নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী

মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী

মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

৭। মানবজাতি সৃষ্টির উদ্দেশ্য

২০ শে জুন, ২০২১ সকাল ৯:২১

৭.১.১) কোরআন :
সূরা যারিয়াতের ৫২ নং আয়াতে মহান আল্লাহ বলেন : “ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবদুন”। অর্থাৎ আমি মানব জাতি ও জিন জাতিকে শুধুমাত্র আমর ইবাদতের জন্য সৃষ্টি করেছি।
৭.১.২) কোরআন :
সূরা বাকারার ২১ নং আয়াতে মহান আল্লাহ বলেন : ইয়া আয়্যুহান্নাসু’বুদু রাব্বাকুমুল্লাজি খালাক্বাকুম ওয়াল্লাজিনা মিন ক্বাবলেকুম লা’আল্লাকুম তাত্তাকুন”। অর্থাৎ হে মাবন জাতি ইবাদাত করো তোমার রবের, যিনি তোমাদের ও তোমাদের পূর্বে যারা অতিক্রান্ত হয়েছে তাদের সবার সৃষ্টিকর্তা, এভাবে তোমরা নি®কৃতি লাভের আশা করতে পারো।”
৭.১.৩) কোরআন :
সুরা বাকারার ৩০ নং আয়াতে মহান আল্লাহ বলেণ : “ আমি পৃথীতে খলীফা নিযুক্ত করতে চাই ।
৭.৪) কোরআন :
সূরা আন আমের ১৬৫ নং আয়াতে মহান আল্লাহ বলেন : “তিনি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় প্রতিনিধি বানিয়েছেন।
৭.১.৫) কোরআন :
সূরা সাদের ২৬ নং আয়াতে মহান আল্লাহ বলেন : “হে দাউদ, আমরা তোমাকে দুনিয়ারয় আপন প্রতিনিধি বানিয়েছি। সুতরাং তুমি লোকদের ভেতর সত্য সহকারে শাসন কর এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করনা: কারণ এ তোমদের আল্লাহর পথে থেকে বিতচ্যুৎ করবে।
৭.১.৬) কোরআন :
সূরা আল ইমরানের ১১০ নং আয়াতে মহান আল্লাহ বলেন : “ তোমাদেরকে উত্তম জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হল : তোমরা মানুষদের সৎ পথে আবহবান করবে এবং অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখবে।
মানব জাতি সৃষ্টি করা হয়েছে এজন্য যে, মানুষ শুধু মাত্র আল্লাহর ইবাদত করবে। তাঁর বিধান মোতাবেক চলবে এবং খেলাফতের দায়িত্ব পালন করে আল্লাহর বিধান আল্লাহর যমীনে জারী করবে। মানুষ আল্লাহর প্রতিনিধি। নিজের ইচ্ছা মোতাবেক কোন কাজ করার মালিক নয় বরং প্রতিটি কাজেই আল্লাহর নির্দেশ মোতাবেক পালন করবে। মানুষ অন্যকে সৎ পথের দিকে ডাকবে এবং অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.