![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের মত মানুষ হতে চাই , বাঁচার মত বাঁচতে চাই ।
খবরটা শুনে আমি আমি সত্যিই আমি অনেক বিস্মিত । বিষয়টা নিউইয়র্কে কিছুদিন আগে এক ভারতীয় নাগরিক মারা যাবার পরই ঢালাওভাবে প্রকাশপায় । গত কিছুদিন আগে নিউইয়র্কে নিহত ভারতীয় নাগরিকের কাছে বাংলাদেশি পাসপোর্ট পাওয়া নিয়ে নানান প্রশ্ন তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক বাংলাদেশি অধিবাসীর মতে, যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে দেওয়া ডাইভার্সিটি ভিসার (ডিভি) অপব্যবহার করে অনেক ভারতীয় নাগরিক বাংলাদেশি পরিচয়ে সেদেশে যাচ্ছেন। আর এ দায় বর্তাচ্ছে বাংলাদেশের ঘাড়েই।
যুক্তরাষ্ট্রের অধিবাসী নাসির এ বিষয়ে বলেন যে, তার পরিচিত পশ্চিমবঙ্গের অনেক ভারতীয় নাগরিক বাংলাদেশি সেজে ডিভির জন্য আবেদন করেছেন। কারণ বাংলাদেশের পাসপোর্ট বা ডিভি পাওয়া সহজ। তিনি আরও বলেন, এমনকি আমি একবার শিকাগো থেকে একটি চিঠি পেয়েছিলাম, যার প্রেরকের নাম ছিল ‘মোহাম্মদ শ্রীমান’!
নিউইয়র্কে কিছুদিন আগে নিহত সুনন্দ সেনের কাছে বাংলাদেশি পাসপোর্ট থাকলেও তার মরদেহ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস। তার সৎকারেরও উদ্যোগ নিচ্ছে তারা। অথচ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তার পাসপোর্টের ছবি দেওয়া হয়েছে, যা থেকে দেখা যায় সুনন্দের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহে।
নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম এ ব্যাপারে সাফ বলেছেন, সুনন্দ সেন ভারতীয় নাগরিক। আমাদের রেকর্ডে সুনন্দ সেন নামে কোনো ব্যক্তি নেই।ভারতীয় দূতাবাস সুনন্দকে তাদের নাগরিক হিসেবে শনাক্ত করেছে । তবে ভারতীয় হয়ে থাকলে কীভাবে তার কাছে বাংলাদেশী পাসপোর্ট পাওয়া গেল !!!
সে ব্যাপারে বিস্ময় প্রকাশ করেছেন তিনিও , কিন্তু এর জবাব চাই আমরা । আমাদের বাংলাদেশীদের জন্য যুক্তরাষ্ট্রের চিসার আবেদনের সুযোগ ভারতীয়রা কেন পাবে ????
যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের মতে, ঢাকা থেকে হিন্দু জনগোষ্ঠীর জন্য ভিসা পাওয়া তুলনামূলক অনেক সহজ। তাই ভারতীয় ও বাংলাদেশিদের ভারতীয় আত্মীয়রা গোপনে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশি পাসপোর্ট নিচ্ছেন। এরপর যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করছেন। বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের বিশেষ সব সুবিধাকে তারা কাজে লাগাচ্ছেন বলে অভিযোগ করেন বাংলাদেশিরা। উল্লেখ্য, ইতোপূর্বে বাংলাদেশি পরিচয়ে বিদেশে রোহিঙ্গাদের হাতেনাতে ধরা পড়ার পর এ ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে । কিন্তু বাংলাদেশী পাসপোর্ট নিয়ে ভারতীয়রা যুক্তরাষ্ট্রে যাওয়াটা অবশ্যই উদ্বেগের । তাদের দ্বারা সংঘটিত কোন সন্ত্রাসী কর্মকাণ্ডে তখন বাংলাদেশকেই দোষারোপ করা হবে । তাছাড়া এতে অনেক বাংলাদেশী নাগরিক যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনের সুফল পাচ্ছে না ।
তাই বিষয়টিতে এখনই সবার নজরে পড়া উচিৎ । আমাদের বাংলাদেশী পাসপোর্ট নিয়ে ভারতীয়দের বিদেশগমণ ও ভিসা আবেদন সম্পূর্ণ বন্ধ করতে হবে । এই বিষয়ে এখনই কঠোর পদক্ষেপ দেখতে চাই ।
বিষয়টা জানতে এই লিঙ্কে গুতা দেন
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
রুদ্র মানব বলেছেন: হুম
২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
ঠোঁটকাটা বলেছেন: আমি গর্বিত যে দাদারা আমাদের ছোট দেশটার পাসপোর্ট নিয়ে কিছু করে মেলে খাচ্ছে।
