নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর একটি বাংলাদেশ চাই ,বাচার মত বাচতে চাই

স্বপ্নগুলো শুধু স্বপ্ন হিসেবে রেখে দিতে চাই না , বাস্তবতার আলোয় স্বপ্নগুলো আরো রঙ্গিন করতে চাই ।

রুদ্র মানব

মানুষের মত মানুষ হতে চাই , বাঁচার মত বাঁচতে চাই ।

রুদ্র মানব › বিস্তারিত পোস্টঃ

গ্রামের মানুষদের বিস্ময়কর গুজবি বিশ্বাস , '' মশার কামড়ে ক্যানসার '' ও এর কিছু কাহিনী

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

একজন মহিলা নিজেও জানতেন না , তিনি খুব মারাত্বক রোগে ভোগছেন । কারণ ইতিমধ্যে তার কোন রোগের কোন লক্ষণ দেখা যায় নাই । এমন কি শারীরিক কোন অস্বস্তিও তিনি বোধ করেন নি । তিনি সুস্থভাবেই চলাফেরা করতে পারতে পারছেন । এভাবে চলতে চলতে একদিন , তিনি বারান্দার চেয়ারে বসে প্রকৃতি দেখা অবস্থায় একটা মশা উনার বৃদ্ধাঙ্গুলিতে কামড় দেয় । কিন্তু কামড় দেয়ার পর থেকেই উনি উনার বৃদ্ধাঙ্গুলিতে এক ধরণের খাজলি (চুলকানি) অনুভব করেন । প্রথমে তিনি ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিলেন না , কিন্তু কিছু দিন পর খেয়াল করলেন আঙ্গুলটায় চুলকানির সাথে ব্যাথাও করছে । ব্যাথাটার পরিমাণ ও দিন দিন বাড়ছে । এবার ব্যাপারটাকে তিনি কিছু গুরুত্বের সহিত নিলেন এবং ডাক্তারও দেখাইলেন । ডাক্তার আঙ্গুল টা দেখে কিছু ব্যাথানাশক ট্যাবলেট ও একটা মলম দিল । এ সপ্তাহ পর মহিলা দেখলেন ব্যাথাটা হঠাৎ খুব বেশি করে , মাঝে মধ্যে অনুভব করা যায় না । একসপ্তাহ পর তিনি আবার ডাক্তার দেখাইলেন , এইবার ডাক্তার আঙ্গুলের নখের চারপাশ ও অবস্থা দেখে হাড়ের কিছু টেস্ট দিলেন । মহিলা হাড়ের টেস্ট করার কিছুদিনের মধ্যে রিপোর্ট পেয়ে আবার ডাক্তারের কাছে গেলেন । এবার ব্যাথা কিছু কমেছে ,জানালেন মহিলা । কিন্তু ডাক্তার রিপোর্ট টা দেখে আরো কিছু টেস্ট দিয়ে মহিলাকে অন্য আরেকজন ডাক্তারের কাছে প্রেসকাইব করলেন । নতুন টেস্টগুলা নিয়া মহিলা ঐ ডাক্তারের কাছে যাওয়ার পর , ডাক্তার বলিল যে আপনার তো আঙ্গুলের হাড়ে ক্যান্সার ধরা পড়েছে । তবে ক্যান্সার খুবই প্রাথমিক অবস্থায় আছে । মাত্র কয়েকমাস হয়েছে সম্ভবত । আপনি চিকিৎসা চালিয়ে যান ভাল হয়ে যাবেন ইনশাল্লাহ । এর পর ডাক্তার কিছু দিক নির্দেশিনা দিলেন উন্নত চিকিৎসার জন্য ।



অত:পর মহিলা বললেন সামান্য মশার কামড়ে আমার আঙ্গুলে ক্যান্সার হইছে , না এইডা ডাক্তারের রোগ না । মশার কামড়ে তো আর যাই হোক ক্যান্সার হইবার পারে না । মহিলা এইবার এক কবিরাজের দ্বারস্থ হইলেন , কারণ ইতিমধ্যে তার ব্যাথাটা আরও বাড়ছে । কবিরাজ বাবা আঙ্গুল দেখিয়া কইলেন কিছুই হয় নাই বদ-নজর লাগছে , কেউ তুমারে অসুখে ভোগাইবার লাইগা ঐ মশার কামড় দিয়া তোমারে ভুগাইতেছে । আমার সিঙ্গার ফু আর পরাপানি দিলেই সব ঠিক হইয়া যাইবো । মহিলা ডাক্তারের কথায় আশ্বস্ত হইতে পারেন নাই , কিন্তু কবিরাজের কথায় ঠিকই আশ্বস্ত হইলেন । কবিরাজের কথায় নজর ছাড়াইবার লং কোর্স নিলেন । এর মধ্যেই হঠাৎ মহিলার শারীরিক অবস্থার খুব অবনতি দেইখা , উনারে হাসপাতালে নেওয়া হলে ধরা পড়ে হাড়ের ক্যান্সার উনার সাড়া দেহে ছড়াইয়া পড়ছে বাঁচার কোন সম্ভাবনা নাই । ২ দিন পরেই মহিলা মারা গেলেন ।



