![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের অসাধারণ সিরাজ সাঁই - যার সঙ্গীত অনুরাগ আর উঁচুমানের সংগ্রহ অবাক করার মতো। তিনি তো শত লোকের ভালো গান শোনার কান তৈরি করে দিচ্ছেন তার অমূল্য রত্নের বিশাল ভাণ্ডার থেকে। নিজের ধন-রত্ন এভাবে অকাতরে সবার মাঝে বিলিয়ে দিতে পারে ক’জন? তার ধারাবাহিক তথ্য-সমৃদ্ধ পোস্টই বলে দেয়- এই লোকটার সঙ্গীতের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা কী সীমাহীন!
আমরা সত্যিই ভাগ্যবান সিরাজ সাঁই এর মত একজন সহব্লগারকে পেয়ে। কেননা- বিনা ক্লেশে অনায়াসে বহু পুরাতন কিংবা বহু অজানা শিল্পী ও তার সৃষ্টিগুলোকে পাচ্ছি।
এ পর্যন্ত তার পোস্ট সংখ্যা ১৪৯টি। যার সবই সংগীত বিষয়ক। আমি তার সবগুলো পোস্ট একত্রিত করে বিষয়ভিত্তিক একটি সংকলন করেছি এখানে ।
বড় দুশ্চিন্তার বিষয়, আজ একমাস হলো তিনি তার ব্লগে আসেন না, পোস্ট দিচ্ছেন না, কোন কমেন্টের উত্তরও করছেন না। তার ক্ষেত্রে এমনটি হওয়ার কথা নয়।
এ পর্যন্ত তার পোস্ট সংখ্যা ১৪৯টি হলেও সর্বশেষ পোস্ট (২৯ জুলাই) এর কয়েকদিন পর তার ব্লগার পরিসংখ্যানে দেখাচ্ছে মাত্র ৫২টি পোস্ট। বাকী পোস্টগুলোর কী হলো!!!
আমার বিশ্বাস তিনি পোস্ট ড্রাফটে নেননি। কেননা আমি সংকলন করার পর তিনি অনেক ডেথ লিংক একটা একটা করে ঠিক করেছেন; অ্যালবামগুলো পুনরায় আপলোড করে।
ব্যক্তিগতভাবে তাকে আমি মেইল করেছি। তিনি উত্তর দিচ্ছেন না। ব্লগার অমিয় উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে তার মোবাইল নম্বর নিয়ে প্রায়ই চেষ্টা করছি- কিন্তু তার মোবাইল নম্বরটি বন্ধ পাচ্ছি।
আমার বিশ্বাস সিরাজ সাঁইয়ের সাথে হয়তো কোন কোন ব্লগারের ব্যক্তিগত বা অন্যকোন মাধ্যমে সম্পর্ক আছে। প্লিজ একটু খোঁজ নিয়ে তার সংবাদটি আমাদের জানিয়ে দুশ্চিন্তামুক্ত করুন।
সবার জন্য আমাদের সিরাজ ভাই সুস্থ থাকুক, দীর্ঘজীবি হোক আর বেশি বেশি গান শোনার সুযোগ করে দিক- এ কামনা।
২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: কেহ তার ভালো খবরটি জানাবেন, এ অপেক্ষায় আছি।
ধন্যবাদ পরিবেশ বন্ধু
২| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
নীল বরফ বলেছেন: কি বলছেন এটা ভাই? শুনেই অস্থির লাগছে। প্রিয়তে রাখলাম আপডেটস জানার জন্যে।
দোয়া করছি যেন উনি ভালো থাকেন।
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৫
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
জ্বী ভাই, সাঁই জি ঈদের আগে (২৯ জুলাই) সর্বশেষ পোস্ট এবং ১ আগস্ট সর্বশেষ মন্তব্যের জবাব দিয়ে সেই যে নিখোঁজ হলেন..... তারপর নিখোঁজ হয়েই থাকলেন।
বড়ই দুশ্চিন্তার বিষয়। তার মোবাইল নম্বরটি অনেকদিন ধরে বন্ধ রয়েছে।
তার ভালো সংবাদ জানার অপেক্ষায় আছি।
৩| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বী ভাই, উনার ফেরার খবেরর আশায় রইলাম।
আর একি...
