![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জালিম ও তাদের সেসব সহযোগীরা আজ কোথায়? ছবি কৃতজ্ঞতা, গুগল।
আজ বাংলাদেশের আকাশে এক নতুন সূর্য উঠেছে, যার আলোয় জালিমদের ছায়া ক্রমশ মিলিয়ে যাচ্ছে। কোথায় আজ সেই জালিমেরা, যারা একদিন নিরীহ মানুষের রক্তে হাত রঞ্জিত করেছিল? কোথায় সেই ফ্যাসিস্ট শক্তি, যারা আলেম-ওলামা ও হেফাজতের উপর নির্মম নির্যাতন চালিয়েছিল? কোথায় সেই শাহবাগীরা, যারা জনগণের কণ্ঠরোধ করতে চেয়েছিল? আল্লাহর অপার কুদরতে তারা আজ দৃশ্যপটের অন্তরালে। কেউ গর্তে লুকিয়ে কাঁপছে, কেউ দেশ ছেড়ে পালিয়েছে, আর যারা এখনো ছায়ার মতো ঘাপটি মেরে আছে, তারা মাছের মতো খাবি খাচ্ছে, ভয়ে তটস্থ। তাদের পৃষ্ঠপোষকেরা, যারা একদিন অত্যাচারের পাহাড় গড়েছিল, তারাও এখন নিজেদের অস্তিত্বের জন্য হাহাকার করছে।
কুরআনের পবিত্র আয়াতে আল্লাহ তা’আলা আমাদের হৃদয়ে আশার সঞ্চার করেছেন:
نَصْرٌ مِّنَ ٱللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ
[আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় অত্যাসন্ন। – সূরা সাফ (৬১):১৩]
এই ঐশী বাণীর সত্যতা আমরা প্রত্যক্ষ করছি। বাংলাদেশের রাজপথে, জনগণের মুষ্টিবদ্ধ হাতে, নির্যাতিতদের নিঃশব্দ কান্নায় আল্লাহর সাহায্যের ঝলক স্পষ্ট। হেফাজতের উপর নির্যাতন, আলেমদের রক্তে রঞ্জিত মাটি, নিহতদের আর্তনাদ—এসবের বিচারের দাবি এখন হেফাজতের বাইরেও গর্জে উঠছে। জনগণের কণ্ঠ আর দমিয়ে রাখা যায় না। এই জাগরণ, এই বিজয়ের সূচনা আল্লাহর অশেষ রহমতের প্রমাণ।
কিন্তু আমাদের হৃদয়ে এখনো একটি তীব্র বেদনা। বিজয় যতটুকু অসম্পূর্ণ, তা আমাদের নিজেদের গুনাহের ভার, আমাদের অযোগ্যতার ছায়া। সূরা নূরের অমোঘ প্রতিশ্রুতি আমাদের সামনে:
وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنكُمْ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِى ٱلْأَرْضِ
[আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে, তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন। – সূরা নূর (২৪):৫৫]
এই প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার জন্য দুটি শর্ত—অটুট ঈমান ও নেক আমল। আমাদের হৃদয় যখন গুনাহের কালিমা থেকে মুক্ত হবে, আমাদের কর্ম যখন আল্লাহর সন্তুষ্টির পথে অবিচল হবে, তখনই আল্লাহর সাহায্য পূর্ণরূপে প্রকাশ পাবে। সেদিন আমরা পৃথিবীর মসনদে অধিষ্ঠিত হব, শান্তি ও ন্যায়ের পতাকা উড্ডীন হবে, আর জালিমদের অত্যাচারের স্মৃতি কেবল ইতিহাসের পাতায় ধূলিমলিন হবে।
আজ আমাদের প্রতিটি কান্না একটি দোয়া, প্রতিটি পদক্ষেপ একটি সংগ্রাম। ফিলিস্তিনের মাটিতে ঝরে পড়া শিশুদের রক্ত থেকে শুরু করে বাংলাদেশের রাজপথে নিহতদের আর্তনাদ—এসব একই সত্যের সাক্ষ্য বহন করে: জুলুমের রাত্রি দীর্ঘ হলেও, আল্লাহর ন্যায়ের সূর্য অবশ্যই উদিত হবে। আমরা দাঁড়িয়ে আছি সেই সূর্যোদয়ের প্রতীক্ষায়, আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি অবিচল ভরসা, আমাদের হাতে ন্যায়ের অঙ্গীকার।
হে বাংলাদেশের সন্তানেরা, আসুন, আমরা আমাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করি, আমাদের আমলকে পবিত্র করি। আসুন, আমরা ঈমানের পথে অটল থেকে আল্লাহর প্রতিশ্রুত বিজয়ের জন্য নিজেদের যোগ্য করে তুলি। সেদিন বেশি দূরে নয়, যেদিন জালিমেরা সম্পূর্ণরূপে পরাভূত হবে, আর আমরা আল্লাহর রহমতে শান্তির স্বর্গরাজ্যে পা রাখব।
আল্লাহ আমাদের সাহায্য করুন, আমাদের পথ দেখান।
০২ রা মে, ২০২৫ বিকাল ৪:১১
আবু ছােলহ বলেছেন:
ভান করে থাকা অন্ধদের দেখানো যায় না।
২| ১৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫১
সুলাইমান হোসেন বলেছেন: আল্লাহ তায়ালা আমাদের দেশটাকে ভালো রাখুন, যেন এখানে সমস্ত মত ও পথের অধিকারি অনুসারীরা শন্তিতে থাকতে পারে এই কামনা করে। আমরা সবাইকে নিয়ে শান্তিতে থাকতে চাই।সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা দল মত নির্বিশেষে সবাই ঝাপিয়ে পড়ব।পূর্বে যা হয়ে গিয়েছে তা তো হয়েই গিয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে আমরা সবাইকে নিয়ে এগিয়ে চলতে চাই।আল্লাহ আমাদের সবাইকে, রাজীব নূর ভাইকেওসঠিক পথে চলার তৌফিক দান করুন।আমিন
০২ রা মে, ২০২৫ বিকাল ৪:১২
আবু ছােলহ বলেছেন:
আপনার আন্তরিক মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। আপনার দোআ আল্লাহ তাআ'লা কবুল করুন।
৩| ১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৩০
সুলাইমান হোসেন বলেছেন: thank you
০২ রা মে, ২০২৫ বিকাল ৪:১৩
আবু ছােলহ বলেছেন:
আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২১
রাজীব নুর বলেছেন: জালিম কারা?
৭১ এ যারা জালিম ছিলো, আজও তারা জালিমই আছে।