![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাওয়ার খান (রুশান) কে নিয়ে খুব বেশি পোষ্ট এখন আর ব্লগে আসে না। ফেসবুকে রুশানের জন্য খোলা গ্রুপগুলোতেও এখন আর তেমন কেউ ঢু মারে না। রুশানের জন্য করা ক্যাম্পেইনগুলোও যে যার মতো শেষ করেছে। চিকিৎসার জন্য দরকার ছিল সর্বমোট পনেরো লক্ষ টাকা। ব্লগারদের সংগ্রহে আছে তিন লাখ টাকা। রুশানের মায়ের একাউন্টে আছে চার লাখ। সব মিলিয়ে আমাদের হাতে আছে সাত লাখের মতো টাকা। দরকার আরো আট লাখ! এটাই কি রুশান-যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা নয়? তবে সবকিছু এমন ঝিমিয়ে গেছে কেনো? আমাদের মাঝে এমন হালছেড়ে দেয়া সৈনিকের ভাব কেন? আমরা কি তীরে এসে তরীটা ঢুবতে দেবো? হেরে যাবো?
গত অক্টোবরের শেষ দিক থেকে বিভিন্ন ব্লগের সন্মানিত ব্লগারগনদের সামনে রুশানকে উপস্থাপন ও সু-চিকিৎসার জন্য মানবিক আবেদন করা হয়।ফেসবুকেও চলতে থাকে প্রচারণা। আলিয়ঁস ফ্রঁসেজ ডিতে আয়োজন করা হয় চিত্র প্রদর্শনীর। সব মিলিয়ে গত ডিসেম্বর মাসে রুশানের জন্য বেশ ভালো অর্থ সহায়তা পেয়েছি আমরা, আর এ বছর জানুয়ারীতে আর তেমন কোন সহায়তা পায় নি বললেই হয় তবে এখনও আশ্বাস পাওয়া যাচ্ছে। চেষ্টা চলছে বাকী অর্থ সংগ্রহে একটি কনসার্ট আয়োজনের।
কেমন আছে রুশান বাবু?
রুশানের স্বাস্থ্যটা আগের মতই আছে। দ্রুত হাঁপিয়ে উঠে, বমি বমি ভাবটা সারাক্ষন লেগেই থাকে, কখনো হাত পা ঠন্ডা হয়ে আসে।রক্ত চলাচল স্বাভাবিক মত হয় না বাবুটার সারা দেহে। । আর সে নিজে গুছিয়েও বলতে পারে না কী হয়েছে তাঁর!!
চিকিৎসা পর্বটা দিল্লিতে হবে। দিল্লিতে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে রুশানের এবং তার আম্মুর পাসপোর্টটা হয়ে গেছে বলে জানালেন তার নানী।
সবকিছু ঠিক হলে রুশানরা ঢাকা আসবে ভারতীয় ভিসার জন্যে আবেদন করতে।আর তা হাতে পেতেও কিছুটা দেরি হবে। এদিকে ডাক্তার বলেছেন যত দ্রুত সম্ভব দিল্লিতে নিতে হবে। কিন্তু আমরা যে প্রয়োজনীয় টাকাটাই যোগার করতে পারলাম না আজও। কবে পুরো টাকাটা যোগার হবে, কবে রুশানের ভিসা হবে, কবে তার চিকিতসা শুরু হবে এইসব ভাবলে আমার নিজেরই টেনশনে অস্থির লাগে, রুশানের মায়ের কথাটা চিন্তা করুন একবার।
কনসার্ট ফর রুশানঃ
রুশানের জন্য একটি কনসার্ট আয়োজন করা যায় কিনা সে বিষয়ে আমাকে প্রথম জানায় ব্যান্ডের সাথে আছেন এমন একজন ঘনিষ্ট বড় ভাই। তিনি বলেন যে তার সাথে যেহেতু অনেকের পরিচয় আছে তাই আর্টিস্ট ম্যানেজ করাটা খুবই সম্ভব। রুশান টীমের এক ব্লগারকে এ কথা জানালে তিনি বলেন এমন একটা কনসার্ট আয়োজন করা যায় কিনা সে বিষয়েই তারা ভাবছেন। দুই একদিনের মধ্যেই কনসার্টের ব্যাপারে ব্লগারদের একটা মিটিং হয়। মাঠ ম্যানেজ করা, স্পন্সর জোগার করা এবং আর্টিস্ট ম্যানেজ করার দায়িত্ব ভাগ করে দেয়া হয় কয়েকজন ব্লগারকে। প্রথমে যে মাঠে কনসার্ট আয়োজনের চেষ্টা করা হলো তারা জানালো যে মাঠ তারা দেবে তবে এজন্য তাদের দিতে হবে পাঁচ লাখ টাকা! স্বাভাবিক ভাবেই ঐ ব্যয়বহুল মাঠে আমাদের পক্ষে কনসার্ট আয়োজন করা সম্ভব হয় নি। শেষে সম্ভাব্য ভেন্যু হিসেবে ঠিক হলো বনানী মাঠ। খুব সম্ভবত দুই একদিনের মধ্যে বনানী মাঠই কনফার্ম হয়ে যাবে। যারা মাঠ ম্যানেজের দায়িত্বে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর্টিস্ট ম্যানেজের দায়িত্বে যারা আছেন তাদের কাজও খুব ভালোভাবে এগিয়ে চলছে। সব কিছু ঠিক থাকলে কনসার্টের সম্ভাব্য ডেট হতে পারে মার্চের প্রথম সপ্তাহেই। এ নিয়ে বিস্তারিত ব্লগ খুব তাড়াতাড়ি আমরা আয়োজকদের কাছ থেকে পাবো।