সব লিংকে গেলেই দেখাচ্ছে পোষ্টটি লেখক নিজেই সরিয়ে ফেলেছেন!!!!!!!
মানে কি?????????
এ বিষয়ে সামু আশা করি ব্যাখ্যা দেবেন!
দুর্লভ সব সংগ্রহ অনেকেই প্রিয়তে রেখেছেন....কিন্তু সবই শূণ্য!!!!!!
আল্লঅহ উনাকে সুস্থ রাখূন। ভাল রাখূন।
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৬
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
বিদ্রোহী ভৃগু, জ্বি ভাই আপনি ঠিকই বলেছেন, ১৪৯ টি পোস্টের এখন মাত্র ৫২টি দেখাচ্ছে। বাকি পোস্টগুলো কোথায় গেল? এ সমস্ত পোস্টে ক্লিক করলে এই পোস্টটি লেখক নিজে সরিয়ে ফেলেছেন দেখাচ্ছে। বিষয়টি বুঝতে পারছি না।
আপনার সাথে সহমত- এ বিষয়ে সামু আশা করি ব্যাখ্যা দেবেন!
আল্লাহ তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন।
ভালো খবরের আশায় আছি।
৪| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৯
ডাব্বা বলেছেন: আশা করছি উনি ভাল আছেন, সুস্থ আছেন। ইন শা আল্লাহ।
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২২
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: আমাদের সকলের আশাও তাই।
ধন্যবাদ আপনাকে।
৫| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১২
বটের ফল বলেছেন: আমাদের অসাধারন সিরাজ সাঁই ভাইয়ের প্রতি শুভকামনা। তিনি আমাদের মাঝে উজ্জল নক্ষত্রের মত বিদ্যমান ছিলেন। আল্লাহ্ তাঁকে ভালো রাখুন এই কামনা করি।
আপনাকে ধন্যবাদ এই বিষয়টি সবার সামনে তুলে ধরার জন্য। সিরাজ সাঁই আবার আমাদের মাঝে ফিরে আসুক স্বমহিমায়।
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৭
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
যে কোন কারণে তিনি রাগ করে পোস্ট ডিলিট কিংবা ড্রাফট করলেও- মেইলের জবাব দিচ্ছেন না, এমনকি অনেকদিন ধরে মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে। শঙ্কায় আছি।
আপনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে- সিরাজ সাঁই আবার আমাদের মাঝে ফিরে আসুক স্বমহিমায়।
ধন্যবাদ বটের ফল
৬| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৪
নুসরাতসুলতানা বলেছেন: উনি আরও একবার সব পোষ্ট ড্রাফট করেছিলেন। যিনি নিজেই আড়ালে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন .....। তবে আপনার আন্তরিকতা দেখে মুগ্ধ হলাম।ও হ্যা ,সামু ব্লগ তার ঔজ্জল্য আরও হারাবে।
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৮
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: ঠিকই বলেছেন, উনি এর আগে নিজেই আড়ালে চলে গিয়েছিলেন। তখন শুধু সর্বপ্রথম ও সর্বশেষ পোস্ট দুটি রেখে আর বাকীগুলো ড্রাফট করেছিলেন। আমাদের সবার অনুরোধে ফিরেও এসেছিলেন।
কিন্তু মেইলের উত্তর দিচ্ছেন না কেন? মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে কেন?
আপনার শেষ বাক্যটির সাথে সহমত।
ধন্যবাদ আপনাকে।
৭| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭
আমিনুর রহমান বলেছেন:
সিরাজ ভাই নিশ্চয়ই ভালো আছেন এবং দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন অবশ্যই।
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৪
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
সাঁইজি, ফিরে আসুন.....
