![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন
তা কোনো সাধারণ গাছ নয়। আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগের ঘটনা এটি।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর
বয়স যখন ১২ বছর ছিল তখন এই
গাছটি তাঁকে আল্লাহ তা’আলার ইশারায়
নিরাপদ আশ্রয় দান করেছিল। আজও সেই
গাছটি বেঁচে আছে।
@@@@ সুবাহানাল্লাহ@@@@
এই গাছটি "একমাত্র জীবিত সাহাবী গাছ"
হিসাবে পরিচিত!! গাছটি জর্ডানের এক
মরুভূমী এলাকায় অবস্থিত।
আরেকটি অবাক করার মত ব্যপার হল গাছটির
শত বর্গ কিলোমিটার এলাকায় এটি ছাড়া আর
কোনো গাছ নেই। এই গাছটির নিচে কখনো কেউ বসতে পারেনি!
তখন গাছটিতে কোন পাতা ছিলনা! নবী কারিম
(সাঃ) ছেলে বেলায় উনার চাচার
সাথে জর্ডানে যান এবং পথ চলতে চলতে এই
গাছটির নিচে বসেন।
বসার সাথে সাথে গাছটিতে পাতা বাহির হয়।
@@@@@সুবাহানাল্লাহ@@@@@
দূরে জারজিস ওরফে বুহাইরা নামের একজন
খৃষ্টান পণ্ডিত থাকতেন তিনি নবীজির চাচার
কাছে এসে বললেন আমি এতদিন
এখানে আছি কেউ এই গাছের
নিচে বসতে পারেনি এবং এই গাছের কোন
পাতা ছিল না। খৃষ্টান পন্ডিত জিজ্ঞেস করলেনঃ- এই
ছেলেটির নাম কি ?
চাচা বললেন, মোহাম্মদ!
আবার জিজ্ঞস করলেনঃ- বাবার নাম কি ?
আব্দুল্লাহ !
মাতার নাম ?
আমিনা !
বালক মুহাম্মাদ (সা) কে দেখে, তার
সাথে কথা বলে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রীর
চিনতে আর বাকী রইলো না যে এই সে বহু
প্রতিক্ষীত শেষ নবী, ইতিহাসের
গতি পরিবর্তকারী, আরবসহ সমগ্র
পৃথিবী থেকে পৌত্তলিকতার বিনাশকারী, একত্ববাদকে শক্ত ভিতের উপর
প্রতিষ্ঠাকারী। সাথে সাথে খৃষ্টান পন্ডিত বললেন
আমি পড়েছি ইনি হলেন ইসলাম ধর্মের শেষ
নবী।(হযরত মোহাম্মাদ সাঃ).
২| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
কাজী মামুনহোসেন বলেছেন: সুবাহানাল্লাহ
পরিবেশ বন্ধু বলেছেন: সত্য ইতিহাস
সুন্দর পোষ্ট
শুভেচ্ছা
৩| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
কানা ফকীর বলেছেন: অনেক সুন্দর পোষ্ট।
৪| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
অপ্রকািশত বলেছেন: সত্য ইতিহাস
সুন্দর পোষ্ট
৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৩
১১স্টার বলেছেন: সত্য ইতিহাস
সুন্দর পোষ্ট
৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪
িট.িমম বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: সত্য ইতিহাস
সুন্দর পোষ্ট
শুভেচ্ছা
৭| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:১২
কালোপরী বলেছেন: সুন্দর পোষ্ট
৮| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৩
দুর্বার বলেছেন: ইউটিউবে ভিডিও দেখতে পারেন।
মুসলিম দের গৌরবউজ্জল দৃষ্টান্ত।
৯| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৮
রমনা টেক বলেছেন: ধন্যবাদ সুন্দর একটি বিষয়ে জানানোর জন্যে।
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪২
আধোয়া বলেছেন: আপনাকে স্বাগতম
১০| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৫
দিশার বলেছেন: জারজিস ওরফে বুহাইরা তাহলে প্রথম মুসলিম ? খাদিজা নয়?
আর ১২ বত্সর বয়সে মোহাম্মদ ( স : ) তিনি শেষ নবী ঘোষণা শোনার পর ও বুঝলেন না যে তিনি নবী ? আর ২৮ বছর লাগলো তার বুঝতে? আর নবুওত এর দাওয়াত দিতে?
১১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৪
আহলান বলেছেন: এখানে কোথায় বলা হয়েছে যে বুহাইর মুসলমান হয়েছিলেন? দ্বিতীয়ত ইসলামের প্রকাশ্য আহ্বান ছাড়া কিভাবে একজন মুসলমান হবে?
১২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৮
ফকির সাইঁ বলেছেন: কোন লিংক দিলে ভালো হত।
১৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৪
দিশার বলেছেন: "একত্ববাদকে শক্ত ভিতের উপর
প্রতিষ্ঠাকারী। সাথে সাথে খৃষ্টান পন্ডিত বললেন
আমি পড়েছি ইনি হলেন ইসলাম ধর্মের শেষ
নবী।(হযরত মোহাম্মাদ সাঃ). "
এক খোদায় বিসসাস আর মোহাম্মদ কে নবী ঘোষণা দিলে সে মুসলিম হয় কি না হয় আপনে ফতওয়া দেন . হাহা
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: সত্য ইতিহাস
সুন্দর পোষ্ট
শুভেচ্ছা