| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশু বিড়াল
স্বাধীন দেশের স্বাধীন এক নাগরিক। পেশায় ডাক্তার হলেও নেশা ছবি আঁকা। সবই সখের বশে। ভালবাসি দেশ ও দেশ এর মানুষ।
my neighbours (আমার প্রতিবেশি)
date: 16-04-2013
size: 24'' x 16''
media: color pencil
এত কিছু থাকতে কাক আঁকলাম কেন?
এই কাক নিয়ে ফেসবুকে ২দিন আমার স্ট্যাটাস ছিল এমন
"নাইট ডিউটি করে এসে বসলাম মাত্র, নিজে নাস্তা করছি জানালার ধারে বসে আর আমার সঙ্গী একটা কাক তাকেও পাউরুটি খাওয়াচ্ছি... কাক টা কি সুন্দর করেই না খাচ্ছে! জীবন টা বড়ই সুন্দর
"
"একটু আগে অদ্ভুত সুন্দর একটা দৃশ্য দেখলাম।দুইটা কাক বসে ছিল পাশের বাড়ির জানালার উপর। হঠাৎ একটা কাক উড়ে গেল আর মুখে করে কিছু খাবার নিয়ে আসল। সে যা খাবার এনেছে তা নিজে একটুও না খেয়ে তার সঙ্গী কাক টি কে মুখে করে খাইয়ে দিল। জানিনা আমার এই দৃশ্য দেখে এত ভাল কেন লাগল! মানুষের মধ্যে ভালবাসা কমে গেলেও বা না থাকলেও পশুদের মধ্যে চিরকালই ভালবাসা ছিল, আছে ও থাকবে
"
এরপরে মাথা থেকে একপ্রকার ভুত নামানোর জন্যই বোধ করি এই ছবিটা আঁকা।
এই কাক দুটির বাসায় বর্তমানে ডিম আছে অনেকগুলো, তারা অনেক আনন্দে সময় কাটায়। আমার দেখতে অনেক ভাল লাগে।
আপনাদের কেমন লাগবে জানিনা।
সবাইকে ধন্যবাদ ![]()
-ডা: নাজিয়া হক অনি
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৯
শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ ![]()
২|
১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৫
নানাভাই বলেছেন: সেই রম ভালা হইছে। ধইন্যা আফনারে।
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৯
শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ ![]()
৩|
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৪
আমিই মিসিরআলি বলেছেন:
এতদিন শুধু 'কাকের ঠ্যাং বকের ঠ্যাং' নামক পোষ্ট দেখতাম
আজ প্রথম সেই পোষ্টে পূর্ণাঙ্গ কাক দেখলাম
প্রতিবেশির ছবিটা খুব সুন্দর হয়েছে ++++++++++++
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৯
শিশু বিড়াল বলেছেন: হিহিহি.... ধন্যবাদ ভাইয়া ![]()
৪|
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৭
বৃতি বলেছেন: অনেক সুন্দর হয়েছে আপু ।
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২০
শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ ![]()
৫|
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৭
বাঘ মামা বলেছেন: চোখের এই এক ক্ষমতা,কত কিছু যে চোখ কত ভাবে দেখতে জানে, ঐ চোখ সবার থাকুক যে চোখ মন্দ দেখেনা।
আপনার আঁকা ছবিটা অসম্ভব সুন্দর হয়েছে,সবচেয়ে বেশি ভালো লেগেছি একটা অবহেলিত বিষয়কে এইভাবে দেখে আবার আমাদের জন্য দৃষ্টি নন্দনীয় করে তুললেন যা সত্যি প্রশংসার দাবিদার।
শুভ কামনা সব সময়
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫
শিশু বিড়াল বলেছেন: আমার চোখে এমনিতেই অনেক সমস্যা আছে, দোয়া করবেন আরো বড় কোন সমস্যা হবার আগেই যেন যা যা আঁকতে চাই এঁকে যেতে পারি ![]()
অনেক ধন্যবাদ আপনাকে ![]()
৬|
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৫
আমিভূত বলেছেন: অনেক সুন্দর হয়েছে আপু ছবিটা
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫
শিশু বিড়াল বলেছেন: অনেক ধন্যবাদ তোমাকে ![]()
৭|
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
এত সুন্দর করে ছবি আঁকেন কি করে +++++++++++++++
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬
শিশু বিড়াল বলেছেন: ভাইয়া একটু বেশীই বলে ফেললেন ![]()
ধন্যবাদ ![]()
৮|
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০০
আমিনুর রহমান বলেছেন:
কাকের ঠ্যাং বকের ঠ্যাং এ বরাবরের মতোই +++
তবে তোমার লিখায় তোমার ভাবনাগুলো ও ভালো লাগলো।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬
শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ ভাইয়া ![]()
৯|
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১১
পণ্ডিত মশাই বলেছেন: কাকের বাসাটা খুজলাম, পেলাম না? কয়টা ডিম গুনে দেখার ইচ্ছে ছিল!!
কাক ২ টা অনেক ভালো হয়েছে, কিন্তু দেয়ালটা আঁকা আঁকা মনে হচ্ছে।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮
শিশু বিড়াল বলেছেন: কাকের বাসাটা ঠিক এই জানালার নিচে একটা এসির খালি খুপড়ির মধ্যে বসানো ![]()
অনেক ধন্যবাদ আমাকে এই ব্যাপারটা ধরিয়ে দিবার জন্য। আরেকটু কাজ তাহলে করতে হবে দেয়ালটার উপর ![]()
ধন্যবাদ ![]()
১০|
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৫
সাদা রং- বলেছেন: ঠিক কাকের ঠ্যাং .........
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮
শিশু বিড়াল বলেছেন: বকের ঠ্যাং আর নেই ![]()
১১|
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৪
আশরাফ উদ্দিন বলেছেন: কাক ২ টার পোজ অনেক পছন্দ হয়েছে। আর দেয়াল টা আসলেই আঁকা আঁকা মনে হচ্ছে।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯
শিশু বিড়াল বলেছেন: ভাইয়া ভাল আছেন?
দেয়াল ঠিক করার চেষ্টা করব।
অনেক ধন্যবাদ আপনাকে ![]()
১২|
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩
রাইসুল সাগর বলেছেন: ছবিটা অনেক চমৎকার। +। আর শুভকামনা নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার ছবির গল্প গানে।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২০
শিশু বিড়াল বলেছেন: আপনার প্রতিও রইল আমার শুভকামনা ![]()
ধন্যবাদ ![]()
১৩|
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯
শ্রাবণ জল বলেছেন: সুন্দর ছবি।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২০
শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ ![]()
১৪|
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০১
দি সুফি বলেছেন: 
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২১
শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভাল আছেন? ![]()
১৫|
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮
পেন্সিল চোর বলেছেন: পেন্সিল চোরের পক্ষ থেকে প্লাস নিয়া জান। আপনে যে সুন্দর আঁকেন তা তো জানেনই তাই আর বললাম না
।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩
শিশু বিড়াল বলেছেন: হাহাহা.... জানা জিনিসও মাঝে মাঝে নতুন করে জানতে ভাল লাগে ![]()
অনেক ধন্যবাদ ![]()
১৬|
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২
তুতুষার বলেছেন: সুন্দর ছবি। ক্যারি অন...
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩
শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ ![]()
১৭|
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০০
দি সুফি বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভাল আছেন?
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬
শিশু বিড়াল বলেছেন: কপি পেস্ট এর মানে কি?? ![]()
১৮|
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯
একজন আরমান বলেছেন:
এক কথা বার বার বলতে ভালো লাগে না।
আজকে একবার বলে দেই-
অনি আপুর সব ছবিই আমার কাছে অনেক সুন্দর লাগে।
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬
শিশু বিড়াল বলেছেন: হাহাহা..... আমারো বার বার তোমাকে ধন্যবাদ বলতে ভাল লাগেনা
তাও বলি আবারো অনেক ধন্যবাদ আরমান ![]()
১৯|
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০
এম হুসাইন বলেছেন: চমৎকার!
