নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাশ থেকে ভালো কিছু হলে বাশই ভালো।

আবুলের বাপ এগেইন

আবুলের বাপ এগেইন › বিস্তারিত পোস্টঃ

বাবার জন্য কেক নিয়ে বসে আছে কন্যা,কিন্তু বাবাতো আসে না!!

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৯




এই পোষ্টটা প্রকাশ হওয়ার পর দুটি ব্যাপার হতে পারে।
১)সামু পোষ্টটা সরিয়ে দিতে পারে।তবে বিশ্বাস করি সামু মানবতার পক্ষে।তাই অনুরোধ থাকবে না সরিয়ে দিতে।
২)অনেকেই আমাকে মনে মনে বা কমেন্টে গালাগালি করতে পারে,নব্য ছাগু,রাজাকারের সহযোগী,লেঞ্জা বেরিয়ে গেছে বলে।

আমি মনে করি জামাত-শিবির দুটো কারনে কখনই সাধারন মানুষের দল হতে পারবে না দুটো কারনে।
১) মউদুদীবাদের কারনে।অধিকাংশ আলেম-ওলামার মনে করেন মউদুদীবাদ একটি ভ্রান্ত মতবাদ।
২) একাত্তরে বিতর্কিত পদক্ষেপের কারনে।
কিন্তু তার মানে তাদের বিনা বিচারে খুন,গুম করা হবে, তাদের জন্য মানবতা ,ন্যায়বিচার থাকতে পারবে না,এটা কোনো সভ্য রাষ্ট্রে হতে পারে না।

যাই হোক,উপরের ছবিতে যে মেয়ে কেক সামনে নিয়ে বসে আছে, সে হলো, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড.মু. শফিকুল ইসলাম মাসুদের মেয়ে নুমাইরার। উনিশ মাস কারাবাসের পর গত পরশুদিন তার মুক্তি পাওয়ার কথা ছিলো। হাইকোট থেকে ‘নো এরেষ্ট এন্ড নো হ্যারেজ’ নির্দেশনা ছিলো। কিন্তু বিচারাধীন সকল মামলায় জামিন ও হাইকোর্ট থেকে হয়রানি না করার নির্দেশ থাকার পরেও এভাবেই ডিবি পুলিশ জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ কে নম্বরপ্লেটহীন গাড়িতে করে তুলে নিয়ে যায়। রোববার রাত ৮টা ১০ মিনিটে তিনি মুক্তি পাওয়ার পর কেন্দ্রীয় কারাগারের গেট থেকে সাদা পোশাকে পুলিশ একটি নম্বরবিহীন গাড়িতে করে তাকে তুলে নিয়ে গেছে। এসময় আরও দুই আইনজীবী এডভোকেট নুরুজ্জামান ও আশরাফুজ্জামান শাকিল উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, মাসুদকে আটকের সময় তার সমর্থকদের সাথে আটককারীদের ধস্তাধস্তি হয়। তবে, কারা মাসুদকে আটক করেছে এ বিষয়ে এখনো পরিস্কার করে কিছু জানা যায়নি।এদিকে ড. মাসুদকে গ্রেফতারের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মারুফ হাসান সরদার শীর্ষ নিউজকে বলেন, তাকে কারা ধরে নিয়েছে, তা আমার জানা নেই।



অপেক্ষা বাড়ছে নুমাইরার।
ড. শফিকুল ইসলাম মাসুদ কি হত্যা বা হত্যার পরিকল্পনার সাথে জড়িত আছেন,নাকি বাস পুড়িয়ে মানুষ মেরেছেন,নাকি চাদাবাজি ,ধর্ষন করেছেন? এগুলোর সাথে জড়িত থাকলে অবশ্যই তার বিচার হতে হবে।এজন্য তাকে রিমান্ডের পর রিমান্ড নেয়া হয়েছে। ১৯ মাস কারবন্দী ছিলেন।কিন্তু হাইকোট থেকে ‘নো এরেষ্ট এন্ড নো হ্যারেজ’ নির্দেশনা থাকা সত্ত্বেও এভাবে নম্বরপ্লেটহীন গাড়িতে করে তুলে নেয়া কি কোনো সভ্য দেশে হতে পারে?



বাবা ড. শফিকুল ইসলাম মাসুদের কোলে নামিরা।


জেলে যাওয়ার কিছুদিন পর তার আরেক সন্তান নুমায়ির জন্মগ্রহন করে।



মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৪

মোঃ আমানউল্লাহ বলেছেন: মানবতাবাদীরা কোথায়?

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩২

আবুলের বাপ এগেইন বলেছেন: টিনের চশমা দিয়ে সব কিছু দেখা যায় না।

২| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬

মোঃ আমানউল্লাহ বলেছেন: হাহাহাহাহা...

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৪

আবুলের বাপ এগেইন বলেছেন: এই যে দেখেন,সামুও আমার পোষ্ট টিনের চশমা দিয়ে লেখাটি পড়ে প্রথম পেজ থেকে সরিয়ে দিয়েছে।অথচ আমার আগের এবং পরের সকল পোষ্ট কিন্তু আছে।
যদি এরকম ঘটনা চেতনাবাজদের বেলায় ঘটার পর কেউ লিখতো,তাহলে কানতে কানতে এতক্ষনে নির্বাচিত পাতায় স্থান পেতো। আদর্শ দিয়ে আদর্শ মোকাবেলা করা উচিত,গুম,খুন ঘৃনা দিয়ে নয়।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫২

রায়হানুল এফ রাজ বলেছেন: কাদের স্বার্থের দিকে লক্ষ্য রেখে এই সব করা হচ্ছে তা অচিরেই বের করা হোক। সেই সাথে নিশ্চিত করা হোক প্রতিটি মানুষের নিরাপদ পথ চলা।

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৫

আবুলের বাপ এগেইন বলেছেন: একমত।
অনুরোধ করার পরও সামু পোষ্টটি কেনো সরিয়ে দিলো,ব্যাখ্যাও দিলো না।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৪

safu বলেছেন: আপনার লিখাটি আমার খুব ভালো লাগলো।
আমি আপনাকে অনুসরণ করেছি! এবং এখানে পজিটিভলি যা কম্মেন্ট আসছে, তাঁদেরকেও আমি অনুসরণ করবো।

আমি সামুতে নতুন! শুধু সামু না! আমি ব্লগ জগতেই নতুন। প্রথম প্রথম ভাবতাম ব্লগ জিনিসটা খারাপ।
কিন্তু সব কিছুর ভালো ও খারাপ দিক অবশ্যই আছে।

কাইন্ডলি আমাকে ব্লগের বিভিন্ন অপশন সমন্ধে মাঝে মাঝে হেল্প করবেন?
এই যেমন, আজ একটা কমেন্টে বললেন, সামুও আমার পোষ্ট টিনের চশমা দিয়ে লেখাটি পড়ে প্রথম পেজ থেকে সরিয়ে দিয়েছে।অথচ আমার আগের এবং পরের সকল পোষ্ট কিন্তু আছে।

আমার লিখা যে প্রথম পেইজে আছে কিভাবে বুঝবো! আবার সামু সরায় ফেলে যে, সেটা কিভাবে বুঝবো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.