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
রুদ্র মানব বলেছেন: আমাদের দেশের নাম বেচে খাইতাছে তো ঠিক ই ,
কিন্তু তাদের দ্বারা কোন ক্রাইম সংঘটিত হলে তখন কিন্তু ভারতীয় দূতাবাস বলিবে যে উনারা ভারতীয় নহে , বঙ্গদেশী
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
ঘুড্ডির পাইলট বলেছেন: মাছ খায় মাছ রাংগায় দোষ পরে ভোদরের ।
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
রুদ্র মানব বলেছেন: মাথার উপ্রে দিয়া গেলো গা
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮
বাংলার হাসান বলেছেন:
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
রুদ্র মানব বলেছেন: হুম ,
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
হোয়াট দ্যা হেল ইজ দিস
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
রুদ্র মানব বলেছেন: ইন্ডিয়ান ব্লাডি ফাকিং পিপল ইউজিং বাংলাদেশী পাসপোর্ট
উই মাস্ট নিড টু স্টপ ইট মেন ।
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৭
সবুজ-ভাই বলেছেন: হা হা হা , এটা নতুন কি ? পুরো ইউরোপে আমার দেখা মতে ২০% ভারতীয়দের বাংলাদেশি পাসপোর্ট কারণ ভারতের পাসপোর্ট পাওয়া অনেক কঠিন এবং ব্যায়বহুল।
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
রুদ্র মানব বলেছেন: এই ভারতীয়গুলোকে বাংলদেশী পাসপোর্ট ব্যবহার যে কোন উপায়ে বন্ধ করা উচিৎ । নিজে দেশের পাসপোর্টে কিছু করবার পারে না , আমাগো দেশের পাসপোর্ট ব্যাবহার করে
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি তো জানতাম সে বাংলাদেশী, প্রথমে তাকে ভারতীয় বলে মিডিয়ায় প্রকাশ করা হয়েছিল।
এই খবর
পেপার দেখলাম মাত্র
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
রুদ্র মানব বলেছেন: বিস্তারিত দেখুন , আমি তো ইন্টারনেটে তার বাংলাদেশী পাসপোর্ট এর ডকুমেন্ট দেখলাম ।
অনেক ইন্ডিয়ান আমাদের দেশের পাসপোর্ট ব্যাবহার করে ইউরোপ কান্ট্রিতে যায় । এটা বন্ধ দেখতে চাই ।
৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫১
মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: ভারতীয়রা আজন্ম এমন !!!!
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
রুদ্র মানব বলেছেন: এই বেজন্মাগুলো শুধু নিজেদের স্বার্থ আদায় করতে চায় , দ্যা ব্লাডি স্টুপিড রাসিকেল পিপল
৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৬
আশিক মাসুম বলেছেন: বেজন্মা গুলির কাচথেকে এরচে ভাল আর কি আশা করা যায়?
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
রুদ্র মানব বলেছেন: এই বেজন্মাগুলো তাদের নিজেদের স্বার্থই আদায় করছে শুধু । স্টুপিড পিপল
১০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
ইখতামিন বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
হোয়াট দ্যা হেল ইজ দিস
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭
রুদ্র মানব বলেছেন: ইন্ডিয়ান ব্লাডি ফাকিং পিপল ইউজিং বাংলাদেশী পাসপোর্ট
উই মাস্ট নিড টু স্টপ ইট মেন ।
১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
বিপদেআছি বলেছেন: নাহ ভারতীয়রা আর মানুষ হইলনা। গুরুর্তপূর্ন পোষ্ট, অবশ্য আমাগোর নেতাগোর এগুলার জন্য টাইম নাই।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬
রুদ্র মানব বলেছেন: হুম অইসব ভারতীয় দালালরা আমাদের সুযোগ নষ্ট করতেছে , দ্যা ব্লাডি স্টুপিড ইন্ডিয়ান পিপল
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮
১১স্টার বলেছেন: