![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু বন্ধু ছিলো ক্লাসে প্রচন্ড তৃষ্ণায় পানি চাইলে
বলতো, "স্যরি দোস্ত... বোতলে মুখ দিয়ে
দিসি।"
আর কোন কোন বন্ধু ব্যাগ থেকে সব বই খাতা
নানান বেঞ্চে ছড়িয়ে ছিটিয়ে রাখতো বন্ধুদের
জন্যে সীট ধরে রাখতে।
.
পরীক্ষার শেষ পাঁচ মিনিটে রি-এরেঞ্জটা
দেখালে অন্য বন্ধুর পাশমার্কটা উঠে যায়... কিছু
বন্ধু থাকে দেখাবে বলে এমন মুহূর্তে খাতা জমা
দিয়ে গনগন করে হেঁটে চলে যায়।
আবার কিছু বন্ধু থাকে, নিজের উপর রিস্ক নিয়ে
শেষ মিনিট পর্যন্ত বন্ধুর কাছে নিজের এক্সট্রা
পেজগুলো দিয়ে রাখে।
.
কোন কোন বন্ধু অন্য বন্ধুর প্রেমিকাকে
নিজের করে নেয়... একবারের জন্যেও বন্ধুর
জন্যে খারাপ লাগা কাজ করে না।
আবার কিছু বন্ধু থাকে... নিজের গাড়ির চাবিটা বন্ধুর
হাতে দিয়ে বলে, "যাহ দোস্ত... ওকে নিয়ে
ঘুরে আয়। ভালো লাগবে।"
.
কোন কোন বন্ধু অন্য বন্ধুর বিপদে ধার দেয়ার
ভয়ে ফোন বন্ধ করে রাখে.... আবার কোন
বন্ধু নিজের সব সেভিংস ভেঙ্গে প্লেনের
টিকেট কিনে বন্ধুর হাতে ধরিয়ে দিয়ে বলে,
"ব্যাটা... আমেরিকা যা...! ডিগ্রিটা নিয়েই ফিরিস।"
.
চারপাশে অনেক বন্ধু.... কেউ সত্যিকারের। কেউ
বা মুখোশ পরা।
.
তবুও বেঁচে থাকুক বন্ধুত্ব.... চায়ের কাপে....
শাটল ট্রেনে... সাদা শার্টে লাল ইটের রঙে...
নেভালের রেলিঙে।
©somewhere in net ltd.