নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উতস

আবু সায়েদ

student

আবু সায়েদ › বিস্তারিত পোস্টঃ

পরিস্থিতির উন্নতি কিভাবে?

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১০

ভারতে বাসে এক মেডিকেল ছাত্রী ধর্ষিত হবার পরে, প্রচন্ড আন্দোলনে শাস্তি হয়েছে কয়েকজনের।



কিন্তু, আশ্চর্যজনক হলেও সত্য, ঐ ঘটনার পরে ধর্ষনের সঙ্খ্যা ভারতে আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে। বিবিসির রিপোর্টে, প্রতি ২২ মিনিটে ১ জন করে ধর্ষিত হচ্ছে। জন সচেতনতা পরিস্থিতির উন্নতি বিধান করতে পারছে না।



আসলে, চারপাশে পর্দাহীন বেল্ললাপনার পরিবেশ, নারীদের দেহ দেখাবার প্রতিযোগিতা, মদ, আর কামুক জাগানীয়া দৃশ্য -সিনেমা সব কিছু মিলিয়ে মানুষকে এরুপ কার্যে প্রলুব্ধ করছে।



তাই বলা হয়, খারাপ ও নষ্ট হবার সব পরিবেশ বানিয়ে দিয়ে বলে চলেছি, খারাপ হবে না। এতে বরং নিষিদ্ধ কাজের আকর্ষন আরো বেড়ে চলেছে। খাবার সাজিয়ে দিয়ে যদি বলা হয়, কেউ খাবে না। তাইলে কতজন ক্ষুধার্ত নিজেকে সংবরন করতে পারবে?



পরিবেশ ঠিক না করে, পর্দা ও ভদ্রতার আমেজ না এনে, মানুষকে পরিবর্তন না করে; শুধু শুধু এইসব নাম কা ওয়াস্তে গন আন্দোলন দিয়ে পরিস্থিতি ঠিক হয় না। ভারতের অবস্থা তাই প্রমান করে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৪

আবু সায়েদ বলেছেন: ভারতে আবারো বাসে গন ধর্ষন। চলছে।
Click This Link

২| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ২:০০

আবু সায়েদ বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.