কয়েকজনের কদর্য চেহারাঃ
কি ভাবছেন? যারা রুশানের জন্য নিরলস কাজ করে যাওয়ার মধ্যে সিন্ডিকেট বাজি আর হিটখোর খুজেন তাদের চেহারাটা তুলে ধরবো? চিনি সবাইকেই। আজ বরং তাদের কথা থাক। অন্য একটা শ্রেনীর কদর্য চেহারাটা তুলে ধরি।
কিছুদিন আগে আমার, ব্লগার স্বপ্নবিলাসী ও মুভি লাভারজ ব্লগের ব্লগার ফিরোজের বন্ধুদের সংগ্রহ করা সাড়ে ছয় হাজারের মতো টাকা রুশানের মায়ের একাউন্টে পাঠিয়েছিলাম। ব্লগার রীতিমত লিয়ার অস্ট্রেলিয়া প্রবাসী আত্বীয়ের তেরো হাজার টাকাও একই একাউন্টে পাঠানো হয়। এই দুই এমাউন্টের প্রাপ্তি নিশ্চিত হওয়ার জন্যে রুশানের নানীর সাথে যোগাযোগ করি। বিশেষ করে প্রবাসীদের পাঠানো টাকাটা তারা পেয়েছে কিনা তা নিশ্চিত করাটা জরুরী ছিলো। আজ রুশানের নানী এ ব্যাপারে নিশ্চিত করলেন। সেই সাথে তার সাথে কথা হলো রুশানের শারীরিক অবস্থা, চিকিৎসা ও নানা বিষয়ে। জানতে পারলাম কিছু অপ্রীতিকর ঘটনাও।
বিভিন্ন প্রচারণায় এবং জাতীয় দৈনিকে রুশানের নানীর মোবাইল নাম্বার ব্যবহার করায় প্রতিদিনই তিনি নানা ধরনের ফোন পান। অনেকেই সাহায্য করেন, অনেকেই সাহায্যের আশ্বাস দেন,অনেকেই নানা কথা বলে তাকে বিব্রতকর অবস্থায়ও ফেলেন। কিছু ঘটনা না বলে থাকতে পারছি না। কিছুদিন আগে নানী একটি ফোন পান। যিনি ফোন করেন তিনি জানান যে এক জাতীয় দৈনিক থেকে নাম্বার পেয়ে বিস্তারিত জানার জন্যে ফোন দিয়েছেন। তবে রুশানের ব্যাপারে কোনো কথা না বলে তিনি সরাসরি রুশানের মায়ের বয়স জানতে চান। নানী সরল মনে জানালে তিনি যে কথাটা বলেন তা শুনে রাগে আমার গা কাঁপছিলো। লোকটা জানায় যে রুশানের চিকিৎসার জন্য পনেরো লাখ টাকা দিতে তিনি রাজী আছেন, তবে বিনিময়ে তিনি অফারটা দেন তা কোনো মানুষের পক্ষে দেয়া সম্ভব না। রুশানের মা ও নানী সেদিন সারারাত কেঁদেছেন।
অনেকেই ফোন করে রুশানের নানীকে পর্যন্ত এসব কথা শোনাতে ছাড়েন না। সেটা তিনি একজন বয়স্ক মহিলা তা জানার পরও! আর 'টাকা নেই তাহলে ভিক্ষা করেন না কেন?' জাতীয় সরাসরি আর ইঙ্গিতপূর্ণ কথাবার্তাতো তিনি প্রতিদিনই শোনেন !!
সব কিছু মুখ বুজে সহ্য করে অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে রুশানের পরিবার। তাদের চোখে একটাই স্বপ্ন। রুশান আবার হাসবে। খেলবে। সারাবাড়িটা মাথায় তুলবে। আসুন আমরা রুশানের জন্য আরেকবার জেগে উঠি।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
মুশাসি বলেছেন: হতবাক
২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: একই লেখার ভিতরে মানুষের ২টা বিপরীত চেহারা দেখলাম -
যারা রুশানের জন্য কাজ করছেন তাদের সালাম। আর যারা ফোনে ডিষ্টার্ব করছে তাদের বলি - তোমরা মানুষ হয়ে উঠ !
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
মুশাসি বলেছেন: যারা রুশানের জন্য কাজ করছেন তাদের সালাম।
যারা ফোনে ডিষ্টার্ব করছে তাদের বলি - তোমরা মানুষ হয়ে উঠ !
ধন্যবাদ ভাই
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
আশিক মাসুম বলেছেন: মানেকি??? টিম কই???? কারো নাম না বলে সবার কাছে যানতে চাই???? Where r u guys ??? What About 21st jan???
