নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর একটি বাংলাদেশ চাই ,বাচার মত বাচতে চাই

স্বপ্নগুলো শুধু স্বপ্ন হিসেবে রেখে দিতে চাই না , বাস্তবতার আলোয় স্বপ্নগুলো আরো রঙ্গিন করতে চাই ।

রুদ্র মানব

মানুষের মত মানুষ হতে চাই , বাঁচার মত বাঁচতে চাই ।

রুদ্র মানব › বিস্তারিত পোস্টঃ

B-) চীনে সম্পদশালী স্বামী পেতে বিচিত্র প্রতিযোগিতা , না দেখলে চরম মিস :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১





চীনের অবিবাহিত তরুণীরা এবার সম্পদশালী স্বামী পাওয়ার আশায় বিচিত্র এক প্রতিযোগিতায় নেমেছে। বিশ্বের যেকোনো ধরনের সুন্দরী প্রতিযোগিতার জন্য যেমন তরুণীরা নিজেদেরকে তৈরি করে ঠিক তেমনি নিজেদেরকে ‘ম্যারিজ টু এ মাল্টিমিলিয়নিয়ার’ প্রতিযোগিতার জন্য তৈরি করতে চীনের তরুণীরা উঠেপড়ে লেগেছে। ৫০ জনের দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হতে ১০০০-এর বেশি তরুণী ইতিমধ্যেই এতে নাম লিখিয়ে প্রস্তুতি নিচ্ছেন।



প্রাথমিক নির্বাচনের ক্ষেত্রেই শারীরিক সৌন্দর্য থেকে শুরু করে শিক্ষা, পারিবারিক অবস্থা এবং রাশির বিষয়টিকে বেশ গুরুত্ব দেয়া হচ্ছে। দ্বিতীয়পর্বে উন্নীত ৫০ জন সৌভাগ্যবান তরুণীই চীনের কমপক্ষে ১৬ মিলিয়ন ডলারের অধিকারী এমন ৩২ তরুণের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন।

যোগ্য পাত্রের সন্ধানে এ প্রতিযোগিতাকে অনেকে বাড়াবাড়ি মনে করলেও চীনের ম্যাচমেকাররা আধুনিক চীনে বিয়ের ক্ষেত্রে বেশ ইতিবাচক ভূমিকা পালন করছে।

বিশেষজ্ঞরা বলছেন, চীনে সম্পদের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে সেখানকার তরুণ-তরুণীদের মধ্যে বিয়ের চাহিদা বেশ বেড়ে গেছে। এ প্রতিযোগিতায় অংশ নেয়া এক প্রতিযোগী বেশ অকপটেই স্বীকার করেছেন যে, বাইসাইকেলে চড়ে হাসিখুশি থাকার চেয়ে বিএমডব্লিউতে চড়ে তিনি কাঁদতেও রাজি আছেন। কোনো কোনো প্রতিযোগী আবার একজন ধনবান পাত্রের সন্ধান পেতে ৩১০০০ ডলার পর্যন্ত দিতে তৈরি বলে জানিয়েছেন।



এ প্রতিযোগিতার আয়োজক চায়না এন্টারপ্রেনার ক্লাব অবিবাহিত তরুণদের সম্পদ যাচাইয়ের মাধ্যমে এতে অংশ নেয়ার জন্য ৩১০০০ ডলার ফি ধার্য করেছে। তবে তরুণীদের জন্য এতে অংশ নেয়ার যোগ্যতা বেশ চমকপ্রদ। এতে অংশ নেয়ার জন্য তাদের বয়স অবশ্যই ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বা তার চেয়ে বেশি, সুন্দরী, ভদ্র এবং শিক্ষাগত যোগ্যতা জুনিয়র কলেজ সম্পন্ন করা।