৮| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫০
সুমন কর বলেছেন: আমি নতুন ব্লগার তারপরও পোস্টটি পরে খারাপ লাগল। সিরাজ সাই এর জন্য শুভকামনা রইল।
৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:২৭
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: সাঁইজির ব্লগেতো সব পোস্ট নেই; তাই আমার করা সংকলনে চোখ বুলালে দেখবেন তার এক একটা পোস্ট কত পরিশ্রমের আর কী দুর্লভ সংগ্রহ !
৯| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৪
আরজু পনি বলেছেন:
আশা করি সাঁইজি ফিরে আসবেন শিগগীরই ।
উনার জন্যে শুভকামনা রইল ।।
৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৪০
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: সিরাজ সাঁই আবার আমাদের মাঝে ফিরে আসুক স্বমহিমায়।
ধন্যবাদ আপনাকে।
১০| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৯
মতিঝিল বলেছেন: ভাই মো. আবুল হোসেন, আপনার মত আমিও চিন্তিত।
অনন্য ব্লগার সিরাজ সাঁই ভাইয়ের এই নীরবতা হতাশাজনক। পোস্ট না দিলেও উনি নিয়মিত তাঁর ব্লগে মন্তব্যের জবাব দেন। আগস্টের প্রথমে একটি মন্তব্যের জবাব দেবার পর থেকে তিনি আর ব্লগে আসছেন না।
আবার ওনার পোস্টগুলোর সংখ্যা কম দেখাচ্ছে কেন বুঝতে পারছি না।
বিনয়ী, ভদ্র, প্রিয় ব্লগার আবার সচল, সজীব হোন সর্বশক্তিমানের কাছে এই কামনা করছি। তিনি আমাদের উদ্বেগমুক্ত করবেন এই প্রত্যাশা।
আপনার পোস্টের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন ভাই।
৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৯
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: মতিঝিল ভাই, আপনি যথাই বলেছেন-
অনন্য ব্লগার সিরাজ সাঁই ভাইয়ের এই নীরবতা হতাশাজনক। পোস্ট না দিলেও উনি নিয়মিত তাঁর ব্লগে মন্তব্যের জবাব দেন।
বিনয়ী, ভদ্র, প্রিয় ব্লগার আবার সচল, সজীব হোন সর্বশক্তিমানের কাছে এই কামনা করছি।
তিনি আমাদের উদ্বেগমুক্ত করবেন এই প্রত্যাশা।
ধন্যবাদ আপনাকে।
১১| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৫
রোমেন রুমি বলেছেন:
সাঁইজির ফিরে আসবেন এই প্রতীক্ষায় রইলাম ।
সাঁইজির প্রতি আপনার ভালবাসায়ও মুগ্ধ হলাম ।
৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৩
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
সাঁইিজি ফিরে আসবেন এবং তার ভালো সংবাদের প্রতীক্ষায় রইলাম।
ধন্যবাদ আপনাকে।
১২| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
রোমেন রুমি বলেছেন:
সাঁইজির ফিরে আসবেন এই প্রতীক্ষায় রইলাম।
সাঁইজির প্রতি আপনার ভালবাসায়ও মুগ্ধ হলাম।
৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৫
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: সিরাজ সাঁই আবার আমাদের মাঝে ফিরে আসুক স্বমহিমায়।
ধন্যবাদ আপনাকে।
১৩| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৯
পলক শাহরিয়ার বলেছেন: সাঁইজি, প্লিজ ফিরে আসুন।
৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৬
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: সিরাজ সাঁই আবার আমাদের মাঝে ফিরে আসুক স্বমহিমায়।
ধন্যবাদ আপনাকে।
১৪| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০১
বটের ফল বলেছেন: ফিরে আসুন সাঁইজি।
১৫| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
আলাপচারী বলেছেন: সিরাজ সাঁইকে বহু কিছু জিজ্ঞেস করার ছিলো। হয়তো অভিমানে দূরে।
এদিকে আমার ব্লগে আমি লাইক আর প্রিয়তে নিতে পারছিনা। এডমিনদের খুব কাছের একজনকে সমালোচনা করার পর পরই। কাকতালীয় ?