কিন্তু ঘটনা ঘটিল অন্য আরেকটা , সারা গ্রামে ছড়াইলো মশার কামড়ে ক্যান্সার হইয়া মহিলা নাকি মারা গেছেন । এর পর থাইকাই গ্রামের মানুষ মশার বদনজর থাইকা বাচার লাইগা , যে যেভাবে পারলো ঝাপাইয়া পড়লো । কবিরাজের পরা পানি , পরা তেল তাবিজ ব্যাবসা এখন রমরমা । সবাই এখন মশার কামড়রেই বাঘের মত ভয় পায় । মশা কামড় দিলেই মনে করে , এই বুঝি বদনজর লাইগা গেলো গা :-/:-/:-/



বিদ্র : ইহা আমাদের গ্রামের পাশ্ববর্তী গ্রামের ঘটনা । গ্রামের লোকজনরে এখন কারো পক্ষেই বুঝানো সম্ভব না যে মশার কামড়ে ক্যান্সার হয় নাই । ওরা সবাই গুজবেই বিশ্বাসী ।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৬

কবি সাহেব বলেছেন: হুজুগে বাঙালী কি আর সাধ কইরা বলে ?

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২০

রুদ্র মানব বলেছেন: আসলেই হুজুগে বাঙ্গালী কথাটা সত্য ।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯

htusar বলেছেন: সবই শিক্ষার অভাব ।। ।। ।।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৯

রুদ্র মানব বলেছেন: শিক্ষিত অনেকেই তো দেখলাম এই গুজবটারে বিশ্বাস করতাছেন ,

পুথিগত শিক্ষার সাথে নৈতিক শিক্ষা না থাকিলেই এমনটা হয় ।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৭

মোঃ নুর রায়হান বলেছেন: হা হা হা
মজা পাইলাম। :D
:D :D

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

রুদ্র মানব বলেছেন: মশার কামড় হইতে সাবধান !!!!! :-< :-< :-<

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

তামজি বলেছেন: হুম

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

রুদ্র মানব বলেছেন: হুম :-/ :-/ :-/

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: একপাশের দুনিয়া কই আউগায়া গেসে, আরেকপাশের দুনিয়া কই পইড়া রইসে !!!

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

রুদ্র মানব বলেছেন: এরা বাস্তব থাইকা অনেক দূরে । আমি অনেক চেষ্টা করেও ওদেরকে বুঝাইতে পারি নাই , উলটো ওরা আমাকে বুঝায় বাবাগো বদনজর কি জিনিস তা তুমি বুঝবা না । টাউনের মানুষগুলার এই বদনজর সম্পর্কে জ্ঞান নাই ।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

শূন্য পথিক বলেছেন: ভয়ে মশারীর ভেতর থাকবে। খারাপ কি?! B:-/

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

রুদ্র মানব বলেছেন: সারাদিন মশারীর ভেতরে থাকলে কাজকর্ম করবো কেডা ??? আর সারাদিন কি মশারির ভেতর থাকা যায় নাকি ?? B-)

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

কালা মনের ধলা মানুষ বলেছেন: এরা ছেলের মৃগী রোগে নিউরোমেডিসিনের ডাক্তার দেখাতে ভয় পায়, কিন্তু কবিরাজের উপর ভরসা করতে পারে। আমি জোর করে ছেলেকে ডাক্তার দেখিয়ে এখন ভয়ে আছি। আল্লাহ না করুক, অসুখ ভালো না হলে কি হয় কে জানে !!

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

রুদ্র মানব বলেছেন: আপনি ঠিক কথাটাই বলছেন ভাই , এরা ডাক্তাররে বিশ্বাস করতে ভয় পায় । কিন্তু কমিরাজ বিশ্বাসে কোণ আপত্তি নাই এদের ???

মৃগী রোগী কি চিকিৎসায় সম্পূর্ণ ভাল হয় ??? আমার এলাকায় একজন আছে , নিয়মিত চিকিৎসায় শান্তিতে আছে। কিন্তু ৩ বছর ধরে তার রোগের কোন পরিবরতন দেখলাম না ।

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

হাসান মাহবুব বলেছেন: কী অবস্থা!

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

রুদ্র মানব বলেছেন: অবস্থাটা দেখছেন । ডাক্তার বিশ্বাসে ভয় পায় , মাগার কবিরাজে কোন ভয় নাই :( :( :(

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:
শিক্ষার অভাব সকল কুসংস্কারের মুল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

রুদ্র মানব বলেছেন: হুম ঠিকই বলেছেন কান্ডারী ভাই :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.