নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তিম শূণ্যতায় একজন, খুবই সাদাসিদে লোক আমি।

আমার সম্পর্কে কিছু লিখার নাই।

› বিস্তারিত পোস্টঃ

ফেবুতে অপরিচিতা একজন নারীর সাথে আলাপন

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১:২৪

অপরিচিতা একজন নারী যখন কথা বলতে বলতে প্রায় পরিচিত হয়ে উঠেন এবং তখনই জানা হল উনার অসুখের কথা এবং মেজর কোন একটি রোগ:- তখন খুবই রাগ হয় এই লনলি লোকদের প্রতি এবং যারা শুধু টাকার জন্য মা-বাবা , ভাই-বোন বা ফ্যামিলির অন্য লোকদের সময় দিতে পারে না এবং তারা একসময় হয়ে উঠেন খুবই অসহায়. লোকদের একজন, তেমনি একজন নারীর গল্প:-

গত শুক্রবার রাত্রিতে ফেইসবুক মেসেঞ্জার ইনস্টল দিলাম। সেটাপ শেষ হওয়ার পর দেখলাম অচেনা একটি নাম থেকে আমাকে কিছু বার্তা প্রেরন করা হয়েছে । প্রথমে আমি তেমন আমলে না দিয়েই পড়ি। তারপর আরেকটু লক্ষ করে আমি টাস্কি খেয়ে গেলাম,(সাধারনত আমার সাথে কোন মেয়েলোকের কথাবার্তা হয়না বা হত না) দেখলাম তাতে আমাকে সালাম জানানো হয়েছে। লেখাটা ছিল এরকম যদি হুবহু বলতে যাই
আমার সম্পূর্ণ কথোপকথনটি তুলে ধরা হলো:-
“ সালাম জানালাম, আমি কি আপনাকে জানি না চিনি?
আপনি কি আমায় (আমার) দেখেছেন কোন পিক?
আমার একটা ব্যড হেবিট বলতে পারেন কাউকে বা কারো পুরা (পুরো) পিক না দেখলে আমি এড এক্সেপ্ট করতে পারিনা ...
আপনি আমায় না দেখে ফ্রেন্ড করলে কি আপনার মানুষ না দেখে কথা বলতে ভাল লাগবে.....
কভার পিক টা এক্সিলেন্ট (যদিও কাভার পিক টা মেসেঞ্জারে দেখা যায়না, উনি সম্ভবত প্রফাইল পিক সম্পর্কেই বলনেন)
কোথায় থাকেন?
অনেক প্রশ্ন তাই নাহ? ” (বার্তাটি প্রেরণ করা হয়েছিল ৭ই মার্চ ২০১৬ ইং)
আমি কি বলব না ভেবেই প্রথমে লিখলাম ”ওয়ালাইকুমু সালাম”
লিখার কিছুক্ষন পরই ও পাশ থেকেই রিপ্লে আসলো!
এতই দিন পর চোখে পড়লো
ট্যাস্কস আল্লাহ্
আমি লিখলাম!
হ্যা তাই,
মেসেঞ্জার ইনস্টল দিতে গিয়ে মেসেজ টা ফ্রন্টে এল তাই দেখলাম।
আমি কি জন্য এ্যড দিয়েছিলাম তা মনে নেই... প্রফাইল ঘুরতে ঘুরতে হয়তো বা রিকুয়েস্ট চলে গেছে... অনাকঙ্কিত আপনার এই অসুবিধার জন্য আমি দু:খিত।
উনি একটু রেগে গিয়ে বললেন আমি শুধু জিজ্ঞাস করছি আপনি আমায় চেনেন কি না? দ্যট্স ইটস
ডো’নট ছে, লাইক দ্যাট অনাকঙ্কিত প্রস্তাব….
আমি কিন্তু এমন কিছু একদম মেনশন করিনি
ইফ আই হার্ট ইউ
সরি ফর দ্যাট
ম্যা আই নো হয়ার ইউ লিভ?
আর মজার কথা হলো আপনি আমায় রিকুয়েস্ট পাঠাইছিলেন সেটা আমি 699 আপ পেন্ডিং এর মধ্যে খুজে ও পাবনা মনে হয়
কি কিরে তাই এক্সেপ করব।
আমি এত এক্সপার্ট না এফ বিতে
ডু ইউ নো হাউ টু ডু ইট?
আমি উত্তরে বললাম: নাহ চিনি না।
উনি শুধু বললেন: অক্কে