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
মুশাসি বলেছেন: টিম আছে ভাই, আমিও কারও নাম নেই নি, আমরা সবাই রুশানের জন্য যুদ্ধের যোদ্ধা।সবাই মিলে রুশানকে আমরা ফিরিয়ে আনবোই।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১
আদিম পুরুষ বলেছেন: আশা করি বাকী টাকা গুলোও কালেকশন হবে।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০
মুশাসি বলেছেন: ইনশাআল্লাহ। এতজনের প্রচেষ্টা বৃথা যেতে পারে না।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
বাঘ মামা বলেছেন: ওহ শিট!!!!!!!!!!!! কিভাবে মানুষ এমন হয় বুঝিনা,এগুলো কি কোন মায়ের বুকে ঘুমায়নি কোনদিন?এদের বাবার মুখ কি কখনো দেখেনি এরা?মানুষের চরম মুহুর্তে এমন কথা বলার মানুষ গুলো হৃৎপিন্ড খুলে আনতে ইচ্ছে করে।আপনজনের একটু একটু করে ক্ষয়ে যাওয়া সহ্য করা কত যন্ত্রণার সে শুধু ভুক্তভুগীরাই জানে,এইসব মুহুর্তে কিছু না করে উল্টো পেইন যারা দেয় তারা মানুষ বলে আমার সন্দেহ।
রুশানের জন্য শুভ কামনা রইলো,বিধাতা তাকে সুস্থ্য করে দিন।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
মুশাসি বলেছেন: সব ভালো কাজেই এই শ্রেনীর কিছু লোকের দেখা পাওয়া যায়। এরা আসলে মানুষ না, মানুষরুপী পশু। এদের হৃৎপিন্ডটা খুলে আনলে পাপ হয় না। পৃথিবীর উপকার হয়।
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: আশায় বুক বাধিঁ..রুশান ভালো হবেই আরে সেটাই হবে ঐসব বর্বর জানোয়ারদের মুখে মোক্ষম চপেটাঘাত।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
মুশাসি বলেছেন: রুশান আবার হাসবে। খেলবে। সারাবাড়িটা মাথায় তুলবে।
রুশানের নানীকে বলেছি কুকুরদের ঘেউ ঘেউ করতে দিন। আমাদের উপর ভরসা রাখুন।
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ মুশাসি। আসলে যারা কুরুচি পূর্ন কথা বলেন এদের মানুষ না বলাই উচিত।
রুশান যুদ্ধ আমরা এখনো শেষ করিনি। তা চলবে আমাদের শেষ সামর্থ্য পর্যন্ত।
বাকিটা আল্লাহ তালার হাতে।
শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন সব সময়।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০১
মুশাসি বলেছেন: শিরোনামের মানুষ বলার জন্য দুঃখিত।
রুশান যুদ্ধ আমরা শেষ সামর্থ্য পর্যন্তই চালিয়ে যাবো।
ভালো থাকবেন ভাই। দোয়া করবেন।
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
আমিনুর রহমান বলেছেন: পোষ্টে +++
আমাদের মাঝে এমন হালছেড়ে দেয়া সৈনিকের ভাব কেন? আমরা কি তীরে এসে তরীটা ঢুবতে দেবো? হেরে যাবো?
তবে এই কথাটা ঠিক না।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩
মুশাসি বলেছেন: রুশান টিমের সদস্যদের প্রতি বিন্দুমাত্র সন্দেহ নেই। তারা নিরন্তর রুশানকে ফিরিয়ে আনার কাজ করে যাচ্ছে। তাদের জন্যেই আমরা তীরটা দেখতে পাচ্ছি। আশা করি খুব তাড়াতাড়ি তীরটার নাগাল পাবো।
প্রশ্নটা করেছি এখনো ঘুমিয়ে থাকাদের প্রতি।
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
নিয়েল ( হিমু ) বলেছেন:
আমি আশাবাদি
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪
মুশাসি বলেছেন: আমিও আশাবাদী। এ যুদ্ধে আমাদের জিততেই হবে।
দোয়া করবেন নিয়েল। ভালো থাকবেন সবসময়।
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১
শিপন মোল্লা বলেছেন: সিট। মানুষ এমন হয়।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১০
মুশাসি বলেছেন: রাস্তায় ঘেউ ঘেউ করা প্রতিটা কুকুরের প্রতি নজর দিতে গেলে আমরা লক্ষ্যে পৌছাতে পারবো না আবু শিথি ভাই।
তবে এই অপমানগুলো যারা মুখ বুজে সহ্য করছে তাদের মুখে আমাদের হাসি ফোটাতেই হবে।
১১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩
স্বপনবাজ বলেছেন: হেরে যাওয়ার প্রশ্ন কোনভাবেই আসেনা ! আমি যতদূর জানি যেহেতু এখনো প্রায় ১০ লাখের মত টাকা লাগবে , তাই কনসার্ট টিকেই টার্গেট করা হয়েছে , সেটার প্রস্তুতি ও ভালো ভাবে এগুচ্ছে বলেই জানি !
