![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষকরা এখন এইসব হাবিজাবি লেখা দেখে সময় নষ্ট করে না।তাদের বহুত কাজ আছে।তাই এরাই ভরসা।কিন্তু তারাও বিরক্ত।
ভাগ্যিস এই লাভার বয়ের প্রেমিকা আছে, সাথে লিডারের এ প্লাস দেয়ার নির্দেশ আছে,তাই দেশে এ প্লাসের জোয়ার।
এই আমাদের গোল্ডেন এ প্লাস প্রজন্ম। এ প্লাস পায় কিন্তু এক লাইন শুদ্ধ করে ইংরেজী লিখতে পারে না!!!
এই দুটো হলো দুই জন শিক্ষক-শিক্ষকের হতাশা এবং এটাই এখন আমাদের বাস্তব অবস্থা।
এইটা হলো হুদাই মজা!!!
১৬ ই মে, ২০১৬ বিকাল ৩:১৭
আবুলের বাপ এগেইন বলেছেন: শুধু দেখে যান,কিভাবে একটা প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে,
২| ১৬ ই মে, ২০১৬ বিকাল ৩:০৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কঠিন অবস্থা !! দেশের ভবিষ্যত সত্যিই উজ্জ্বল!
১৬ ই মে, ২০১৬ বিকাল ৩:২০
আবুলের বাপ এগেইন বলেছেন: এমন সময় আসতেছে,দেখবেন পত্রিকায় শিরোনাম হবে, গোল্ডেন এ প্লাস পেয়েও রিকশা চালাচ্ছেন মফিজ মিয়া।
৩| ১৬ ই মে, ২০১৬ বিকাল ৩:০৯
চিত্রনাট্য বলেছেন: যদিও বললেন মজা, তবে দুঃখজনক। সত্যতা আছে নিচের শিক্ষকদের কথাতে। উপরের ছবি আর খাতা দেখার ব্যাপারটা হয়তো নিচক মজাই।
আমাদের বর্তমান সরকারের একটা লক্ষ্যমাত্রা একশ পারসেন্ট পাশ এবং ভালো রেজাল্ট। বিভিন্ন পরীক্ষার হলগুলোতে, খাতা দেখাতেও ঢালাও নাম্বার দেবার নির্দেশনা থাকে। আর রাজনৈতিক নেতা পেতারা তো আছেই। তার সাথে যুক্ত হচ্ছে টাকার কাছে মাথা হওয়া শিক্ষকরা।
১৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৫
আবুলের বাপ এগেইন বলেছেন: উপরের ছবি আর খাতা দেখার ব্যাপারটা হয়তো নিছক মজাই। খাতা দেখার ব্যাপারটা মজা নয়,সত্যতা ও বাস্তবতা আছে। যেহেতু খাতা মুল্যায়নের কোনো ব্যাপার থাকে না,থাকে ঢালাও নাম্বার দেবার নির্দেশনা। তাই,অনেক শিক্ষক এখন আর খাতা দেখতে আগ্রহী নন। কাছের ষ্টুডেন্টদের সামান্য কিছু টাকা অথবা এক/দুই বেলা ভালো খাবেরের বিনিময়ে খাতা দেখান।
বাকী মন্তব্য অস্বীকার করার উপায় নাই।
৪| ১৬ ই মে, ২০১৬ বিকাল ৩:১৭
শায়মা বলেছেন: হা হা আই এ্যাম গট গোল্ডেন এ প্লাস!!!!!!!
১৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৭
আবুলের বাপ এগেইন বলেছেন: কংগ্রাটস!! ইট মি সাম সুইটস। ( আমাকে মিষ্টি খাওয়ান)।
৫| ১৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৯
শায়মা বলেছেন:
নিজে নিজে কিনে খাও ভাইয়া।
১৬ ই মে, ২০১৬ বিকাল ৪:০২
আবুলের বাপ এগেইন বলেছেন: ও কে, আই ইস ইট।
৬| ১৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৭
মোঃ মাকছুদুর রহমান বলেছেন: আওয়ামেলীগের আমলে ভোট কেন্দ্র,আর পরিক্ষার কেন্দ্রের একই অবস্থা!
