![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বউ মানেই ঘোড়া মুখে লাগাম আর হাতে চাবুক !!
জীবনে কোনদিন কিছু পুষেছেন ? কবুতর কিংবা বিড়াল ছানা ?দেখেছেন আপনার একটু আদরে যতনে বনের পাখি আপনার খাচায় কেমন সুখে থাকে ? পাখিটিকে ছেড়ে দিন দেখবেন ঠিক খাচায় ফিরে আসবে l কিসের আশায় ? আপনি তো পাখি না বন না জঙ্গল না সবুজ পাতার ডাল পালা না ! কেন ফিরে আসে আপনার কাছে ? চাবুকের ভয়ে নাকি ভালবাসার টানে?
ভাবুন তো যে মা আপনাকে পাখির মত খাইয়েছে , আদরে যতনে বড় করেছে l আপনি কি তাকে ছেড়ে যেতে পারবেন? বাধ দিন মা তো অনেক বড় বেপার , আপনার রোজকার মাথার বালিশটা পানির গ্লাসটা চায়ের কাপটা পরিচিত রাস্তাটা হটাত কেউ বদলে দিলে কেমন লাগবে ? আপনি কিন্তু একটা রাতেই তার কাথা বালিশ চাদর - বাবা মা ভাই বোন সব কিছু বদলে দিয়েছেন l কোনো কিছুই তার না আপনি শুধু তার l অনেক পুরুষের কাছেও আপনি হয়তো পুরুষ নন l আপনার বসের কাছে , ক্ষমতা বানের কাছে ,পাওনাদারের কাছে , অন্য পুরুষের কাছে আপনি অনেক বার কাপুরুষ হয়েছেন l অথচ আপনার বউয়ের কাছে আপনি ঠিক পুরুষ l তারপরেও বলবেন বউ পাগলা হওয়া দোষের ?
ভালবাসা ফুরায় না ভাই বাসলে আরো বাড়ে l
২| ২৯ শে মে, ২০১৬ সকাল ১১:১৭
সিলা বলেছেন:
৩| ২৯ শে মে, ২০১৬ সকাল ১১:৫৯
লক্ষ্মীছেলে বলেছেন: পাখিটিকে ছেড়ে দিন দেখবেন ঠিক খাচায় ফিরে আসবে l
বনের পাখিকে কখনো খাঁচায় বন্দি করে রাখা যায় না, ভালো থাকুন কবি।
৪| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১:২৩
মোস্তফা সোহেল বলেছেন: বৌ পাগল হওয়া খারাপ না। তবে পাগল হয়ে নিজের দায়িত্ব ভুলে যাওয়া কিন্তু খারাপ
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৬ সকাল ১০:৪৭
নীরব ছেলে বলেছেন: ঠিক