![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পতনের আন্দোলন নয়, বরং জুড়ে মিলে দেশ গঠনে অংশ নিন।
আন্দোলন করে সরকার পতনের দিন বেশ আগেই শেষ। ডিজিটাল যুগ। সবার ডাটাবেজ প্রশাসনের কাছে। একটু এদিক সেদিক করবেন তো চাকুরী পাবেন না, বাড়িতে গিয়ে হানা দেবে গোয়ান্দা বাহিনী। মামলা খেয়েও যেতে পারেন।
নির্বাচন করে, ভোট করে সরকার পতনের স্বপ্ন-ও আর করিয়েন না। পারবেন না। কারন জনগন উন্নয়নকামী এই সরকারকেই চায়।
সুতরাং, হাতে হাত ধরে দেশ উন্নয়নে অংশ নিন। নতুন বছরে এটাই আমার বার্তা।
২| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন।
আমার পছন্দ হয়েছে।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৬
অবনি মণি বলেছেন: ভালো!! বার্তা গ্রহণ করলাম।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫০
ফজল বলেছেন: মিথ্যা যতো উপাদেয়ই হোক না কেন সেটা মিথ্যাই। জনগণ এই সরকারকে চেয়ছে - মিথ্যা। দেশ গঠনে অংশ নিতে হবে - সত্যি। মিথ্যা দিয়ে সত্যিকে জয় করা সম্ভব কি? প্রযুক্তিগত উৎকর্ষতার সাথে সাথে মানবিক উৎকর্ষতার বিপরীতমুখী অবস্থান। যেমন - ডাটাবেজ ব্রিটিশ আমলেও যথেষ্ঠ শক্তিশালী ছিলো - কিন্তু তাতে কি আন্দোলন দমেছিলো? তাহলে বর্তমানে এই সাইবার গোয়েন্দাদের জমানায় আন্দোলন করা কি সম্ভব? সম্ভব - তবে সে আন্দোলনের রূপ পরিবর্তন প্রয়োজন - সে আন্দোলনে যোগ্য নেতার বলিষ্ঠ ভুমিকা প্রয়োজন - সেইরকম কোন নেতাকে দেখা যাচ্ছেনা। সবচেয়ে ভালো হয় যদি - বর্তমান সরকার সত্যকে স্বীকার করে ক্ষমা চায় জনতার কাছে এবং জনতার আশা-আকাঙ্খাকে প্রাধান্য দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করে - তাহলেই সত্যিকারের সুফল আসবে।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: কথা বললেই হামলা-মামলা। ধর্ষণ।
আর আপনি কি মনে করেন, যারা এইসব হামলা, ধর্ষণ করে বা যাদের ভয়ে চুপ থাকার কথা বলছেন; তারা উন্নয়ন করবে?
হা হা হা...
৬| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩১
খাঁজা বাবা বলেছেন: যার শুরুই খারাপ সে ভাল কি করবে? নির্বোধরাই তা বিশ্বাস করে। আপনার হামলা মামলার হুমকিতে অনেকে হয়ত ভয় পাবে।
উন্ন্যয়ন গত ১০ বছত দেখেছি। কিছু বলার নাই।
নির্বাচনে র এর সাথে মিলে কারচুপির পরিকল্পনা আর আই এস আই এর সাথে ফোনালাপ ফাস। দেশপ্রেমের ঝুলিও দেখা হয়ে গেছে। আশা করছি আপনি অন্তত এ সরকারের সময় ভাল থাকেন।
রাজীব নুর ভাই এর মত মানুষ যারা সব সময় ভাল কথা লেখেন তাদের এমন মন্তব্যে লজ্জা লাগে।
মনে হয় সবাই বিবেক বিদেশে রপ্তানি করে দিয়েছেন।
৭| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩
ইফতেখার ভূইয়া বলেছেন: https://www.youtube.com/watch?v=JBqY9I0nieY
৮| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০১
নাহিদ০৯ বলেছেন: আপনারা শুধু ধর্ষণ ধর্ষণ করে সরকারের ইমেজ নষ্ট করছেন কেন? যারা ধর্ষন করার ক্ষমতা রাখে তারা উন্নয়ন করার ক্ষমতাও রাখে। শুনেননি যে রাঁধে সে চুল ও বাঁধে!!
জুনায়েদ, খাঁজা আপনারা সবাইকে নিজের মতো ভাবছেন কেন? অনেকেই আছে যারা নিজেদের পরিবারের কেউ ধর্ষক এর হাতে ধর্ষন হওয়ার এর পরে বলবে, “যা মা যা, যা হয়েছে হয়েছে, জামাই বানিয়ে ঘর কর।”
সবচাইতে ভালো হয় ডিজিটাল যুগে সবার ডাটাবেজ প্রশাসনের কাছে। আবু সায়েদ কে ফলো করুন। কিছু চাকুরি যদি পেয়ে যান।।
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৯
বরুন মালাকার বলেছেন: কাপূরুষ!!
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৯
বিজন রয় বলেছেন: জনগণ এখন ঠাকুর ঘরে আছে!!!