নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলুন হারিয়ে যাই.. হারানোর সাহস তাড়া কর বেড়ায়...

শারমিন নিপা

একজন ব্যাকার

শারমিন নিপা › বিস্তারিত পোস্টঃ

জীবনটা অদ্ভুত সুন্দর

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

মেয়েদের জীবনটা অদ্ভুত সুন্দর.
শুধুমাত্র কিছু হিসেব-নিকেষ ভিন্ন হয়
এক সময় কাওকে ভাল লাগে তার সব কিছুই নিজের করে নিয়ে পৃথিবী গড়ে
তারপর সময় আসে বাস্তবতার
কেও কেও আবার মোটেও বাস্তববাদী না।

টাকা পয়শা আর স্টেটাস দেখে ভাল লাগেনা অন্য কিছুই নজরে পরে।

এক সময় পরিবারের কথা ভেবে সব ছেড়েও দেয়।
পরিবার মনে করে তাড়া হাফ ছেড়ে বেচে গেছে
ঘরের মানুষ ঘরে ফিরে আসছে।
কথা হচ্ছে আসলেই কি আসতে পারে ঘরে ফিরে?

আর ছেলে মনে করে
পরিবারের কথা চিন্তা করছ আমার অবস্থান তাহলে কোথায়?
তাহলে আমার রাস্তা আমারই দেখা উচিৎ ছিল।
আচ্ছা পরিবারের বাহিরে কি সেই ছেলে ছিল?

#আমার পরিবারের প্রতি প্রশ্ন-যদি মেয়েটার মুখে কেও পছন্দ আছে শুনলেই অজ্ঞান হয়ে যান তাহলে তাকে প্রথম কেন না করে দেয়া হয়না? কথায় কথায় আমি মারা যাব এমনভাবে ব্লেকমেইল করার কি কোন মানে হয়?
কেও কখনও পরিবারকে মেরে ফেলার চিন্তা করেনা এটা মাথায় রাখবেন।

#ছেলে তুমি যদি নিজের এসি রুমে বসে সংসদ ভবনের মাননীয় মহোদয়ের মত বসে বসে হিসেব মিলাতে চাও তাহলে কি দরকার একজন মানুষকে এতদিন তোমাকে নিয়ে পৃথিবী সাজানোর সুযোগ দেয়ার?
মাঠে নামো, মেয়েটাকে যেভাবে ইনিয়ে বিনিয়ে আটকাও সে কথাগুলো মেয়েটার মা-বাবা পর্যন্ত পৌছানোও তোমারই দায়ীত্ব। পারলে এসি রুম ছেড়ে সেখানে পরিবার খুজ সত্যি কারেরে পরিবার খুজে পাবে।এমন করলে কোন বাবা-মা ই খালি হাতে দিবে বলে মনে হয়না।

এসব হিসেব ছাড়া বাকি সব কিছুই অনেক সুন্দর।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২

কাওসার চৌধুরী বলেছেন:



লেখাটি গদ্য আকারে হলে ভাল হতো। লিখতে থাকুন, এক সময় নিশ্চয়ই আরো ভাল লিখতে পারবেন।শুভ কামনা রইলো।

২| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

ওয়াহেদ সবুজ বলেছেন: শুভ কামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.