![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিতান্তই সাধারণ একজন মানুষ। পেশায় একজন তড়িৎ প্রকৌশলী। একটা সময় ছিল যখন শখের বশে বৈজ্ঞানিক কল্পকাহিনী আর কবিতা লিখতে পছন্দ করতাম। এখন বেশিরভাগই ভূ-রাজনৈতিক বিষয়ে লিখি।
বাংলাদেশের আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল!
আপনি যদি টুইটার ইউজ করেন দেখবেন সবাই কিভাবে ভারতকে সাপোর্ট করছে; ইভেন আইসিসিও। মুশফিক আউট হবার পর কোহলীর জিহবা বের করে সেলিব্রেশানটা রীতিমত এনিমেশন করে শেয়ার করছে ভালোবাসার সাথে।
সৌরভ গাঙ্গুলি তো পুরো আধা ঘণ্টা সাব্বির রাহমানকে সাব্বির আলী বলে গেছেন। এর বিরুদ্ধে অবশ্য টুইটারে অলরেডি ঝড় বয়ে গিয়েছে।
পুরো মিডিয়া যখন ভারতের গীতগানে ব্যস্ত তখন এই রামাদানে আল্লাহর কাছে একটাই প্রার্থনা - ভারতের বিপক্ষে জয়।
আশা করি, টাইগাররা আমাদের হতাশ করবে না।
১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
মোঃ আদিব ইব্নে ইউসুফ বলেছেন: বিশেষজ্ঞরাও বলছেন। ১৬১ রান ছিল ৩০ ওভারে। শেষ ২০ ওভারে এসেছে ১০৩ রান। যেটা মনে হচ্ছে এখানেই ৩০-৪০ রান কম এসেছে।
২| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
গেম চেঞ্জার বলেছেন: পুরো মিডিয়া যখন ভারতের গীতগানে ব্যস্ত তখন এই রামাদানে আল্লাহর কাছে একটাই প্রার্থনা - ভারতের বিপক্ষে জয়।
হাঃ হাঃ হাঃ
দোয়া করলে কি জয় আসে?
১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
মোঃ আদিব ইব্নে ইউসুফ বলেছেন: আসে না। তবুও আশা করতে দোষ কী?
৩| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
ওদের লোক সংখ্যা বেশী, ওদের দোয়ার জোর বেড়ে যেতে পারে, অন্য কিছু করার দরকার।
১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
মোঃ আদিব ইব্নে ইউসুফ বলেছেন: হ্যাঁ। মাঠে আমাদের ক্রিকেটারদের তাঁদের সর্বস্ব ঢেলে দিতে হবে। তদুপরি, ভাগ্য বলে যে কিছু একটা আছে সেটা বিশ্বাস করতে হবে।
তদুপরি, ক্রিকেট অনিশ্চয়তার খেলা! কখন কী হয়ে যায় আগে থেকে বলা যায় না
৪| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: ভারতের গীতগানে পুরো মিডিয়ার ব্যস্ততা ছাড়াও আইসিসির হরেকপদের তেলেসমাতি আছে যা দেখা গেছে গত বিশ্ব কাপে ।
তাই এই রামাদানে আল্লাহর কাছে একটাই প্রার্থনা - ভারতের বিপক্ষে জয় যেন আসে ।
১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
মোঃ আদিব ইব্নে ইউসুফ বলেছেন: ক্রিকেটের হর্তাকর্তারা খুব করে চাইছেন ভারত-পাকিস্তান ফাইনাল হোক। এতে করে তাদের ব্যবসায় লাভ। বাংলাদেশ ফাইনালে উঠলে তাদের তেমন লাভ নেই! এজন্যই বোধ করি তারা এতটা ব্যস্ত।
ফাইনালি, দেখা যাক কী হয়!
৫| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০১
চাঁদগাজী বলেছেন:
আশাকরি, আমাদের বোলারের লড়ে যাবেন।
১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
মোঃ আদিব ইব্নে ইউসুফ বলেছেন: সেই আশায় আছি এখন। মুস্তাফিজ ফর্মে ফিরলেই হয় এখন!
৬| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জয়ের আশায় আছি
৯৫% বিশ্বাসী আমি
১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
মোঃ আদিব ইব্নে ইউসুফ বলেছেন: দেখা যাক, আমাদের বোলাররা কী করেন!
৭| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আশা করি, টাইগাররা আমাদের হতাশ করবে না।
সহমত।
জ্বলে উঠুক টাইগার বোলারগণ স্বভাব সুলভ ঝলকানীর তীব্রতায়!
