![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অর্ধ যুগের জোছনা ভেজা হাওয়ায়,
অজান্তেই যায় কেটে যায় বেলা।
নিজের সাথে নিজের বোঝাপড়ায়,
আনমনে হয় শব্দ নিয়ে খেলা।
এই ব্লগে পোস্ট লিখিনি বেশি,
অন্য নিকে ব্যস্ত হেসে খেলে।
এই নিকটা তাই অচিন রয়েই গেল,
লিখবো ঠিকই সময় হাতে পেলে।
থাক না অচিন, কিছু নিকের কথা,
থাকুক মনে - নিভৃত অগোচর।
এমনি কিছু কথা, হয় না বুঝি বলা,
যদিও পাশেই নিত্য সহচর।
অর্ধ যুগের মাইলফলক পেরিয়ে,
সামুর তরে স্বকৃতজ্ঞ সালাম।
সহযাত্রী ব্লগার বন্ধু - স্বজন,
সফলতায়- প্রার্থনা অবিরাম।
অর্ধ যুগে কুড়িটি দিয়েছি পোস্ট,
মন্তব্য শুধু তিনশো তেতাল্লিশ।
তিনশো পয়ষট্টি মন্তব্যে বন্ধুরা,
হৃদয় নিংড়ে জানিয়েছে শুভাশীষ।
২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭
আবু ছােলহ বলেছেন:
আপনি হৃদ্যতা দিয়ে বরন করে নেন মানুষকে। ব্লগে আপনার প্রেরনা পেয়েছেন অনেকেই।
কন্ঠ মেলাই আপনার সাথে- ব্লগিং চলুক অবিরত।
শুভব্লগিং।
২| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮
খায়রুল আহসান বলেছেন: সামু ব্লগিং এ সারে ছয় বছর পূর্তিতে অভিনন্দন! কবিতাটি সুন্দর হয়েছে।
অন্য নিকে ব্যস্ত হেসে খেলে - অন্য নিকটি কী?
০৬ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৩৫
আবু ছােলহ বলেছেন:
আপনাকে বলতে পারলে, আপনার সাথে আরও ঘনিষ্টভাবে পরিচিত হতে পারলে নিজেকে ধন্য মনে করব। পরিস্থিতির জন্যই ব্লগে বলতে সংকোচ ছিল। তবে ব্লগের উন্নতি হলে এটা সকলকে জানাবো। অন্যথায় শুধু আপনাকে যদি জানানোর কোনো সুযোগ আসে অবশ্যই বলার ইচ্ছে থাকলো।
বিশেষ কারণে মন্তব্যের জবাবে আসতে দেরি হল বলে ক্ষমাপ্রার্থী।
এমন আন্তরিক মন্তব্যে অভিভূত! আল্লাহ পাক আপনাকেও ভালো রাখুন। শুভকামনা জানবেন।
৩| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন:
অভিনন্দন অর্ধ যুগের । অগোচরে থাকবে কেন ! লিখে চলুন আপন গতিতে ।
০৬ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৩৮
আবু ছােলহ বলেছেন:
বিশেষ কারণে মন্তব্যের জবাব সময়মত দিতে পারিনি, তাই ক্ষমাপ্রার্থী।
গোচরে আসবে ইনশাআল্লাহ। তবে সময়ের অপেক্ষায়।
অনেক অনেক ভালো থাকুন। শুভকামনা সবসময়।
৪| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩০
রাজীব নুর বলেছেন: ছুটির দিনে দুপুরে ঘুমানোর একটা মজা আছে। তবে আমি ঘুমাই না। বই পড়ি।
০৬ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৪০
আবু ছােলহ বলেছেন:
সরি ফর লেট আনসার।
পড়াতেই মজা বেশি। আমারও এই অভ্যাস রয়েছে।
ভালো থাকবেন। শুভকামনা।
৫| ১০ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি নিয়মিত কবিতা লেখেন কিনা জানিনা তবে লিখলে ভাল করতেন।
০৮ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:১৫
আবু ছােলহ বলেছেন:
শুকরান। নিয়মিত লেখা হয় না। কালেভদ্রে লিখে থাকি।
পুরনো পোস্টে এসে মন্তব্য রেখে যাওয়ায় অনেক কৃতজ্ঞতা এবং শুভকামনা।
৬| ০৭ ই মে, ২০২৪ সকাল ১১:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই নিকে কবিতা পোস্ট করেন
০৭ ই মে, ২০২৪ দুপুর ১২:৩৪
আবু ছােলহ বলেছেন:
মনে মনে লেখালেখিতে ইতি টানার চিন্তা করছিলাম। আর আপনি বলছেন, নতুন করে কবিতার ঝাপি খুলে বসতে। ভালো। উত্তম প্রস্তাব। জাজাকিল্লাহ।
এই তো ক'দিন আগে বড় মেয়ে আবদার করলো, নানান প্লাটফর্মে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার প্রবন্ধ নিবন্ধগুলো একত্র করে একটা বইয়ে মলাটবন্দি করার জন্য। মেয়েকে তাৎক্ষনিক কোনো আশ্বাস দিতে পারিনি। শুধু বলেছি, দেখা যাক, যদি সময় সুযোগ তেমন আসে, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ। অন্যবিদ কারণ যা-ই থাক, বাজেটটা এখানে আসলে মূল বিষয়।
আল্লাহ তাআ'লা আপনার এবং আাপনার পরিবারের সবার প্রতি করুণা বর্ষন করুন।
৭| ০৭ ই মে, ২০২৪ দুপুর ১২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অবশ্যই মেয়ের কথা রাখবেন আশা করি। আল্লাহ সহায় হউন
০৭ ই মে, ২০২৪ বিকাল ৪:২৪
আবু ছােলহ বলেছেন:
জ্বি, ইচ্ছে আছে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা মঞ্জুর করেন। আপনার দোআ আল্লাহ তাআ'লা কবুল করুন।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৩
বিজন রয় বলেছেন: অভিনন্দন ও শুভকামনা।
ব্লগিং চলুক অবিরত।
শুভব্লগিং।