আমি বললাম: সিলেট, আর আপনি?
উনি বললেন: বাট মানুষ তো আমরা
তাই সবাই সবার বংশ পরম্পরায় হয়তো চিনি
না দেখেনি কখনও
কোথায় থাকেন আপনি?
আমি আবার উত্তরে বললাম: সিলেট।
উনি বললেন: রিয়েলি
আমি মৌলভীবাজার! আছি ইউএসএ তে 24 ইয়ার্স ! তাই হয়তো দেখিনি….
কি করেন আপনি? .. আই মিন জব?
আমি বললাম : আপনি যদি এক্সেপ্ট করতে চান তবে, নামের উপর ক্লিক করেন এবং প্রফাইল সো করবে তারপর পেয়ে যাবেন।
উনি বললেন: অহ!! রিয়েলি? আমি তো শুধু মেসেঞ্জারে আছি, তাই বুজি নাই , ট্রাই করব।
বাট তার আগে জানতে হবে আপনি কি এগ্রি টু এড মাই ফ্রেন্ড লিস্ট। আমার সিলেট এর কারও সাথে এফবিতে ফ্রেন্ড নাই কজ সিলেটের ভাষায় কথা বলি, আমাদের ভাষা সেটা। কিন্তু যখন এফবি বা ফোনে কথা বলি আমি রিয়েলি ভেরি আনকমফরটেবল ফিল করি….
ট্যাট নট মিনস্
আমি রেসপেক্ট করি না আমার নিজের ভাষাকে, অনেক করি…
বললেন না কি করেন আপনি, অক্কে অসুবিধা হলে বলার দরকার নেই
আমি বললাম: তার আগে বলেন তারকারিতে লবন বেশি হলে কি করা যায়।
লবন কমানোর ব্যবস্থা আছে কি? নিজে রান্না করছি, এখন দেখি লবন বেশি। নামাযে ছিলাম।
উনি বলনেন: সরি আই কেন্ট হেল্প ইউ, কজ ইন ট্যট টাইম আই ওয়াজ স্লিপিড্
ইউ ডিড নট রিপ্লে দেন আই থট ইউ বিজি।
আজকে আমার জন্য একটু দোয়া করবেন প্লিজ।
আর লবন, আসলে আমার কাছে এর বিকল্প যতটুকু রান্না বসাইছেন বা করছেন, অন্য পাত্রে দুটি পটেটো (আলু) একটু হলুদ দিয়ে সিদ্ধ হলে এই লবন তারকারীর সাথে মিশেয়ে দিবেন। তখন এই লবন থাকবে না। এটা অবশ্যই আমার নিজের আইডিয়া। বললেন না এখন ও আপনি কোথায় থাকেন, কি করেন....
আমি উত্তর দিলাম: তাই নাকি।
নেক্সট এ রকম হলে, ট্রাই করবো- কষ্ট মষ্ট করিয়া খাওয়া-ধাওয়া হইছে আরকি।
আপনার কি হইছে?
প্রতিবারই তো বললাম আমি, সিলেট, থাকি।
আর জব। এর ক্ষেত্রে কি বললো
নামমাত্র ছোট্ট একটা জব করি।
তাহলে আপিনি রান্না কেনো
বউ বা ফ্যামিলি
জব ইংরেজিতে এরকম ছিল (JOB J9B E) "এই লেখাটার অর্থ ঠিক বুজিনি"
সেটা যেরকম ই হোক বাঙলাদেশ মাত্র বললে ভুল হবে।
আমি বললাম: মেসে থাকি বুয়া ছুটিতে তাই রান্না করলাম
আর স্টাডি করি।
উনি বললেন: আমার ব্রেইন এ ব্লাড বোবলি অনেক ঘুলি ধরা পরছে। ইটস কল ব্রেইন এনেউরিসম(উনার লেখাটা কপি করে দিয়ে দিলাম)
AMAR BRAIN A BLOOD BOOBLE ONEK GULI DORA PORECE.
ITS CALL BRAIN ANEURYSM
আজ লাস্ট টেষ্ট করে জানাবে
ভেরী সোন ব্রেইন সার্জারী লাগবে কি না।
আর আমি কি এখন "FKY" (বুজিনি এই বিষয়টি) করতে পারবো কারণ আমার খুব জরুরী দেশে যাওয়া
হাইপার বা আপসেট না ফ্লাই এ থাকলে
করবেন কি একটু দোয়া
আপনি আমায় আরে আমি আপনায় জানিনা
কিন্তু একজন অসুস্থ মানুষের জন্য উচিত আরেক মানুষের জন্য দোয়া করা....