দিল্লী যাওয়ার প্রস্তুতি এবং অপারেশনের সময় , এবং টাকা দেয়ার সময়সীমা মাথায় রেখেই কনসার্টের প্রস্তুতি চলছে !
খুব ভালো একটি সময় উপযোগী পোষ্ট ! যারা নিচু মানসিকতার অধিকারী তাদের দাবিয়ে রাখার বা তাদের লজ্জা দেয়ার দায়ভার টা আমাদের সবার রুশানের জন্য সবাই মিলে কিছু করাতেই !
২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৮
মুশাসি বলেছেন: আসলেই ভাই হেরে যাওয়ার প্রশ্ন আসে না। কনসার্ট থেকে পুরো টাকাটা চলে আসবে এই আশা করি। খুব ভালো লাগলো আপনার কথা।
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
১২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪
লোনলিফাইটার বলেছেন:
২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০
মুশাসি বলেছেন: সবশেষে আমরা সবাই একসাথে হাসবো
১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঐ জারজের ফোন নাম্বারটি কেউ কি প্রকাশ করতে পারবেন? তাহলে ঐ খা-পোর সাথে ব্যক্তিগত ভাবে কিছু হিসাব মিটাতাম।।
খুব দ্রুত কনসার্টের ব্যাপারে আপডেট জানানো হবে।
পোষ্টের জন্য ধন্যবাদ।
২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৪
মুশাসি বলেছেন: রুশানের নানী জানিয়েছেন তিনি প্রতিবার নামাযে বসলে ঐ খাপোর প্রতি অভিশাপ না চাইলেও চলে আসে।
ওই খাপোরে পরে দেখবো, এখন আমাদের হাতে একদম সময় নেই। পুরো সময়টা রুশানের জন্য লাগাতে হবে।
১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৮
বোকা ডাকু বলেছেন: রুশানের মায়ের উচিত ছিল ওই নাম্বার গুলা সংগ্রহ করে রুশান টিম এর কাছে পউছে দেয়া। তারপর অইগুলারে খুইজ্যা বাইর কইরা তারক মন্ডলের কাছে দিয়া আইতাম।
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮
মুশাসি বলেছেন: আমার মনে হয় না এটা করা শোভনীয় হতো। এই কথাগুলো আমাকে কেউ জানাতেও বলেননি। চেপে রাখতে রাখতে হয়তো মনের দুঃখে আজ নানী এই কথাগুলো শোনালেন। আমার মনে হলো সবার জানা উচিত কিসের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের।
১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৪
মুনসী১৬১২ বলেছেন: কুত্তার বাচ্চাগুলোরে.................
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
মুশাসি বলেছেন: রুশান সুস্থ হয়ে উঠুক, সব হিসেব চুকানো হবে
১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪১
বাদল দিনের গান বলেছেন: ঐ কুকুরের নাম্বার টা থাকলে দেন, কয়টা মুগুর দেই
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
মুশাসি বলেছেন: আসলে আমিই সপ্রনোদিত হয়ে এই রুশানের নানীর মনের দুঃখে বলা কথাগুলো জানালাম। এদের ইগ্নোর করতে বলা ছাড়া আর কোনো সান্তনার ভাষা আমার জানা ছিলো না।
১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৭
নাইট রিডার বলেছেন: এইডা কি মানুষ না কুত্তা
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১
মুশাসি বলেছেন: অবশ্যই তারা মানুষ না (
(
১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪১
প্রজন্ম৮৬ বলেছেন: মানুষজন যে যেভাবে পারতেছে সাইকো হয়ে উঠতেছে
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯
মুশাসি বলেছেন: আসলেই ভাই, খুবই খারাপ লাগে এগুলা
১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৮
shfikul বলেছেন: আমি অন্তর থেকে দোয়া করছি যেন এই বাবুটা সুস্থ হয়ে উঠে।
আর বুক ভরা দীর্ঘশ্বাস সেই সব মানুষদের জন্য যারা মানুষের অসহায়ত্ব নিয়ে খেলা করে!!!
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
মুশাসি বলেছেন: দোয়া করুন ভাই।
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়।
২০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৪
মাহিরাহি বলেছেন: রুশানের জন্য সব সয়ে যান।
আল্লাহ আমাদের সহায় হবেন।
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
মুশাসি বলেছেন: সব ভালো কাজেই কিছু লোক প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এদের দিকে ধ্যান দেওয়ার কিছু নেই। শুধু অবগত করলাম বিষয়টা।
২১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০২
শের শায়রী বলেছেন: মানুষ হিসাবে আমি লজ্জিত, যে বা যারা রুশানের ফ্যামিলিকেএই ধরনের নোংরা কথা বলতে পারে তাদের জন্য। তারা কি আসলে মানুষ। রুশান ভাল হয়ে উঠুক।
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
মুশাসি বলেছেন: কুকুরের কাজ কুকুর করবেই। আমাদের কাজ আমাদের করে যেতে হবে শের শায়রী ভাই। যাদের জন্য লজ্জিত হচ্ছেন তারা আসলে মানুষ না।
রুশান সুস্থ হয়ে উঠুক এই কামনা করি।ভালো থাকবেন সবসময়।
২২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৭
অন্তরন্তর বলেছেন:
ভাল মন্দ নিয়েই মানুষ। এই মন্দ মানুষদের নিয়ে কথা
বলে নিজেদের কষ্ট বাড়িয়ে কোন লাভ নেই। এরা নরকের
কীট, সারা জীবন এমনি থাকবে।
রুশানের জন্য আপনারা যা করার করে যান। সত্য এবং ভাল
সবসময়, সব যুগে জয়ী হয়। আল্লাহ সহায়।
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯
মুশাসি বলেছেন: সত্য এবং ভাল
সবসময়, সব যুগে জয়ী হয়। আল্লাহ সহায়।
খুব সুন্দর কথা বলেছেন ভাই। সাথে থাকবেন। ভালো থাকবেন সবসময়।
২৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৮
দি সুফি বলেছেন: খারাপ হতে হতে আমরা কোন পর্যায়ে গিয়ে পৌছেছি!
