![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমার এন্টেনায় ধরেনা , নোবেল পুরষ্কার মালালারে দেয় অমুক কে দেয় তমুক দেয় কিন্তু বিটিভিকে দেয়না ক্যান ?
পৃথিবীতে শান্তিতে নোবেল পাওয়ার এবং সর্বপ্রথম স্থানে আছে বিটিভি।
আবহাওয়া ? অনুকূলে।
রাজনৈতিক অবস্থা ? অনুকূলে।
অর্থনৈতিক অবস্থা ? অনুকূলে।
বৈদেশিক লেনদেন ? অনুকূলে ।
মনে হয় এখন অবদি এমন কোন খবর বলেনি যা মানুষের প্রতিকূলে ঘটেছে।
বিটিভিকে অনেকভাবে ব্যবহার করা যেতে পারে, যেমনঃ
আই-সি-ইউ , রোগীকে আইসীউতে ভর্তি না করে বিটিভির সাম্নে রাখেন শুধুই শান্তির খবর ! টাকাও বাঁচলো ।
ঘুমের মেডিসিন- ঘুম আসতেছেনা ? বিটিভির সামনে যান অটো আসবে।
শাস্তি- কাওকে শাস্তি দিতে চান ? চেয়ারের সাথে বেঁধে সামনে বিটিভি ছেড়ে দিন।
শান্তি- মনে অশান্তি ? শান্তি নাই ? বাইরে জ্বালা ঘরে জ্বালা ? প্রেমিকার জ্বালা বউয়ের জ্বালা ? একবার বিটিভির সামনে যান শান্তি আর শান্তি !
বিটিভির অর্থ বে-লাজ টেলিভিশন হওয়া উচিত। BTV
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৩
পাহাড়ের বালক বলেছেন: এ টা চলতে থাকবে যুগের পর যুগ
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪০
ঢাকাবাসী বলেছেন: একটা টিভি চ্যানেল এত নিকৃস্ট জঘন্য হতে পারে ভাবাই যায়না!