![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানিনা এখন কি করবো! কি ভাবে কি করা তা যায় তা তাে জানি না। সত্যি লাইফ টা যে কি তা ভেবে পাইনা। হতাশা! শুধুই হতাশা, এই হতাশায় আমি যখন একেবারে অন্ধকারে ভরপুর তখন, এর ফাঁকে আমার চেয়ে আরো ক্ষতিগ্রস্থদের দিকে তাকিয়ে আমি সুন্দুর জীবন খুজি। আসলে এই তখনই একটু অানন্দ অনুভব করি আর মনে মনে ভাবি কোন একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন "জীবন হারবার নয়, চেষ্টা করলে সফলতা আসবেই।" চেষ্টা যেন জীবনকে মোলায়ন ও মধুময় করে দেয়।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩
বলেছেন: জ্বী- সবাই চাই একটু স্বস্থির নি:শাস নিতে, তার জন্য চেষ্টা সবাই কম-বেশি করি। কাঙ্কিত ফলাফলের অপেক্ষা করে জন্য ক'জন চেষ্টা করি, এর আগেই হতাশাগ্রস্থ্য হয়ে পড়ি।
ধন্যবাদ
ডঃ এম এ আলী ভাই,
ভালো থাকুন।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:১২
ডঃ এম এ আলী বলেছেন: জীবন হারবার নয়, চেষ্টা করলে সফলতা আসবেই।" চেষ্টা যেন জীবনকে মোলায়ন ও মধুময় করে দেয়।
ভাল লাগল বাক্যখানি , করলে অনুসরন দিবে ভাল ফলন ।
শুভেচ্ছা রইল