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১
মুশাসি বলেছেন: পুরো জাতির জন্যে এটা খুবই উদ্বেগজনক ব্যাপার।
তবে এদের সংখ্যাটা খুবই কম।
২৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: খারাপ মানুষ গুলো আছে বলেই আপনাদের শ্রদ্ধা করতে পারছি।
এমন মহৎ কাজে তরুণদের এগুতে দেখলে মনে হয় কেন এত কিছুর পরও আমরা বিশ্বের সেরা সুখি জাতি।
ভাল থাকুক সুস্থ থাকুক রুশান।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
মুশাসি বলেছেন: রাস্তায় ঘেউ ঘেউ করা প্রতিটা কুকুরের প্রতি নজর দিতে গেলে আমরা কখনোই লক্ষ্যে পৌছাতে পারবো না। তাই আমরা বরং এদের ঘেউ ঘেউই করতে দেই।
ধন্যবাদ ওবায়দুর ভাই
২৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩
বইয়ের পোকা বলেছেন: মানুষজনকে কি এই বাচ্চার ফ্যামিলির সাথেও মজা করতে হয়!!!!!!!! আমরা আছি রুশানের পাশে।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
মুশাসি বলেছেন: খুবই খারাপ লাগলো রুশানের নানীর মুখে কথাগুলো শুনতে। তাকে সান্তনা দেয়ার ভাষা পাচ্ছিলাম না ভাইয়া
২৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬
রীতিমত লিয়া বলেছেন: কদর্য চেহাড়ার মানুষের কথা শুনে কিছুক্ষনের জন্য কিছু লিখতে পারছিলাম না, কী বলব সেসব মানুষদের? এরা আসলে মানুষ নয়। রুশানের পরিবারকে চিন্তামুক্ত থাকতে বলুন। আমরা সাথে আছি। আর সবার ওপরে আছে স্বয়ং আল্লাহ।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
মুশাসি বলেছেন: রীতিমত লিয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনি অনেক করছেন রুশানের জন্য। আল্লাহ আপনার ও সকলের প্রচেষ্টা কবুল করুন।
২৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১
কালা মনের ধলা মানুষ বলেছেন: দুনিয়াতে রুশানের জন্য কাজ করা এবং সহমর্মিতা দেখানো ভাল মানুষের সংখ্যাই বেশি। কদর্য মানুষের চেয়ে অনেক বেশি।
রুশানের জন্য দোয়া এবং ওর পরিবারের জন্য জানাই এইসব কদর্যতার বিরুদ্ধে লড়ার সাহসের শুভ কামনা।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
মুশাসি বলেছেন: ঠিক বলেছেন ধলা ভাই। ধলা মনের মানুষই বেশি এই দুনিয়ায়। কদর্য মনের মানুষরা টিকতে পারবে না এদের ভিড়ে।
দোয়া করুন।
২৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
পলক শাহরিয়ার বলেছেন: ভীষন খারাপ লাগছে আপনার পোস্টটা পড়ে। দিনদিন আমরা অমানুষ হয়ে যাচ্ছি।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
মুশাসি বলেছেন: রুশান যেদিন সুস্থ হয়ে ফিরে আসবে সে দিনতার স্বপ্ন দেখুন। স্বপ্ন সত্যির দিনটায় আমরা প্রান খুলে হাসবো।
কেমন আছেন আপনি? কোনো খোজ নাই।
২৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩
সঞ্জয় নিপু বলেছেন: আমরা জিতবোই হাল ধরেছি শক্ত করে ।
রুশান ভালো হবেই । পাশে আছি
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২২
মুশাসি বলেছেন: ধন্যবাদ নিপু ভাই। রুশান যুদ্ধে আমাদের জিততেই হবে
৩০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪
সান্তনু অাহেমদ বলেছেন: হায়রে মানুষ!!
এও সম্ভব!!!! বিচিত্র এদেশে সবই সম্ভব।
আল্লাহ তাঁদের মানবিক গুণসম্পন্ন করে তুলুন।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০১
মুশাসি বলেছেন: আসলেই অবাক হয়ে যেতে হয়। মানুষ এত খারাপও হয় !!
