![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.প্রথম কাতারের উপর আল্লাহ এবং ফেরেশতাগণ সালাম পাঠিয়ে থাকেন। এক ব্যক্তি প্রশ্ন করলেন : দ্বিতীয় কাতারের সম্বন্ধে কী? হযরত নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : প্রথম কাতারে উপরই আল্লাহ এবং তার ফেরেশতাগণ রহমত ও সালাম প্রেরণ করে থাকেন। তৃতীয় বারও তিনি একইরূপ উত্তর দিলেন। চতুর্থবার তিনি বললেন : দ্বিতীয় কাতারের উপরও। (মুসনাদে আহমদ)
২.হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসে বললেন : লোকেরা যদি জানতো আযান ও প্রথম সারিতে দাঁড়ানোর মধ্যে কি আছে (অর্থাৎ কি পরিমাণ সওয়াব আছে) আর লটারীর মাধ্যমে ছাড়া তা অর্জন করার দ্বিতীয় কোন পথ না থাকলে তারা অবশ্যই লটারী করত।
৩.হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসে বললেন : পুরুষদের সারিগুলির মধ্যে প্রথম সারিটি হচ্ছে সবচেয়ে ভাল এবং শেষ সারিটি হচ্ছে সবচেয়ে খারাপ। আর মেয়েদের সারিগুলির মধ্যে শেষ সারিটি হচ্ছে সবচেয়ে ভাল এবং প্রথম সারিটি হচ্ছে সবচেয়ে খারাপ।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০২১ রাত ১:০৭
রাজীব নুর বলেছেন: হায় ফযিলত পাগল মুসলিম।