১৬ ই মে, ২০১৬ বিকাল ৪:১০
আবুলের বাপ এগেইন বলেছেন: কোথায় যেন পড়েছিলাম, এরশাদের সময় ফেল্টু মার্কা ছাত্ররা নকলের দাবীতে শ্লোগান দিতো,
ভোট হয়েছে যেভাবে,
পরীক্ষা হবে সেভাবে।
আবার সে আমল ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ অনেক আগেই।এখন তার থেকেও ভয়াবহ অবস্থা বিরাজমান।
৭| ১৬ ই মে, ২০১৬ বিকাল ৪:০৪
শায়মা বলেছেন: হাহা
১৬ ই মে, ২০১৬ বিকাল ৪:২১
আবুলের বাপ এগেইন বলেছেন: ইউ হ্যাপি,সো আই হ্যাপি।
৮| ১৬ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৭
ক্লাউড বলেছেন: ক্লাস ১০ এর টেস্ট পর্যন্ত ম্যাথে ৫০ এর উপরে আর ৪০ (আমাদের স্কুলে ফেল ছিল ৪০ এ) এর নীচে পাই নাই। ইংরেজীতে ৫০ ক্রস করলে মনে হইতো আমি কি সেক্সপিয়ার হইয়া গেলাম নাকি!! ওই স্ট্যান্ডার্ডের আমি এই স্ট্যান্ডার্ডের এদের চেয়ে ভালো। আমার আন্ডার ফাইভ সিজিপিএ এদের চেয়ে ভালো এইটা বুঝতে আমার গবেষক হবার দরকার নাই। আমাদের সময় এসএসসি তে সায়েন্স, আর্টস আর কমার্স মিলে ৪ এর উপরে ছিলো ১০৬০০ জন কিংবা এর কাছাকাছি কিছু। গোল্ডেন ছিল দিল্লী বহুদুর। কিছু গোল্ডেন উপহার দেয়া হইছিলো, তাও সব বোর্ডে না। পাসের হার বাড়া মানেই শিক্ষার মান বাড়া না। শিক্ষার মান এখন যা তা।
এত হাজার হাজার গোল্ডেন ডিম্ব দিয়া আমরা কি করিব? এদের ৯০% ভালো কোথাও ভর্তিই হতে পারবে না।
১৬ ই মে, ২০১৬ বিকাল ৫:২৪
আবুলের বাপ এগেইন বলেছেন: আজ থেকে ১৫/২০ বছর পর এরাইতো প্রশাসন চালাবে। হায়!তখন কি এরা প্রশাসন চালাতে পারবে নাকি বাইরের থেকে ভাড়া করা লোক লাগবে?
৯| ১৬ ই মে, ২০১৬ বিকাল ৫:৩২
গোধুলী রঙ বলেছেন: এই সরকার দেশকে যত রকম ভাবে ..... মারা সম্ভব মেরে যাচ্ছে। আমি অতি দুঃখিত, ড্যাশে কিছু বসাতে আমার ব্লগীয় ভাবমূর্তির সাথে যাচ্ছে না।
১৬ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৭
আবুলের বাপ এগেইন বলেছেন: তবে ২০১৪এর নির্বাচনের আগে দিতো মুলি বাশ দিয়ে আর নির্বাচনের পরে এখন দেয় আইক্কাআলা বাশ দিয়ে।
১০| ১৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবি হত্যার চেয়ে কম বিভৎস নয় এ স্লো পয়জন কিলিং!!!!!!!!!!!!!!!
একটা জাতিকে ধ্ভংস করার দীর্ঘমেয়াদী প।লানের একটা পার্ট এটা!!!!!!!!!! মেধাহীন প্রশাসন প্রতিষ্ঠার বীজ বোনা হচ্ছে! ফসল কাটবে দুই যুগ পরে!
সাধু সাবধান।
১৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
আবুলের বাপ এগেইন বলেছেন: সাধুরা সব ক্ষমতা টিকিয়ে রাখায় মত্ত।দেশ শেষ হয়ে গেলে,তাদের কি আসে যায়?তাদের সন্তানরাতো এদেশে পড়ে না,পড়লেও ইংলিশ মিডিয়ামে।
১১| ১৬ ই মে, ২০১৬ রাত ৮:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: শিক্ষকদের খাতা দেখার টাইম কই? তারা আছে ধান্ধাবাজিতে!
১৭ ই মে, ২০১৬ সকাল ১০:৫৮
আবুলের বাপ এগেইন বলেছেন: ঢালাও নাম্বার দেবার নির্দেশনা থাকলে শিক্ষকরা কষ্ট করে কেন খাতা দেখবে? আর শুধু শিক্ষক নয় এই সরকার প্রতিটি সেক্টরের প্রতিটি মানুষকে ধান্দাবাজীতে জড়িত করছে।কারন ধান্ধাবাজিত ছাড়া এখন কোনো কাজ হয় না।
১২| ১৬ ই মে, ২০১৬ রাত ৯:৪৫
সোজোন বাদিয়া বলেছেন: ধন্যবাদ এমন একটি দালিলিক পোস্টের জন্য। আমার ব্লগে 'জাতির পিতা হতে চাও?' Click This Link এবং 'প্রশ্নপত্র ফাঁস বন্ধের যাদুকরী সমাধান' Click This Link কবিতা দুটি পড়ার দাওয়াত থাকল। ভাল থাকুন।
১৭ ই মে, ২০১৬ সকাল ১১:৩০
আবুলের বাপ এগেইন বলেছেন: আপনি অনেক ভালো লেখেন এবং সাহস অনেক বেশী।আমার সাহস অনেক কম আবার নতুন আইনে এক কোটি টাকা সহ যাবজ্জীবন।কিন্তু আমারতো এক কোটি টাকা নাই।
১৩| ১৬ ই মে, ২০১৬ রাত ১০:১৬
মনিরা সুলতানা বলেছেন: জাতীকে ধবংস করার স্লো পয়জনিং
১৭ ই মে, ২০১৬ সকাল ১১:৩৯
আবুলের বাপ এগেইন বলেছেন: এই পয়জনিং এখন বন্ধ না করতে পারলে এই জাতি আর মাথা তুলে দাড়াতে পারবে না।
১৪| ১৬ ই মে, ২০১৬ রাত ১১:১৬
সুমন কর বলেছেন: স্লো পয়জনিং ..........
