![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব কবি রবি ঠাকুরের অমর বাণী...
"চাষার জাতের বিশ্ববিদ্যালয় কি দরকার?"
# আপনি কি জানেন এই কথা কোন জাতকে বলেছিল?
- কবি গুরু এই কথা বলেছিল আমাকে, আপনাকে তথা সকল পূর্ব বাংলার (বাংলাদেশের) মুসলমানদেরকে।
# ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কালে যে কয়জন বুদ্ধিজীবী এর বিরোধীতা করেছিলেন তাদের নাটের গুরু ছিলেন এই রবি ঠাকুর।
# ১৯১২ সালের ২৮ শে মার্চ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে যে সভা হয় তাতে সভাপতির আসনে বসে ছিলেন এই রবি ঠাকুর।
# নীরদ চৌধুরী তার আত্মজীবনীতে লিখেছিলেন, "রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার হিসেবে পূর্ব বাংলার মুসলমান প্রজাদেরকে গৃহপালিত পশু মনে করতো।"
# আর আজ বাঙালী সেই রবি ঠাকুরের নামে "রবীন্দ্র বিশ্ববিদ্যালয়" প্রতিষ্ঠা করার জন্য মরিয়া হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সকল আয়োজন সম্পন্ন।
# সাবাস বাঙ্গালী, সাবাস,
সুত্র : ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব এর ওযাল থেকে
২| ১০ ই মে, ২০১৫ রাত ২:১৮
অন্যসময় ঢাবি বলেছেন: কথা গুলো সত্য। কিন্তু রবি গুরুকে রাজনৈতিক এর চেয়ে সাহিত্যিক হিসেবে আগে বিবেচনা করুন।
৩| ১০ ই মে, ২০১৫ রাত ৩:৪১
শ্রাবণধারা বলেছেন: যা লিখছেন সবি মিথ্যা কথা........। আপনার জন্য করুনা । মানুষ হোন ।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৯
পাহাড়ের বালক বলেছেন: আমার জন্য করুনা কেন তব হে ? ইহা তো সত্য তব হে
৪| ৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
ফেরদাউসুর রহমান বলেছেন: আমার ঘর ভাঙ্গিয়াছে যে, আমি বাধি তার ঘর- এর মতো অবস্থা।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৫ রাত ৯:৪৯
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: আমি জানিনা এই তথ্য গুলো কোথা থেকে আপনি পেয়েছেন এবং আদউ কথা গুলো সত্যি কি না। তবে আমি হলফ করে বলতে পারি মানুষের অকল্যান হয় এমন কোনো কাজ কখনই রবীন্দ্রনাথ করতে পারেন না এবং করেনও নি। তাই তথ্য গুলার উৎস দিলে ভালো হত।।