![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতি বছর সারা বিশ্ব থেকে কোটি কোটি নারী পুরুষ হজ্ব ও ওমরা হজ্ব করতে মক্কা মদিনায় যায়। নারী সংখ্যাও নেহাত কম না, প্রায় ৩০/৪০ লাখ। আরব, মিশর, ইরানীসহ ইউরোপের বিভিন্ন দেশের অত্যাধিক সুন্দরী নারীরাও এই হজ্বে অংশ গ্রহণ করেন । পুরুষের মত এই নারীদেরও পরনে থাকে প্রায় একই রকম কাপড়। কিন্তু আপনারা কি কখনো শুনেছেন? সেখানে গিয়ে কোন নারীকে যৌন নিপড়নে শিকার হতে? শুনেছেন কি কোন পুরুষকে কোন নারীর কাপড় টেনে খুলে দিতে?? নাহ, শুনেনি! কারণ সেখানে কেউ নষ্টামি করতে যায় না, সবাই পূণ্যের আশায় যায়। জায়গাটাও নষ্ট লোকদের নয়।।
অন্যদিকে-
* থার্টি ফার্স্ট নাইট,
* পহেলা বৈশাখ,
* মেলা,
* কনসার্ট,
* নাইট ক্লাব
* শাহবাগ,
* টিএসসি,
এগুলো পূণ্যাস্থান নয়, এখানে কেউ পূণ্যের আশায় আসে না। আসে অপূণ্যের কাজ তথা উদ্দেশ্যহীন আনন্দ আর রস রসিকতা করার জন্য। এই সব স্থান বা অনুষ্ঠান সব সময় পদচারণায় মুখর থাকে দুষ্ট লোকের। যারা সব সময় সুযোগ খুঁজে সর্বোচ্চ 'মজা' নেওয়ার। আপনি একজন শালীন নারী, আপনি জেনে শুনে কি করে এই সব জায়গায় হাজারো দুষ্ট লোকের কাছ থেকে পূণ্যবান হাজীদের মত আচরণ প্রত্যাশা করেন??
আচ্ছা, গরুর হাটে গিয়ে গরুর গুঁতা খেয়ে কাউকে কখনো কি গরুর বিরুদ্ধে অভিযোগ দিতে শুনেছেন??
২| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৯
চাঁদগাজী বলেছেন:
হজ্বে শুধু বাংগালীদের পাঠালে, টিএসসি'র মত ঘটনা ঘটবে।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫২
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: নারী সংখ্যাও নেহাত কম না, প্রায় ৩০/৪০ লাখ। আরব, মিশর, ইরানীসহ ইউরোপের বিভিন্ন দেশের অত্যাধিক সুন্দরী নারীরাও এই হজ্বে অংশ গ্রহণ করেন । পুরুষের মত এই নারীদেরও পরনে থাকে প্রায় একই রকম কাপড়। কিন্তু আপনারা কি কখনো শুনেছেন?
জ্বী না, শুনিনি।
ধন্যবাদ চোখে আঙুল দিয়ে দেখাবার জন্য।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০০
নীল আকাশ ২০১৪ বলেছেন: হজ্জ করতে ৩০/৩৫ জন ছাত্রলীগ নেতাকে পাঠান, দেখেন হজ্জের ইজ্জত থাকে কিনা।
উৎসব পার্বণে যখন ছাত্রলীগ নামের এই উৎপাত ছিলনা, তখন তো এসব অপকর্মের কথা শোনা যায়নি!
৫| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০২
নবীউল করিম বলেছেন: ++++++++++++
৬| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪০
রাতুলবিডি৪ বলেছেন: নীল আকাশ ২০১৪ বলেছেন: হজ্জ করতে ৩০/৩৫ জন ছাত্রলীগ নেতাকে পাঠান, দেখেন হজ্জের ইজ্জত থাকে কিনা।
জী ভাই থাকবে, রাজাদের দেশে গিয়ে এমন কান্ড ঘটালে কল্লা ফালায় দিবে, দেশে আসবে কল্লা ছাড়া লাশ, মাইরের উপরে ঔষুধ নাই।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৭
এস এম ইসমাঈল বলেছেন: নূরের পুতুল, নূর নবীজীর (সা) পাক রওজায়
ও তোরা কে কে যাবি বন্ধু আয়?
ঐ আরবের লু হাওয়ায়, আজো আজান শুনা যায়
ও তোরা কে কে যাবি বন্ধু আয়?
ঐ মদিনার আশেপাশে, আজো দরুদের ধ্বনি বাজে
ও তোরা শুনবি কে কে বন্ধু আয়?
ঐ মদিনার গলি পথে, মোর নবীজী (দঃ) যেতেন হেঁটে
ও তোরা দেখবি কে কে বন্ধু আয়?
জান্নাতুল বাকীর মাঝে, নবীজীর (দঃ) সাথীরা সব ঘুমিয়ে আছে
সাহাবীদের সালাম দিতে, ও তোরা যাবি কে কে বন্ধু আয়?
মদিনার ঐ মিনার থেকে আজো বেলালী সুরে আজান হাঁকে
ও মোর পরাণ রাখা হল দায়, ও তোরা শুনবি কে কে বন্ধু আয়?