![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইত কিছুক্ষণ আগে ফেইসবুকের দেয়ালে ভাসতে ছিল যুদ্ধপরাধীদের বিচারে দাবিতে আন্দোলন শুরু করল গুগল। দেরিনা করে টপাক করে ক্লিক মারলাম। জাইয়া দেখি।মানুষ থেকে শুরু করে এখন গুগলও যুদ্দাপরাধিদের বিচার দাবি করছে ।গুগল ট্রান্সলেটরে গিয়ে টাইপ করুণ son of bitch এবং রেজাল্ট দেখে একটু হেসে নিন ।
আপনি কি হেসেছেন ?আসলে এটা এক ধরনের ঘৃণা । আমরা যারা প্রকাশে আন্দোলন করতে পারতেছিনা , তার যেন যুদ্ধপরাধীদেরকে অন্তত ঘৃণা করি।
২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
আধোয়া বলেছেন: হেসেছেন নাকি
২| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
আল-মুনতাজার বলেছেন: ১৯৭১ এ যুদ্ব হয়েছিল একই দেশের ২ অংশের মধ্যে, ২ দেশের মধ্যে নয় ।তাই কোন ভাবেই স্বাধীনতা বিরোধীদের যুদ্বাপরাধী বলা যুক্তিসঙ্গত নয়।বাঙ্গলাদেশের শেখ মিডিয়া ক্যাডার মুখ দিয়ে ফেনা তুলে যুদ্বাপরাধী বলে,আর ট্রাইবুনাল রায় দেয় মানবতাবিরোধী হিসাবে।মানবতাবিরোধি হিসাবে বিচার করতে হলে সবার আগে প্রায় ২০০ খুনের আসামী শেখ হাসিনার বিচার হতে হবে।স্বাধীনতা পরব্রর্তীকালের সবচেয়ে বড় গনহত্যার জন্য বাঙ্গলার মানুষ শেখ হাসিনার ফাসীর দাবী তুল্বে অচিরেই।
৩| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
সাদা মনের মানুষ বলেছেন:
৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৮
মো: আতিকুর রহমান বলেছেন: আমি তো সিউর হয়ে গেছিলাম আপনার শিরনাম দেখে যে গুগল মনে হয় ডুডল তৈরি করছে তাদের হোম পেজে।
এটা সন অফ ডগ হলে ভালা হইত। কারন বিচ তো ফিমেল!
৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৩
পিচ্চি পোলা বলেছেন:
ব্যাপক মজাক পাইলাম
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: