নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তিম শূণ্যতায় একজন, খুবই সাদাসিদে লোক আমি।

আমার সম্পর্কে কিছু লিখার নাই।

› বিস্তারিত পোস্টঃ

সাম্ হয়ার ইন ব্লগে আসার গল্প

১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:০০

সাম্ হয়ার ইন ব্লগে আসার গল্প

আমি একদিন আমার মেসের ছোট ভাই কে িজজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই এই েয ব্লগ িবষয়টা তো অনেক িদন থেকে শুনেতেছি েতা কিন্তু েকান ব্লগের নাম েতা জানি না। কিছু পারি আর নাই পারি অন্তত পক্ষে ব্লগের চারদিক ঘুরে আসা যায়। তার পর ও বললো, এই somewhere in blog এর কথা তার পর থেকে চেষ্টা করতাম একটা আইডি খুলার জন্য, অনেক চেষ্টার পর একদিন একটি আইডি খুলে ফেলি, ২০১৪ সাল এর প্রায় শেষের দিকে। তার পর মাঝে-মধ্যে ব্লগে আসতাম কিন্তু কিছূ লিখার সাহস পেতাম না। একদিন ভাবলাম অন্তত পক্ষে আমার এই ব্লগে আসার গল্পটা তো আর যাই হােক এলােমেলাে ভাবেই লিখা যায়। তাই লিখে ফেললাম।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:১২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Good.

২| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:১৮

হামিদ আহসান বলেছেন: জানলাম অাপনার গল্পটা৷ অনেকেই এভাবে এসেছে৷ তারপর লেখতে লেখতে পাকা লেখক হয়ে গেছে.......নিয়মিত লিখুন ...

৩| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:২২

বলেছেন: জ্বী, আপনাকে ধন্যবাদ আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

৪| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩০

প্লাবন২০০৩ বলেছেন: লিখতেই থাকুন, লিখতেই থাকুন। দেখবেন একসময় ঠিকই পাকা হয়ে যাবেন। এ অনেকটা সাঁতার শেখার মতন।

৫| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩২

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং....... !:#P

৬| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৭

বলেছেন: সত্যিই! আমার এই ব্লগে প্রথম লেখা, এবং আমি আপনাদের ভালবাসায় মুগ্ধ।

৭| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৫০

মামুন তালুকদার বলেছেন: চেষ্টা করুন আপনি অবশ্যই পারবেন।
তাই লেখার চেষ্টা করুন আপনি সফল হবেন।।

৮| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:০০

বলেছেন: ধন্যবাদ আপনাকে, আমাকে এই উষ্ণ সকালে অনুপ্রানিত করার জন্য ...

৯| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২৯

ভিটামিন সি বলেছেন: লিখে যান। না পারলে তো আমরা আছিই আপনাকে দৌড়ানি দেয়ার জন্য। আপনার আশে-পাশে ঘটে যাওয়া সুন্দর একটা ঘটনা বা একটা কথা সুন্দর করে গুছিয়ে লিখে ফেলুন যেন আমরা পড়ে মজা পাই।

১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৩

বলেছেন: আপনারা আছেন বলেই সম্ভবত এই ব্লগে লিখবো , আজ হােক কাল হোক একদিন লিখবো ইনশাআল্লাহ্। দোয়া করবেন।

১০| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৩

আহমেদ জী এস বলেছেন: আবুলমিয়া ,



"সামু " ব্লগে স্বাগতম আপনাকে ।
সব লেখার শুরুটাই এলোমেলো হয় । ধীরে ধীরে তা গোছালো হয়ে ওঠে । আপনারও হবে । লিখতে থাকুন ।

শুভেচ্ছান্তে ।

১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

বলেছেন: ধন্যবাদ আপনাকে

১১| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫১

কানাই স্যার বলেছেন: লেখক হন কিন্তু ব্লগার হয়েন না। কোপাকুপির মইধ্যে পড়বার না চাইলে আলু পটলেল পুস্টি গুণ লিখুন।

১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

বলেছেন: ধন্যবাদ আপনাকে

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার নাম নাই B-))

০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

বলেছেন: এটা আমি মজা করে নাম দিছিলাম এখন এমন হয়েছে যে, আর মূছে ফেলা যাচ্ছে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.