![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : কিয়ামতের দিন বান্দার আমলের মধ্য থেকে যে আমলটির হিসেব সর্বপ্রথম গ্রহণ করা হবে তা হলো নামায। যদি এ হিসাবটি নির্ভুল পাওয়া যায় তাহলে সে সফলকাম হবে ও নিজের লক্ষ্যে পৌঁছে যাবে। আর যদি এ হিসাবটিতে গলদ বা গড়মিল দেখা যায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে ও ধ্বংস হয়ে যাবে। যদি তার ফরযগুলির মধ্যে কোনো কমতি থাকে তাহলে মহান ও পরাক্রমশালী আল্লাহ বলবেন, ‘দেখ, আমার বান্দার কিছু নফলও আছে নাকি, তার সাহায্যে তার ফরযগুলির কমতি পূরণ করে দাও।’
২| ০৪ ঠা এপ্রিল, ২০২১ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: আমি ভাই কোনো হিসাব দিতে পারবো না। স্যরি বলে দিবো।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আচ্ছা ঈমানহীন ব্যাক্তির নামাজে কি কোন কাজ হবে?
অথবা ঘুষখোর, সুদখোর, বেদ্বীন!!!
তারাও কি লোখ দেখানো নামাজ দিয়েই পার পেয়ে যাবে??/
হক্কুল্লাহ দিয়ে কি হক্কুল ইবাদের ঘাটতি পূরণ হয়ে যাবে?
যে সূরা মাউন দিয়ে নামাজ পড়ি। সেই সূরা মাউনের অর্থানুপাতে আসলেইকি আমাদের নামাজ হয়?