নাকি বাঙালীর চিরাচরিত পরশ্রীকাতরতা? প্রতিহিংসাপ্ররায়ণতা ??
১৬| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবার আগে কামনা করছি, সিরাজ সাঁই সুস্থ আছেন, তিনি যেখানেই থাকুন না কেন। আমি সিরাজ সাঁইয়ের একজন ভক্ত। আমিও গানের এক সুবিশাল সংগ্রহ গড়ে তোলার ইচ্ছে নিয়ে কাজ করছি। সিরাজ সাঁইয়ের নিঃস্বার্থ ত্যাগের প্রতি শ্রদ্ধাবনত হয়ে গত বছর তাঁকে একটা পোস্ট উৎসর্গ করেছিলাম।
সিরাজ সাঁই খুব শিগগরিই ব্লগে উপস্থিত হয়ে বলবেন- আরে ধুর, একটু পারিবারিক কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম- মনে প্রাণে এমন ইচ্ছে পোষণ করছি।
১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৮
অর্জুনের তীর বলেছেন: ব্লগার স্বাধিকার ভাই সিরাজ সাঁই ভাইয়ের খুব কাছের মানুষ। ওনার কাছে সিরাজ ভাইয়ের ঠিকানা থাকলেও থাকতে পারে। স্বাধিকার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
সিরাজ ভাই একবার আমাকে তাঁর অফিসে যেতে বলেছিলেন। সময় করতে পারিনি। এখন আফসোস হয় - অফিসের ঠিকানাটা অন্তত নিয়ে রাখতে পারতাম।
সিরাজ ভাই পয়লা আগস্ট শেষ মন্তব্য করলেও লিসানি ভাইয়ের ৯ই আগস্টের একটা পোস্ট প্রিয়তে নিয়েছেন।
ওনার সম্পর্কে খুব বেশি কিছু জানি না। যতটুকু জানি কেউ জানতে চাইলে [email protected] -তে মেইল করতে পারেন। সিরাজ ভাইকে ইদানিং খুব রাগী মনে হচ্ছে বলে ভয়ে ব্লগে জানাতে পারছিনা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই অর্জুনের তীর- একটা রাস্তার সন্ধান দেয়ায়।
আপনার মতো আমরাও ব্লগার স্বাধীকার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
আপনাকে মেইল করেছি কিন্তু।
১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১২
একজন ঘূণপোকা বলেছেন: আশা করি সাঁইজি ফিরে আসবেন শিগগীরই ।
১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
স্বাধীকার বলেছেন:
অর্জুনের তীর :
আবুল হোসেন :
--------------------আমিও আপনাদের মতোই তাকে মিস করি। তার সম্পর্কে যতটুকু জানি-তার ভিত্তিতে এটুকু বলতে পারি অত্যন্ত সেনসেটিভ আর প্রখর ব্যক্তিত্বের মানুষ তিনি। জীবনে তিনি যা অর্জন করেছেন আমরা সেখানে কোনোদিন যেতে পারবোনা। তার বিশ্বাস এবং বোধ খুব উচুমানের। বর্তমানে আমি নিজেও পোস্ট করছিনা। সাই ভাইয়ের সাথে আমার সাম্প্রতিক কথা হয়নি।
সামহোয়্যারকে আমরা যারা ছাড়তে পারবোনা কোনোদিনই, যাদের জন্য ছাড়তে পারবোনা-তার মধ্যে সিরাজ সাই ভাইয়ের ব্লগটি অন্যতম। কত অর্থ আর সময় ব্যয় করে তিনি তার ব্যক্তিগত কালেকশন গড়ে তোলেছেন, সেখানে আমাদের অংশীদারিত্ব দিয়েছেন। কত কিছু তিনি আমাদের জানালেন, শেখালেন-এরকম মানুষের সান্নিধ্য কেউ ছাড়তে চাইবেনা, আমরা চাইবো। সাই ভাইকে অবশ্যই ফিরতে হবে, আমাদের জন্যই ফিরতে হবে। ছোট ভাই হিসাবে আমাদের তিনি অত্যন্ত স্নেহ করেন, তিনি আমাদের ছেড়ে থাকবেন না, থাকতে পারবেন না। আমরা ভুল করি, বড়দের কষ্ট দিই, বড়রা নিজগুণেই আমাদের মাফ করে দেন। যদি এরকম কিছুও হয়ে থাকে-সেটা ওভারকাম করার চেষ্টা করবো। কিন্তু সাই ভাইকে ফিরতে হবে।