মুস্তাফিজের আরেকটা রেকর্ড আশা করতেই পারি
১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
মোঃ আদিব ইব্নে ইউসুফ বলেছেন: জ্বি, মুস্তাফিজের কাছ থেকে বড় কিছু আশা আমরা করতেই পারি যেখানে ভারত হল প্রতিপক্ষ। যদি সে ইতিমধ্যে তার প্রথম ওভারে ৯ রান দিয়ে ফেলেছে। নিউজিল্যান্ড ম্যাচের মত করে শেষে সে জ্বলে উঠলে হবে উপভোগ্য
৮| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
বিজন রয় বলেছেন: খেলায় কোন শেষ কথা নেই। যে কেউই জিততে পারে।
১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
মোঃ আদিব ইব্নে ইউসুফ বলেছেন: ক্রিকেট এক মহান অনিশ্চয়তার খেলা। হ্যাঁ, এখানে যে কেউই জিততে পারে। দুইপক্ষই যোগ্য ফাইনালে খেলার
৯| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
নাঈমুর রহমান আকাশ বলেছেন: আইসিসি ভারতের পক্ষে থাকবেই। পুরনো ইতিহাস।
বাংলাদেশের খেলোয়াড়দের জন্য দোয়া থাকল।
১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
মোঃ আদিব ইব্নে ইউসুফ বলেছেন: বেধড়ক মার খাচ্ছে বোলাররা! যত দ্রুত সম্ভব এই দুই ওপেনারকে সাজঘরে ফেরত না পাঠালে খেলা এরাই শেষ করে দিতে পারে!
১০| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
রায়হানুল এফ রাজ বলেছেন: এই আলোচনা কতক্ষণ চলবে???
১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
মোঃ আদিব ইব্নে ইউসুফ বলেছেন: খেলা শেষ হবার আগ পর্যন্ত বোধ হয়!
১১| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
রায়হানুল এফ রাজ বলেছেন: তবে চলুক।
১২| ১৫ ই জুন, ২০১৭ রাত ৮:৫৪
চাঁদগাজী বলেছেন:
আমাদের বোলারদের আরেকটু আক্রমণমুখী হওয়ার দরকার; বর্তমান রেইটে এগুলে ভারতীয়রা ২৬৪ ক্রস করবে।
১৩| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:২৫
চাঁদগাজী বলেছেন:
সেন্চুরী করার জন্য শর্মা আরও ধীরস্হির হয়ে গেছে
১৪| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:৩৪
বুবলা বলেছেন: আপনারা বাংলাদেশীরা " বিরাট কোহলো ঢাকার রাস্তাতে জুতো সেলাই করছে "" এই সব পোস্ট করছেন। তার পাল্টা ভারতীয়রা উপরিউক্ত পোষ্টগুলি করছে, বলি হচ্ছেটা কি?? এভাবে কাদা নিয়ে খেলা বন্ধ হও্য়া দরকার,
বাংলাদেশ যতই খেলুক না কেনো ভারতের সমান হতে গেলে কয়েক যুগ লেগে যাবে, বাংলাদেশ যে কটা জিতেছে সেগুলো বেশির ভাগ ফ্লুক, গত বিশ্বকাপে বাংলাদেশের সংগে ডিসিশান নিয়ে অবিচার হয়েছে এটা মেনে নিয়ে বলছি ভারতের সংগে বাংলাদেশ পাড়বে না। গত বিশ্বকাপে বাংলাদেশের সংগে ডিসিশান নিয়ে অবিচার দেখে আমাদের খুব খারাপ লেগেছিলো এটা ভেবে যে বাংলাদেশের মত দলকে হারাতে গিয়ে ভারতের গায়ে জোচ্চুরি করার কলন্ক লাগল?? বান বাংলাদেশের ক্রিকেট নিয়ে যত বীরত্ব সোসাল মিডিয়ার মাঠে সব আয়ারাম গয়ারাম। সুতরাং ভারতের প্লেয়ারদের নিয়ে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন , নিজেরা নিজেদের ক্রিকেটের মান উন্নত করুন, তার পর ভারতের সংগে ক্রিকেটে লড়তে আসবেন
পা্ল্টা উত্তর দেবার আপানদের কিছুই নেই, দেখুন আজেকের ম্যচে ভারত কি ভাবে বাংলাদেশকে দুরমুশ করে।
তার আগে জেনে নিন পৃথিবীতে সবথেকে বেশি ফেসবুকে বিনোদন দেয় বাংলাদেশীরা ঠিক কেমন হয় :-