প্রতিযোগিতার উদ্যোক্তা চেং ইয়ংশেং বলেছেন, নারীদের চরিত্রের বিষয়টিও তারা পরীক্ষা করেন। এছাড়া দুই মাস ধরে প্রতিযোগীদেরকে তারা গভীরভাবে পরীক্ষা করার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। তিনি বলেছেন, এতে অংশ নেয়া প্রতিযোগীদেরকে খুব গরিব বা লোভী হলে চলবে না। আবার খুব সম্পদশালী কোনো তরুণীও এতে অংশ নেয়ার যোগ্য নন ;)



তথ্যসুত্রঃ গুতা দিয়ে ঢুকলেই মূল খবর

মন্তব্য ৩৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

প্রিন্স হেক্টর বলেছেন: :|| :|| :||

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

রুদ্র মানব বলেছেন: আপনে টাস্কিত হইলেন নাকি প্রিন্স ভাই :)

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

স্বপন খাঁন বলেছেন: koto ki hobe aro....

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

রুদ্র মানব বলেছেন: মৃত্যুপূর্ব পর্যন্ত শুধু তামশাই দেইখা যান । অনেক কিছু শিখতে পারবেন তাইলে B-) B-) B-)

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

চ।ন্দু বলেছেন: আরে এতো জব্বর খবর। এমন যদি নিজের বিয়ের আগে পাত্রী বাঁছাইয়ের সুযোগ পেতাম, আহা কত ভালটাই না হত।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

রুদ্র মানব বলেছেন: ১৬ মিলিয়ন ডলারের মালিক হইয়া চীনে চইলা যান চান্দু ভাই B-)
তাইলে মাছবাজার থাইকা মানুষ যেভাবে মাছ পছন্দ করে , আপনেও কন্যাবাজার থাইকা সেইভাবে কন্যা পুছন্দ করতে পারবেন =p~ =p~ =p~

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

উদাসীফাহিম বলেছেন: isssssh.ami jodi erokom konna bachai korte partam....
kootipori hote mon chay

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

রুদ্র মানব বলেছেন: হইয়া যান ১৬ মিলিয়ন ডলারের মালিক , তাইলে আমিই আপনারে চায়না পাঠামু =p~ =p~

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :|| :||

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

রুদ্র মানব বলেছেন: আপনেও টাস্কি খাইলেন !!! :(

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

এম আর ইকবাল বলেছেন: চমৎকার |-)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

রুদ্র মানব বলেছেন: হুম বহুত , চমৎকার :-/

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

রামিজের ডিপফ্রিজ বলেছেন: এই চীনের সঙ্গেই ইসলামের স্বঘোষিত মাতব্বররা ডিল করতে ছোঁক ছোঁক করে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

রুদ্র মানব বলেছেন: হুম বুঝলাম ডিপফ্রিজ ভাই । কিন্তু সব জায়গায় ইসলাম টানিয়া না আনলেও হইবেক B-)

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০২

দূর্যোধন বলেছেন: ঞঁ !

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

রুদ্র মানব বলেছেন: দূর্যোধন ভাই ,

আপনেও তাইলে বিস্মিত ;)

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: :-B :-B :-B

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

রুদ্র মানব বলেছেন: আপনেও টাস্কিত , ইহা বুঝিতে পারিলাম :-< :-< :-<

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

বিষন্ন একা বলেছেন: হায়রে ধরনী!! দেখে শুনে মনে হচ্ছে মানুষকে নয়, কাগুজে টাকা(পড়ুন ইউয়ান) কেই বিয়ে করা হচ্ছে :( :( :(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১

রুদ্র মানব বলেছেন: হুম মূল বিষয়টাই এইটা !!!

