![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিরাজের সংক্ষিপ্ত ভ্রমণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেসব উপহার ও উপঢৌকন এবং নেয়ামতসমূহ দেওয়া হয়েছে, এর সংক্ষিপ্ত তালিকা তুলে ধরা হলো-
১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বুক বিদীর্ণ করা এবং তাতে ঈমান ও হেকমত ঢেলে দেওয়া।
২. হযরত জিবরাঈল আলাইহিস সালাম-এর সঙ্গে বোরাক আরোহন ও মসজিদে আকসা ভ্রমণ।
৩. পৃথিবীরাজ্য পরিভ্রমণ
৪. আকাশের দিকে ঊর্ধ্বভ্রমণ ও আসমানরাজ্য পরিদর্শন
৫. আল্লাহ পাকের বড় বড় নিদর্শনসমূহ প্রত্যক্ষ করা
৬. নবীদের সঙ্গে সাক্ষাৎ।
৭. ফেরেশতাদের ইমাম হওয়া।
৮. বাইতুল মামুরে প্রবেশ করা।
৯. ‘কলমের লেখনী আওয়াজ’ শোনা।
১০. মহান আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ।
১১. আল্লাহপাকের সঙ্গে কথোপকথন।
১২. পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়া।
১৩. সূরা বাকারার শেষাংশ উপঢৌকন হিসেবে পাওয়া।
১৪. নামাজে যে আত্তাহিয়্যতু পড়া হয় সেটিও মিরাজের উপহার।
১৫. উম্মতে মুহাম্মদীর জন্য বিশেষ মাগফিরাতের ওয়াদা প্রাপ্তি।
১৬. জান্নাত ও জাহান্নাম পরিদর্শন।
১৭. আল্লাহপাকের নৈকট্য ও সান্নিধ্য লাভ।
১৮. আল্লাহপাকের দিদার লাভ।
১৯. মসজিদে আকসায় ফিরিশতা ও নবীদের ইমামতি।
২০. মক্কায় প্রত্যাবর্তন ও কাফেরদের সামনে দলীল পেশ করতে সক্ষম হওয়া।
২১. মক্কায় বসে পুনরায় মসজিদে আকসা দেখার সুযোগ।
©somewhere in net ltd.