৩১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
জাকারিয়া মুবিন বলেছেন: হতবাক হয়ে গেলাম। মানুষ এত নিচেও নামতে পারে!!?
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৯
মুশাসি বলেছেন: আমিও হতবাক। মানুষ এত নিচেও নামতে পারে
৩২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
মেহেদী হাসান মানিক বলেছেন: মানুষের কদর্যতা এত নিচে নামতে পারে।
ধীক্কার এইসব মানুষরূপী জানোয়ারদের।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৬
মুশাসি বলেছেন: ধিক্কার জানাই। তাদের জন্য রইলো জমিয়ে রাখা এক দলা থুথু
৩৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
শরৎ চৌধুরী বলেছেন: এইসব মানুষরূপী জানোয়ারদের চিহ্নিত করে শাস্তি দেয়া দরকার। একটা মানবীয় উদ্যোগকে নিয়ে যারা বিকারগ্রস্থ বিকৃতিতে যুক্ত হয় তাদের প্রকাশ্য শাস্তি দেয়াটা খুব দরকার।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪০
মুশাসি বলেছেন: সহমত শরৎ ভাই। এদের চিহ্নিত করে প্রকাশ্যে শাস্তি দেয়াই সামাজিক বিকারগ্রস্থ বিকৃতি কমানোর একমাত্র কার্যকরী পন্থা।
৩৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
ইউসুফ আলী রিংকূ বলেছেন: বলার কোন ভাষা নেই। জানোয়ার দের মুখে থু থু
আমরা জিতবোই বলে হাল ধরেছি শক্ত করে ।
রুশান ভালো হবেই । পাশে আছি ।
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
মুশাসি বলেছেন: ইউসুফ রিংকু ভাই ওদের কথা বাদ দেন। কাজের কথায় আসি। রাজশাহী কলেজের কালেকশন এখনো পাইলাম না
৩৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
শ।মসীর বলেছেন: amra ki asolei manus !!!
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
মুশাসি বলেছেন: আমরা মানুষ, ওরা না।
৩৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
যুবায়ের বলেছেন: সবার আগে রুশানের সুস্হতা কামনা করি।
রুশানের জন্য কনসার্ট সফল হোক
বাদবাকী টাকা কনসার্ট থেকে উঠুক
এই প্রত্যাশা রইলো...
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
মুশাসি বলেছেন: সবাই মিলে প্রচারণা চালালে সব টাকাই উঠে যাবে আশা করি। সেই সাথে সামু মডারেটরদেরো অনুরোধ কনসার্টে চলাকালীন পোষ্ট স্টিকি রাখতে।
৩৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
যুবায়ের বলেছেন: কিছু ঘটনা না বলে থাকতে পারছি না। কিছুদিন আগে নানী একটি ফোন পান। যিনি ফোন করেন তিনি জানান যে এক জাতীয় দৈনিক থেকে নাম্বার পেয়ে বিস্তারিত জানার জন্যে ফোন দিয়েছেন। তবে রুশানের ব্যাপারে কোনো কথা না বলে তিনি সরাসরি রুশানের মায়ের বয়স জানতে চান। নানী সরল মনে জানালে তিনি যে কথাটা বলেন তা শুনে রাগে আমার গা কাঁপছিলো। লোকটা জানায় যে রুশানের চিকিৎসার জন্য পনেরো লাখ টাকা দিতে তিনি রাজী আছেন, তবে বিনিময়ে তিনি অফারটা দেন তা কোনো মানুষের পক্ষে দেয়া সম্ভব না। রুশানের মা ও নানী সেদিন সারারাত কেঁদেছেন। কি বলবো!!!!!!!!!! বলার মত ভাষা নেই!!!!!!!!!
