নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী

মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী

মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

৬। ইবাদত

১৯ শে জুন, ২০২১ দুপুর ১:৫৪

ইবাদত শব্দটির মূল হচ্ছে ‘আবদ’ থেকে– অর্থ গোলাম। গোলামের কাজ মনিবের নির্দেশ মেনে চলা। মনিবের নির্দেশ অমান্য করার এবং মনিবকে নির্দেশ করার কোন অধিকার গোলামের নাই। মানুষের মনিব হচ্ছে মহান আল্লাহ আর মানুষ হচ্ছে তাঁর গোলাম। আল্লাহ বিধান নিরংকুশ ভাবে মেনে চলাই মাবন সৃষ্টির উদ্দেশ্য। তাঁর কোন বিধান, অমান্য অস্বীকার ও লংঘন করার কোন অধিকার মানুষের নেই। মহান আল্লাহর বিধান, নির্দেশ ও নিয়ম কানুন মেনে চলার নামই হচ্ছে ইবাদত।
৬.১। কোরআন :
সূরা যারিয়াতের ৫২ নং আয়াতে মহান আল্লাহ বলেন : “আমি মানব জাতি ও জিন জাতিকে শুধুমাত্র আমর ইবাদতের জন্য সৃষ্টি করেছি।
৬.১। হাদীস :
হযরত আবু হুরায়রা রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত। একবার জনৈক গ্রাম্য ব্যক্তি রাসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এলো এবং বললো : হে আল্লাহর রাসূল। আমাকে এমন একটি আমল বলে দিন যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। তিনি বললেন : আল্লাহর ইবাদত কর, তাঁর সাথে আর কোন কিছুকে শরীক করো না, নিয়মিত নামায পড়, ফরয যাকাত আদয় কর, এবং রমযানের রোযা রাখ।
৬.২। হাদীস :
হযরত আবু আইউব রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন : আমাকে এমন আমলের কথা বলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে। তিনি জবাব দিলেন : আল্লাহর ইবাদত কর, তাঁর সাথে আর কোন কিছুকে শরীক করোনা, নিয়মিত নামায পড়, ফরয যাকাত আদয় কর এবং আতœীয়দের সাথে সদ্ব্যবহার কর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.