ টাকা দিয়ে ভিতরে প্রবেশ করছে। আমি আর প্রবেশ না রেলিংয়ে হেলাম দিয়ে তার ট্রাওজারের দিকে তাকিয়ে রয়লাম।
দেখি ওইটা ভর্তি হয়ে গেছে.।.।.।.।।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.