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮
মুশাসি বলেছেন:
৩৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
আমি ইহতিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মুশাসি, এমন একটা পোস্টের জন্যই অপেক্ষা করছিলাম মনে মনে। যদিও কারো সাথে যোগাযোগ করিনি, জানতাম যে রুশান টিম এতো সহজে হেরে যাবেনা।
ভালো কাজে সবসময়ে কিছু প্রতিবন্ধকতা থাকবেই, তাই বলে ভালো কাজ কিন্তু থেমে থাকেনা।
যাই হোক রুশান সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। ওরা ঢাকায় এলে দুটো টিভি চ্যানেলে ওকে নিয়ে রিপোর্ট করার ব্যাবস্থা করা যাবে, এতে ভালো একটা রেসপন্স পাওয়া যাবে বলে আমার বিশ্বাস।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
মুশাসি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ইহতিব। রুশান টিমের প্রতি ভরসা রাখার জন্যে কৃতজ্ঞতা।
চিত্রপ্রদর্শনীর নিউজও দুটি চ্যানেলে এসেছিলো। খুব বেশি লাভ হয় নি
৩৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
নির্ভীক আহসান বলেছেন: সো প্যাথেটিক। মোবাইল এর ভিতর লাইন দিয়ে গিয়ে থাপড়াইতে ইচ্ছা হয় ওইসব লোকদের।
আপনাকে ধন্যবাদ।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
মুশাসি বলেছেন: সেটা সম্ভব না বলেই এরা ফোনে কথাগুলো বলার সাহস পায়। সামনে এসে কিছু বলার সাহসটা নেই এদের। একটা দাঁত ও আর মাড়িতে থাকতো না তাইলে।
৪০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেখি আমি কতটা কি করতে পারি
রুশানের জন্যে দোয়া করছি।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
মুশাসি বলেছেন: দেখেন ভাই কি করা যায়, ছেলেটার পরিবার অনেক আশা করে আছে
ভালো থাকবেন।
৪১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
রাইসুল নয়ন বলেছেন: সাথে আছি সবসময় ।
আর শিয়াল , কুকুরের বিচার আল্লাহ্ করবেন ।
ওদের উদ্দেশ্যে বলছি, যদি এক বাপের পোলা হস তাইলে সামনে আইয়া ক
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
মুশাসি বলেছেন: সামনে আসার সাহস এদের নাই ভাই, জানে সামনে এসে দাড়ালে একটা মাইরও মাটিতে পরবে না।
৪২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১২
মুশাসি বলেছেন:
৪৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১
ছন্নছাড়া-এক্সপ্রেস বলেছেন: পোষ্টে +++
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০
মুশাসি বলেছেন: ধন্যবাদ
৪৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
চয়নিকা আহমেদ বলেছেন:
দুঃখজনক
ও লজ্জাজনক।
রুশান ভালো হবে ইনশাল্লাহ।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
মুশাসি বলেছেন: রুশান ভালো হবে ইনশাল্লাহ
৪৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
*কুনোব্যাঙ* বলেছেন: এই একটা সমস্যা। কোন একটা কাজ করতে গেলেই কিছু মানুষ পিছে লাগে ঝামেলা করার জন্য। খুবই বিরক্তিকর একটা ব্যাপার। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করায় বাঙ্গালীর জুড়ি মেলা ভার!
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
মুশাসি বলেছেন: নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করায় বাঙ্গালীর জুড়ি মেলা ভার একদম ঠিক কথা বলেছেন ভাই
৪৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
উলটোরথ বলেছেন:
মাঝে মাঝে মনে হয়... সৃষ্টিকর্তা যখন আমাকে জিজ্ঞাসাবাদ করবেন; তখন তাকেও আমার কিছু প্রশ্নের মুখোমুখি হতে হবে। আমি নাস্তিক নই, আবার এমন কদর্য জন্ম মৃত্যু আর ভাঙ্গাগড়ার খেলাকেও মানতে পারিনা।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
মুশাসি বলেছেন: শুধু রুশানের জন্য দোয়া করুন
৪৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
পাকাচুল বলেছেন: কিছু অমানুষ সবখানেই পাবেন।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৬
মুশাসি বলেছেন: ঠিক বলেছেন
৪৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮
মাক্স বলেছেন: মাসুম আহমদ ১৪ বলেছেন:
যারা রুশানের জন্য কাজ করছেন তাদের সালাম। আর যারা ফোনে ডিষ্টার্ব করছে তাদের বলি - তোমরা মানুষ হয়ে উঠ!
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭
মুশাসি বলেছেন: ধন্যবাদ ভাই
৪৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
তামিম ইবনে আমান বলেছেন:
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৮
মুশাসি বলেছেন:
কাজ করে যান ভাই
৫০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
বাংলার হাসান বলেছেন: আমরা সবাই রুশানের জন্য যুদ্ধের যোদ্ধা।সবাই মিলে রুশানকে আমরা ফিরিয়ে আনবোই। ইনশাল্লাহ অবশ্যই রুশান আমাদের মাঝে ফিরে আসবেই আসবে।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৯
মুশাসি বলেছেন: বিজয় আমাদের হবেই। ইনশাল্লাহ
৫১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
রাতুল_শাহ বলেছেন: অনেক ধন্যবাদ মুশাসি ভাই।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৬
মুশাসি বলেছেন: আপনাকেও ধন্যবাদ রাতুল শাহ। সাথেই থাকবেন
৫২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০
রেজোওয়ানা বলেছেন: এমন অসুস্থ মানসিকতার লোক সমাজের লুকিয়েচুরিয়ে থাকে, মুখ ঢেকে নিজেদের ঘেয়ো কুকুরের রূপটা প্রকট করে মাঝে মাঝে, আমার মনে আছে কলমদাদীকে নিয়ে ক্যাম্পেইন পরবর্তী সময়ে তার ফোন নাম্বারটা এমন কিছু নেড়ি কুকুর আপত্তিজনক সাইটে দিয়ে দিয়েছিল!
রূশানের জন্য অনেক দোয়া
আশাকরি কনর্সাটটা সফল হবে।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৭
মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ আপু
এদের লেজ কখনোই সোজা হয় না।
দোয়া করবেন।
৫৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
মদন বলেছেন: দোয়া রইলো
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
মুশাসি বলেছেন: ধন্যবাদ মদন ভাই।
আবু জাফরের সাথে দুদিন আগে দেখা হয়েছিলো।
৫৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২
মামুন রশিদ বলেছেন: রুশানকে নিয়ে এই আপডেট দরকার ছিলো । অনেক ধন্যবাদ ভাই ।
রুশান আবার সুস্থ হয়ে উঠবে । রুশানের জন্য শুভ কামনা । শুভকামনা রুশান টিমের জন্য ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
মুশাসি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ মামুন ভাই।
আচ্ছা আপনি কি আমার আইডি তে আছেন?