আমি যোগাযোগ করার চেষ্টা করছি, স্বল্পতম সময়ে আমি আপনাদের তা জানাচ্ছি। সাই ভাই নিশ্চয় এই পোস্ট দেখবেন-আমাদের কাছে তিনি আসবেন। কেবল আল্লাহর কাছে কামনা করছি, তিনি তার পরিবার যেন কোনো সমস্যায় না থাকে।
আবুল হোসেন ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা, প্রিয় মানুষের খোঁজ রাখা একটি মহৎ গুণ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২০
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: স্বাধীকার ভাই, আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। যে করেই হোক সাঁইজিকে ফিরিয়ে আনার চেষ্টা করুন।
সামহোয়্যার-এ অনেক দিন ধরে থাকলেও এক সময় বড়ই অনিয়মিত ছিলাম। পোস্টও করি না। তবে শুধুমাত্র সাঁইজির সান্নিধ্য পাওয়ার জন্যই ব্লগে নিয়মিত থাকতে হয়েছিল এবং হচ্ছে।
সাঁইজি নেই... সামহোয়্যার আমার কাছে মরে গেছে।
২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
স্বাধীকার বলেছেন:
কারেকশন:
কত কিছু তিনি আমাদের জানালেন, শেখালেন-এরকম মানুষের সান্নিধ্য কেউ ছাড়তে চাইবেনা, আমরা চাইবো ?
২১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২২
সিরাজ সাঁই বলেছেন: আবুল হোসেন ভাই, আপনি বারবার এই অধমকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করছেন। আমার জন্যে যে কেউ অপেক্ষা করতে পারে, এটা আপনার এই পোস্টে আর সব প্রানের ভাই বোনদের কমেন্টে আবার প্রমানিত হল। আজকের এই দুঃসময়ে আপনাদের সবার সঙ্গ, শুভকামনা আমার খুব প্রয়োজন।
এই দুমাসে হতাশায় বিহ্বল হয়ে পড়েছি। বোনটি খুব অসুস্থ। আমাদের তো বাবা নেই, তাই আমরা এতিম - আমিই এখন বোনটির বাবা। ভেলোরে নিয়ে গিয়েছিলাম, ওদের আর তেমন কিছু করার নেই। কিডনি ট্র্যান্সপ্লান্ট করাটাই এখন একমাত্র উপায়। কিডনি খুঁজছি আর আনুসাঙ্গিক অন্যান্য সমস্যা ও জোগাড়ের বিষয় তো আছেই। দোয়া করবেন, এটাই এখন আমাদের পাথেয়।
প্লাস এখানে ফ্রি গান পোস্ট করা নিয়েও কিছু অব্জেকশন পেয়েছি। সব মিলিয়ে ব্লগিং করার ইচ্ছাই চলে গিয়েছে। তবুও আপনাদের অসীম ভালবাসার টানে বারবার আসি, আসতে হয়।
এখানে যারা আমার জন্যে কমেন্ট করেছেন, তাঁদের সবার প্রতি রইল আন্তরিক ভালবাসা ও কৃতজ্ঞতা। আপনাদের সবার সঙ্গ পেয়ে আমার জীবন সার্থক হয়েছে।
২২| ২৩ শে মে, ২০১৪ বিকাল ৩:৩৬
হোৎকা বলেছেন: আমি সিরাজ সাইএর বরতমান খবর জানতে চাই
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: সিরাজ সাই এর জন্য শুভকামনা
আর পোস্টে ধন্যবাদ +