বেচে থাকলে আপনাকে রান্না শিখাবো।
প্রমিজ
(তার পর উনার একটি ছবি পাঠালেন, সেলফি তুলে, ছবিটা বেশ সুন্দর, এবং চেহারার মধ্যে আনন্দ নেই, প্রায় মলিন চেহারা এবং শরীরের আকৃতি বলতে মোটামুটি স্লিম হবে। যতটুকু ধারনা করলাম, যাই হোক আমি ছবি সম্পর্কে কোন কিছু বলিনি, সুন্দর বা সুন্দর না এরকম কোন কিছুই)

এবং বললেন আই এম ওযেটিং মাই মেজর এক্সাম
প্লিজ প্রে ফর মি

আমি বললাম: ইয়াহ!
তার পর আরেকটা ছবি দিলেন (আমি প্রথমে পোষ্ট দিয়েছি, একটা ব্রেইন এর ছবি)

এবং বললেন , দিস্ ইজ মাই ব্রেইন
সী দেয়ার ইজ ব্লাড বোব্বল (যদিও কোন কিছুই বোঝলাম না)
আমি বললাম: দোয়া তো করবই
তার পর উনি বললেন: দে ওয়ান্ট টু কাট হেড দেন টেইক আওয়ার অল বোব্বল ব্লাড
নাহ্!!!
যেন আল্লাহ আপনাকে. এই এক্সাম এ সাকসেসফুল করেন
উনি বললেন: এরকম দোয়া না
মন থেকে
আত্তা থেকে
বলেন না প্লিজ মন থেকে আত্তা থেকে করবেন।
আমি বললাম : জী;

উনি বললেন: জী; মানে কি আত্তা
নাকি মন
নাকি শুধু দোয়া?

আমি বললাম: মন থেকে
এবং এরকম শুধু চ্যাট হয়েছে .... নরমালি...
বাট এখন আমি বলবো আপনি আমার ফ্যামিলি র একজন , বড় বোন।
আর টেনশন নিয়েন না।
অবশ্যই অবশ্যই ভালো হবেন। খুব তাড়াতাড়ি।
অপারেশন কবে? (যদিও বলেছিলেন প্রথমেই যে আজ ই হবে)
একদম মন থেকে, আত্তা থেকে বেষ্ট দোয়া করি।

উনি বললেন: জাজাকাল্লাহ!
আত্তা থেকে করার জন্য
বুক ধোক ধোক করছে

আমি বললাম:
সব সময় চিন্তা ভূলে থাকবেন

উনি বললেন: হয়ে উঠে না , পা কাপছে।

এটা অনেক ম্যাজর।
আল্লাহ না করুন
শুধু একটা ব্লাড বোল এক্সপ্লোর হলেই শেষ
এভরিটিং ফিনিশড্


আমি বললাম:
এভরিটিং উইল বি ফিনিশ সাক্সসফুলি ইনশাআল্লাহ।

উনি একটি রেকর্ড বার্তা পাঠালেন তাতে বলা হয়েছে
"আমাকে এখন মেশিনারিতে ডুকাবে, ভয়ে আমার পা কাপতাছে, প্লিজ দোয়া করবেন, আসি"
(০:১১ সেকেন্ট এর অডিও বার্তা)

আমি লিখলাম: ডোন্ট ওয়ারী

______ ______ ______ ____ ______ ____ ______ ____ ______ ______ ______
(তার পর থেকে আমি উনার জন্য সত্যিই বলতে কি অনেক দোয়া করেছি এবং উনার জন্য অনেক মন খারাপ, জানিনা উনার সাথে আর কি কথা হবে না কি হবে না;)
যদি উনার সাথে আর কথা হয় তবে উনার পরবর্তীতে জানাবো আপনাদেরকে। সেই অপেক্ষায়..............................................

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন: বাহ!

১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৬

বলেছেন: ভ্রমরের ডানা আপনাকে ধন্যবাদ! শুভ কামনা রইল।

২| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৪

কানিজ ফাতেমা বলেছেন: উনার জন্য সুস্থতা কামনা করছি ।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এভরিথিং উইল বি ফিনিশ সাক্সসফুলি ইনশাআল্লাহ।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬

মার্কো পোলো বলেছেন:
সুস্থ্য হয়ে উঠুক এই কামনা করি। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.