১৭ ই মে, ২০১৬ সকাল ১১:৪৪
আবুলের বাপ এগেইন বলেছেন: যদিও এখন এই পয়জনিং বন্ধ করা সম্ভব হয়,তবুও গত ৩/৪ বছরে যারা পাশ করছে,তারা চরম চাকরি থেকে শুরু করে সকল ক্ষেত্রে চরম অবহেলার স্বীকার হবে। ইন্টারভিঊ বোর্ডে আওয়ামী লীগ আমলে পাশ শুনলেই বলবে,প্রশ্ন কত টাকা দিয়ে কিনছো,কিভাবে নাম্বার পাইছো ইত্যাদি।
১৫| ১৭ ই মে, ২০১৬ রাত ১২:১৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: প্রথমেই আপনাকে চমৎকার উপস্থাপনায় এ হরিষে বিষাদ ছাপানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরীক্ষার হল গুলোতে নকলের বন্যা! পরীক্ষার খাতা মূল্যায়নে দুর্নিতি বা অবহেলা। আর রেজাল্ট পাবলিশের বেলায় খামখেয়ালীপনায় জমে উঠেছে আমাদের বর্তমান প্রজন্মের বেড়ে উঠার পথের চালিকা শক্তি তথা শিক্ষার্জনের চাল-চিত্র। পরীক্ষার হলের অনেক অসদুপায় অবলম্বনের প্রমাণ আমার কাছেই আছে। খাতা মূল্যায়ন হচ্ছে বর্তমানের আরেকটি বাজে অবস্থা! এখানে শিক্ষকরা দায়িত্বে চরম অবহেলা প্রদর্শন করছেন। তবে, এতে প্রশাসন তথা দেশের পরিচালকদের দোষ সবচাইতে বেশী। তাঁরা কোন ভাবেই এর দায়ভার এড়াতে পারবেননা।
১৭ ই মে, ২০১৬ সকাল ১১:৪৭
আবুলের বাপ এগেইন বলেছেন: একটা ভালো সিষ্টেম গড়ে উঠতে লাগে বছরের পর বছর,আর সেই ভালো সিষ্টেম নষ্ট করতে লাগে জাষ্ট একটা বিনা ভোটের নাটুকে সরকার।যারা পাসের হারের ভিতরেও সাফল্য খুজে।
১৬| ১৭ ই মে, ২০১৬ দুপুর ১:৪৮
পলক শাহরিয়ার বলেছেন: কি চমৎকার দেখা গেল!
১৭ ই মে, ২০১৬ বিকাল ৩:১৭
আবুলের বাপ এগেইন বলেছেন: এভাবেই একটা জাতি দেখতে দেখতে নষ্ট হয়ে গেলো।
১৭| ১৭ ই মে, ২০১৬ বিকাল ৩:০৫
মোস্তফা সোহেল বলেছেন: বেশ মজা লাগল যদিও এটাই বাস্তব বর্তমানে
১৭ ই মে, ২০১৬ বিকাল ৩:২০
আবুলের বাপ এগেইন বলেছেন: এর শেষ কোথায়?নাকি এভাবেই জাতি শেষ হয়ে যাবে?
১৮| ১৭ ই মে, ২০১৬ বিকাল ৩:২৯
সাহসী সন্তান বলেছেন: পোস্টের ব্যাপারে দুঃখ প্রকাশ করা ছাড়া অতিরিক্ত কিছু বলার নাই! তবে হুদাই মজাটা বেশ উপভোগ করলাম.......
১৭ ই মে, ২০১৬ বিকাল ৪:৪২
আবুলের বাপ এগেইন বলেছেন: ধীরে ধীরে আমরা দু;খ প্রকাশ করা জাতি হিসাবে পরিচিত হচ্ছি।
যাই হোক,বহুদিন পর আমার পোষ্টে এসে মজা উপভোগ এবং কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ।
১৯| ১৭ ই মে, ২০১৬ বিকাল ৪:২৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
আমাদের শুধুই দরকার পাশের হার বাড়ানো। সে তাে বাড়ছেই সাে চিন্তা কিসে...........। আসুন সবাই মিলে বগল বাজাই।
১৭ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৩
আবুলের বাপ এগেইন বলেছেন: এখন বগল বাজাই,ভবিষ্যতে পশ্চাদদেশ বাজাবো।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৬ বিকাল ৩:০৮
রোহান খান বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন...।