![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুসাফির
মুসাফীর শব্দটি আরবী। এর অর্থ হলো সফরকারী, ভ্রমনকারী। ‘কোন ব্যক্তির স্বাভাবিক বিশ্রাম বজায় রেখে মধ্যম পন্থার পথ চলার তিন বা ততোধিক দিনের ভ্রমন পথ অতিক্রমের ইচ্ছা নিয়ে নিজ বাসভবনে/আবাসস্থল থেকে যাত্রা শুরু করাকে সফর বলে।’ আর যিনি সফর করবেন তাকে বলা হয় ‘মুসাফীর’। মুসাফীরের জন্য শরীয়তের অনেক বিধানই সহজ ও শিথিল করে দেয়া হয়। যদি কেউ তিন দিন তিন রাতের পথ (যাহা ৪৮ মাইল প্রায় ৭৮ কিলোমিটার হয়) দুরবর্তী কোন স্থানে গমনের উদ্দেশ্যে পনের দিনের নিয়ত অর্থাৎ সেখানে পনের দিন অবস্থান করবে এই নিয়ত করে নিজ বাসস্থান ত্যাগ করে বের হয় তাহলে সে ব্যক্তি মুসাফির বলে গন্য হবে এবং সে পুনরায় নিজ বাড়িতে ফিরে না আসা পর্যন্ত মুসাফির থাকবে। পবিত্র কোরআন শরীফে আল্লাহতায়ালা বলেন, “তোমরা যখন জমিনে সফর করবে, তখন তোমাদের জন্য নামাযের কসর করায় কোনো আপত্তি নেই”। (নিসা : ১০১)
©somewhere in net ltd.