নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাশ থেকে ভালো কিছু হলে বাশই ভালো।

আবুলের বাপ এগেইন

আবুলের বাপ এগেইন › বিস্তারিত পোস্টঃ

গার্জিয়ানরাই সন্তানদের ভবিষ্যৎ চোর বানাচ্ছেন!!!?

১৪ ই মে, ২০১৬ দুপুর ২:০৬





উপরের ছবিগুলো দেখে মনে হবে,পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীরা শেষ সময়ে রিভাইস দিচ্ছে। আসলে দলবদ্ধ হয়ে এরা কিছুক্ষন আগে পাওয়া প্রশ্ন সলভ করছে।এভাবেই পরীক্ষার ২/৩ ঘন্টা আগে অনলাইনে প্রশ্ন ফাস হচ্ছে আর দলবদ্ধ হয়ে স্মার্ট মোবাইল ও ল্যাপটপে সেই প্রশ্ন পেয়ে সমাধান করে পরিক্ষা হলে যাচ্ছে।
কষ্টটা হলো,সরকার নিজের সাফল্য প্রমান করতে পাশের হার এবংA+ বেশী দেখানোর জন্য কিছু করবে না।স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন,এতো সুযোগ পাওয়ার পর কিভাবে ফেল করে?
আবার শিক্ষামন্ত্রী নিজের অসহায়ত্ব প্রকাশ করে বলেছেন, প্রশ্ন ফাঁস কিভাবে সামলাবো?
কিন্তু উপরের ছবিতে যেটা দেখা যাচ্ছে,যেসব গার্জিয়ান ফাস করা প্রশ্নে পরিক্ষা দিতে সাহায্য ও উতসাহ দিচ্ছে,তারাও কি মনুষ্যত্ব হারিয়ে ফেলছে? তারা কি তাদের সন্তানদের ভবিষ্যতের চোর বানাচ্ছেন না?
ছবি:ফেসবুক।
তথ্যসুত্র

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৬ দুপুর ২:৪৬

খালিদ হোসাইন বলেছেন: সব শালা চোর

১৪ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

আবুলের বাপ এগেইন বলেছেন: চোরের দাপটে দেশটা চোরময়।

২| ১৪ ই মে, ২০১৬ দুপুর ২:৫২

নতুন বলেছেন: প্রশ্ন বিক্রির টাকা কিন্তু ছাত্রের কাছে থাকে না। সেটা তাদের বাবা মা ই দেয়...

এখন প্রশ্ন বেচার যেহেতু রমরমা তার মানে বাবা মা তাদের ছেলে মেয়ের জন্য প্রশ্ন কিনতে ইচ্ছুক...

সমাজে ভন্ডামী বেড়ে গেছে...

১৪ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

আবুলের বাপ এগেইন বলেছেন: এ ধরনের গার্জিয়ান তাদের সন্তানকে নৈতিকতার কথা কিভাবে বলবে?

৩| ১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:১১

হুকুম আলী বলেছেন: যে দেশের যে ভাও
উল্টা পার্শ্বে নৌকা বাও।

উপরের ছবিতে দেয়া কাজগুলো অনেক গার্জিয়ানই পছন্দ করে না কিন্তু করতে বাধ্য হচ্ছে। তা না হলে তার সন্তান লেখাপড়া থেকে রেজাল্টের কারণে আস্তাকুঁড়ে ছিটকে পড়ে যাবে। যে দেশের ছেলেরা পড়াশুনা না করে সারা দিনরাত টইটই করে ঘুরে বেড়ায় আর পরীক্ষার আগে প্রশ্নপত্র কিনে পরীক্ষা দিয়ে এপ্লাস পায় সে দেশে আপনার ছেলে সারাদিন রাত পড়ে কি রেজাল্ট করবে?

আপনি শুধু গার্জিায়নকে দেখেন কেন? গার্জিয়ানকে এই কাজে নামতে বাধ্য করেছে কারা তাদেরকে ধরেন।

আপনার কাছেই প্রশ্ন রেখে গেলেম, বর্তমানে যে অবস্থা, আপনি সৎভাবে জীবন যাপন করে একটা দিন কি চলতে পারবেন? আপনি প্রতি মুহুর্তে হয় অবৈধ পয়সা খাচ্ছেন না হয় দিচ্ছেন।

১৪ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

আবুলের বাপ এগেইন বলেছেন: আপনার মন্তব্যের সাথে অনেকাংশে একমত।তবে যারা প্রশ্ন ফাস ঠেকানোর জন্যপপদক্ষেপ নেবে অর্থাৎ সরকার তারাতো উন্নয়ন দেখাতে ব্যাস্ত।তারা কিছুই করবে না।তাই বলে সবাই চোর হলে আমাকেও চোর হতে হবে,এই যুক্তি ঠিক নয়।
দুনিয়াতে সবাই অন্যায় করে,কিন্তু রাতে খাওয়ার সময় সন্তানের চোখের দিকে তাকিয়ে দুটো নৈতিকতার কথা বলতে পারি,এই সাহসটুকু যেন গার্জিয়ানদের থাকে,তাই আমি বলতে চেয়েছি।এভাবে চোরের সহযোগী হলে সেটা কি সম্ভব?

৪| ১৪ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ভয়াবহ অবস্থা!

১৪ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

আবুলের বাপ এগেইন বলেছেন: এভাবেই পুরো একটা প্রজন্মকে সরকার ও গার্জিয়ানরা শেষ করে দিচ্ছে।

৫| ১৪ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

রোষানল বলেছেন: এই জন্যই দেশে শিক্ষিত গর্দভের সংখ্যা দিন দিন বেশি হচ্ছে।

১৪ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

আবুলের বাপ এগেইন বলেছেন: এরাই যখন আজ থেকে ১৫/২০ বছর পর প্রশাসন চালাবে,তখন কি অবস্থা হবে,আল্লাহই জানে!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.