(1) এরা দেখতে অনেকটা মানুষের মত। এদের জাতীয় পোশাক হলো লুঙ্গি আর জাতীয় গাড়ি হলো রিক্সা। এরা লুঙ্গি পরে রিকশা চালাতে চালাতে ভাবে এরা সিঙ্গাপুরের আকাশে হাওয়াই জাহাজ চালাচ্ছে।
(2) এদের ঘরের পিছনের বাঁশ গাছ গুলিকে এরা পৃথিবীর ভয়ঙ্কর মিসাইল ভাবে। কলাগাছের ভেলা গুলি কে এরা সাবমেরিন ভাবে। বাটুল কে পৃথিবীর ভয়ঙ্কর তম বন্দুক মনে করে। এরা ওই অস্ত্র নিয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখে।
(3) এরা নিজের দেশের সিনেমা বাদে এরা ভারতের হিন্দি, বাংলা এমনকি ডাবিং করা তামিল তেলুগু সিনেমা দেখতেও হামলে পড়ে। "বাহুবলি ২" দেখার জন্য শুধু ভারতে আসে। আর বলে "ভারতের সিনেমা তো শুধুই যৌনতা"।
(4) এদের ঘরে ঘরে বাংলা সিরিয়াল চলে, দেখা নিয়ে ঝগড়া, সেখান থেকে আত্মহত্যাও হয়। আর বলে "কোলকাতার বাঙালিরা বাঙালি ক্যামনে হয়"।
(5) হিন্দি সিনেমা দেখে, হিন্দি এমনকি পাঞ্জাবি গান শুনে নেচে, হিন্দি সিরিয়াল দেখে, এরা ফেসবুকে আমাদের উদ্দেশ্যে কমেন্ট করে "তুরা বাঙালি হলি কিরে, তুরা তো হিন্দুস্তানি, হিন্দি শুন গিয়া"
(6) ভারতীয় দলকে, বিসিসিআইকে "চুর চুর" বলে গালি দেয়। অথচ ভারতের সব ম্যাচ, এমনকি আফগানিস্তানের বিরুদ্ধে হলেও পুরো বসে দেখে। আবার আইপিএল দেখতে লাইন লাগিয়ে বসে। আর এদের ক্রিকেটাররাও লাইন দিয়ে বসে থাকে আসার জন্য, তাতে চান্স পাক কি জলের বোতল বয়ুক।
(7) রেন্দিয়া, গরুস্তান, গরুর দ্যাশ, মালুর দ্যাশ, ফেসবুকে এইসব গালি দিয়ে শেষে চিকিৎসা করাতে, চাকরি, উচ্চশিক্ষা বা বেড়াতে আসার জন্য এদের সিংহভাগ সেই ভারতে আসার জন্যই লাইন দেয়।
(8) নিজের দেশের পন্য না কিনে এরা আমদানি করা ভারতীয় পন্য খোঁজে, আর ফেসবুকে কমেন্ট করে "আমাগো সরকার আমাগো দেশটারে ভারতের একটা রাজ্য বানাইয়া ফেলতাসে"।
১৫| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:৫৬
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, এবার আমাদের বোলারেরা প্রয়োজনীয় পরিমাণ মানসিক চাপ সৃস্টি করতে পারেননি; ওকে, সামনে সুদিন আসবে।
১৬| ১৫ ই জুন, ২০১৭ রাত ১০:০২
রাজীব নুর বলেছেন: খেলা দেখে মনটা অত্যাধিক খারাপ হয়েছে।
১৭| ১৫ ই জুন, ২০১৭ রাত ১০:২২
বুবলা বলেছেন: কি বাংলাদেশিরা কোথায় মুখ লুকোবেন????? আপনারা হলেন কাগুজে বাঘ, বিরাট কোহলি ঢাকার রাস্তাতে জুতো সেলাই করছে এই ফটো দিয়েছিলেন না??? কোহলি ঐ জুতো আপনাদের গলায় ঝুলিয়ে ঢাকাতে ফেরত্ পাঠিয়ে দিল, বলল দেখ কেমন লাগে??? এবারে কোন আম্পয়ার ম্যানেজ একচোখোমি করেছিল ??? আমাদের জাতীয় পতাকা কুকুরের গায়ে দিয়ে ফটো দিয়েছিলেন, এবার ঐ কুকুরের পেচ্ছাপ পান করে শুয়ে পরো, বাংলাদেশ একটা কথা প্রমান করল তেলাপোকার যতই পাখা গজাগ সে ফরফর করতে পারে কিন্তু বেশি দূর ওরবার কেরামতি তার নেই,
বাংলাদেশিরা আপনাদের একটা সাজেশান দি আপনাদের ক্রিকেটার দের ক্রিকেট ছেড়ে ডান্ডাগুলি খেলতে বলুন,
১৮| ১৫ ই জুন, ২০১৭ রাত ১০:২৫
চাঁদগাজী বলেছেন:
ওকে, ভারতকে অভিনন্দন; আমাদের খেলোয়াড়দের জন্য অনেক অনেক শুভেচ্ছা; সবাই ভালো থাকেন; আমাদের সুযোগ আসবে।
১৯| ১৫ ই জুন, ২০১৭ রাত ১০:৩১
নাঈমুর রহমান আকাশ বলেছেন: কিছুই করার নেই। ফলাফল এমন হবে ভাবা আগেই হয়েছিল।
২০| ১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অবশেষে আমরা হেরে গেলাম!
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
৩ ব্লগার বলছেন, যথেস্ট নয়।