বিয়েটা মানূষের সাথে না হয়ে কাগুজে টাকার সাথেই হচ্ছে ।

এমন চমৎকার মন্তব্যই আশা করছিলাম । তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:
B:-) B:-) B:-)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

রুদ্র মানব বলেছেন: :-/ :( :-/ :-0

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

মাক্স বলেছেন: ঞঁ (টাশ্কিত হওয়ার ইমো ইইবে)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

রুদ্র মানব বলেছেন: হুম বুঝিলাম আপনেও টাস্কিতো :(

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

শূন্য পথিক বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

রুদ্র মানব বলেছেন: হুম :-/ :-/ :-/

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

মাহবু১৫৪ বলেছেন: /:) :-* :-*

তিনি বলেছেন, এতে অংশ নেয়া প্রতিযোগীদেরকে খুব গরিব বা লোভী হলে চলবে না। আবার খুব সম্পদশালী কোনো তরুণীও এতে অংশ নেয়ার যোগ্য নন

এই কথাটা আমার কাছে চরম হাসির মনে হয়েছে। লোভী না হলে কি তারা সেখানে নাম লিখাতো!! /:)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

রুদ্র মানব বলেছেন: এই কথাটা আমার কাছেও হাস্যকর লাগছে ,

এই কন্ডিশনগুলা বিবেচনা করলে তো একটা মেয়েও বিবেচিত হইবে না B-)

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: একবার আমার এক চাইনিজ বান্ধবী কথায় কথায় বলছিল যদি টাকারে বিয়া করার কোন সিস্টেম থাকত তাইলে সে টাকারে বিয়া করত :D

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

রুদ্র মানব বলেছেন: চায়নীজগো মাথায় শুধু টাকার বুদ্ধি প্যাচ খায় নাকি B-) B-)

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

তন্দ্রা বিলাস বলেছেন: প্রতিযোগিতায় অংশ নেয়া এক প্রতিযোগী বেশ অকপটেই স্বীকার করেছেন যে, বাইসাইকেলে চড়ে হাসিখুশি থাকার চেয়ে বিএমডব্লিউতে চড়ে তিনি কাঁদতেও রাজি আছেন। :) :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭

রুদ্র মানব বলেছেন: তার পরেও এই প্রতিযোগী লোভী হওয়া সত্ত্বেও সিলেক্ট হইলো কেমনে !!!

এইটাই ব্যাপক বিস্ময় :#>

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

প্রিন্স হেক্টর বলেছেন: পত্থমবার পইড়া মাথায় চক্কর দিছিলো। :|

ভাবছিলাম ফেবুতে চাইনিজ ফেন্ডগো প্রপোজামু, এখন তো চিন্তায় ফেলে দিলেন |-)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩

রুদ্র মানব বলেছেন: চায়নিজ জিনেসের কিন্তু কোন গ্যারান্টি নাই ,

তাই চায়নিজ মাইয়া হইতে সাবধান !!! :) :) :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩

রুদ্র মানব বলেছেন: চায়নিজ জিনেসের কিন্তু কোন গ্যারান্টি নাই ,

তাই চায়নিজ মাইয়া হইতে সাবধান !!! :) :) :)

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৫

বোকামন বলেছেন: “চায়নিজ মালে” শব্দটা ব্যাবহার না করিলে ভালো হইতো ।

আশা করি আমলে নিবেন

ধন্যবাদ

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৭

রুদ্র মানব বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ । ফীডব্যাক সাথে সাথেই দিছি ।
তবে আমি এখানে *চায়নিজ মাল* বলতে চায়নিজ জিনিসপত্র বুঝাতে চেয়েছিলাম । মেয়ে অর্থে বোঝাইনি । কেউ যাতে মন্তব্যটা নিয়া ভুল না বুঝে তা সংশোধন করে দিলাম ।

ভাল থাকবেন ।

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৫

বোকামন বলেছেন: সম্মানিত লেখক,

আপনাকে ধন্যবাদ

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৯

রুদ্র মানব বলেছেন: আপনাকেও ধন্যবাদ , আমি ফিডব্যাক খুব দ্রুতই দেই ।


কিন্তু আপনেতো দেখি তার চেয়েও দ্রুত মন্তব্য জইরা গেলেন । উপরে কমেন্টের ব্যাখ্যাটা দিছি । পড়ে নিয়েন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.