++
অঃটঃ - ফেসবুক কি ঠিক হয়েছে?
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬
শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ ![]()
ফেসবুক তো ঠিকই আছে আপাতত... এই প্রশ্ন কেন?
২০|
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩
এম হুসাইন বলেছেন: কিছু দিন আগে ফেবু ব্লক হয়ে গিয়েছিলো, পোস্ট দিয়েছিলেন, আমি কয়েকটি মেইল এড্রেস দিয়ে বলেছিলাম মেইল করতে...... হেল্প সেন্টারে গিয়ে হেল্প খুজতে......
তাই জিগ্যেস করা......
ঠিক হলেই ভালো।
শুভকামনা।
২১|
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০
তারছেড়া লিমন বলেছেন: অসাধারন ছবি...............+++++++++++
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪
শিশু বিড়াল বলেছেন: আমারতো মনে হয় খুব সাধারন একটা ছবি... ![]()
ধন্যবাদ ভাইয়া....
২২|
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২১
একজন আরমান বলেছেন:
২৩|
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মাঝে মাঝে ছবির জন্য একটা গল্প দরকার হয়। অথবা একটা গল্পের জন্য একটা ছবি। তবে এই ছবিটি আর খন্ড গল্পটি উভয়ে উভয়ের পরিপূরক। চমৎকার লাগলো।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯
শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ ভাইয়া ![]()
২৪|
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩
জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার ঠ্যাং, কাকের এবং বকের
১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭
শিশু বিড়াল বলেছেন: বক নাই, শুধুই কাক ![]()
২৫|
১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩
এন এফ এস বলেছেন: বাহ্
১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩
শিশু বিড়াল বলেছেন: ![]()
২৬|
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২২
chokhayrpani বলেছেন: অসাধারন.........
২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
শিশু বিড়াল বলেছেন: মোটেও না ... খুবি সাধারন একটা ছবি।ধন্যবাদ
২৭|
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩২
chokhayrpani বলেছেন: পেনছিলের কারখানা শেষ হয়ে যাবে তাও আমি পারবো না...........তাই অসাধারন।
২৮|
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৭
সোহাগ সকাল বলেছেন: আচ্ছা, আপনি ছবি আঁকা শিখেছেন কোত্থেকে?
আর আপনার ব্লগের প্রোপিকটা কি আপনার আঁকা?
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০০
শিশু বিড়াল বলেছেন: আমি ছবি আঁকা শিখিনি, তবে এখনও শেখার ইচ্ছে আছে। হবে কিনা জানিনা।
ব্লগের প্রোপিকে তো আমার ছবি। আপনি কি বিড়ালের ছবি দেখতে পারছেন? হ্যা ওটা আমারি আঁকা।
২৯|
০৮ ই মে, ২০১৩ রাত ১২:১১
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক সুন্দর তো ছবিটা। ![]()
১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:২২
শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ ![]()
৩০|
০৬ ই জুন, ২০১৩ রাত ১:৪৭
জানতে চায় বলেছেন: আমি সত্যি মুগ্ধ ,,,,,,,,
০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:২৪
শিশু বিড়াল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, আপনার ফেসবুক আইডিও কি "জানতে চায়" নামে??
৩১|
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৩
জানতে চায় বলেছেন: না , াসলে আমি ব্লগিং এর জন্য নিচের আইডি ব্যবহার করি .. Click This Link ,
এটাতে আমার আকা কোন ছবি নেই ....
০৭ ই জুন, ২০১৩ রাত ১২:১৭
শিশু বিড়াল বলেছেন: তাহলে ঠিকই আছে
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০০
দায়িত্ববান নাগরিক বলেছেন: খুব সুন্দর ছবিটা !