![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানিবকতা প্রতিষ্ঠা করার সংগ্রামে যঁারা িনয়ত সচল শ্রদ্ধা জানাই তঁাদেরকে সবসময়।
কি এমন ক্ষতি হয়েছিলো-
প্রতি নি:শ্বাসে রক্তক্ষরণ হবে, অহর্নিশ!
মুহূর্তে-মুহূর্তে বেদখল হয়ে যায়
চৈতন্যের পুরো শরীর!
আসা-যাওয়ার প্রতিটি রাস্তায়,
প্রতিটি ল্যাম্পপোস্টে ঝুলে থাকে-
ভালোবাসার দাবিগুলো!
গহীনের প্রতি শব্দ
স্মরণ করিয়ে দেয়, ভালোলাগা মুহূর্তগুলো!
প্রতিটি শ্বাসে উঠে আসে, প্রচেষ্টাগুলো!
নিভৃতে, পাহাড়াদারের সব কৌশল উপেক্ষা করে-
এ বাড়ির মানুষকে শাসন করে,
ও বাড়ির মানুষ!
©somewhere in net ltd.