৫৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
অদ্বিতীয়া আমি বলেছেন: দুঃখজনক ও লজ্জাজনক।
দেখতে মানুষ এর মত , কিন্তু এদের মনটা মানুষের মত না ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
মুশাসি বলেছেন: মানুষরুপী পশু এরা
৫৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫
আমি ব্লগার হইছি! বলেছেন: ফালতু লোকজনের কার্যকলাপ নিয়ে মাথা না ঘামিয়ে সবার উচিত কনসার্ট টা সফলভাবে আয়োজন করা। আশাকরি এই কনসার্টের থেকেই বাকি টাকা পুরণ হয়ে যাবে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
মুশাসি বলেছেন: আশা করি কনসার্ট সফল হবে। রুশানের প্রয়োজনীয় বাকি টাকাও উঠে যাবে।
৫৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৩
ঘুড্ডির পাইলট বলেছেন:
আশাকরছি কনসার্ট ভালো ভাবে শেষ করতে পারবো আমরা ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
মুশাসি বলেছেন: রাফাত ভাই, আপনারা যা করেছেন, করেছেন ভাষায় প্রকাশ করা যাবে না
৫৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৯
ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: খারাপ ভালো মিলিয়েই মানুষ। মানুষের ভালো রূপটা যেখানে চরমভাবে প্রকাশ পাচ্ছে তার সাথে প্রকাশ পাচ্ছে মানুষের কালো দিক গুলো।
যে নদীর পানিতে ফসল ফলে, অন্ন জোটে পুরো জাতীর জন্য সে নদীর পানি পান করেই শত স হস্র মানুষ কলেরা ডায়রিয়ায় মারা যায়।
তবু কাজটা হোক, জীবদ্দশায় খুব বেশী ভালো কিছু দেখে যেতে পারবো সেই আশা দেখি না, তবু এরকম দুয়েকটা ভালো কাজ দেখলে জীবন সায়াহ্নে আর দুঃখ থাকবে না!
এগিয়ে যান আপনারা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
মুশাসি বলেছেন: ভাই, বাংলাদেশে অনেক রুশান রয়েছে। আমরা হয়তো সবাইকে এভাবে সাহায্য করতে পারবো না। আমরা চাই এক রুশানকে সাহায্য করার মাধ্যমে সবার মধ্যে সচেতনতাটা গড়ে তোলা, যাতে অন্যান্য ক্ষেত্রে সবাই যে যার অবস্থান থেকে সর্বোচ্চ সাহায্য করার মানসিকতাটা গড়ে তোলে।
৫৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০০
টেস্টিং সল্ট বলেছেন: ছিহ !! এরা মানুষের পেটে জন্মাইছে??? ছিহ !!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
মুশাসি বলেছেন: এখানেই তো দুঃখটা
৬০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
নস্টালজিক বলেছেন: রুশানের পাশেই আছি!
কারা কি বলছে এসব একদমই কাউন্ট করেন না! প্রত্যেক উদ্যোগে কিছু মানুষ থাকেই কদর্যতার জন্য!
আল্লাহ পাক রাহমানুর রাহিম এর কাছে রুশান বাবুর জন্য প্রার্থণা করি!
কনসার্ট সফল হোক!
৬১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭
প্যাপিলন বলেছেন: ফোনের বিষয়টা কিছুতেই মানতে পারছিনা, আমাদের মধ্যে এমন পিশাচ বাস করে কিভাবে? এর চেয়ে লজ্জাকর আর কি হতে পারে? কল লিস্ট থেকে কলারের ফোন নাম্বারটা নিতে পারলে ভাল হতো।
রুশান দ্রুত সুস্থ হয়ে উঠুক
৬২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫
নোমান নমি বলেছেন: মানুষ এমন করতে পারে!!
উদ্যেগ নেন, যেভাবে থাকা সম্ভব ঠিক সেভাবেই থাকবো।
৬৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
আমি তুমি আমরা বলেছেন: পাকাচুল বলেছেন: কিছু অমানুষ সবখানেই পাবেন।
৬৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
ভিয়েনাস বলেছেন: অমানুষ গুলোকে ধরে চাপকানো দরকার। সমাজে এদের বেঁচে থাকার কোন অধিকার নাই।
এতো সংগ্রাম বৃথা যাবেনা। রুশান ভালো হবে ইনশাল্লাহ্।
৬৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯
মনে নাই বলেছেন: কনসার্ট সফল হউক।
রুশানের জন্য অনেক অনেক দোয়া রইল, আশা করি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।
আপনার যারা এখনো রুশানের জন্য কাজ করছেন সবাইকে অশেষ ধন্যবাদ, আল্লাহ আপনাদের ভালো করুক।
৬৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
পরিবেশ বন্ধু বলেছেন: রুশান এখন কেমন আমাকে জানাও তার মায়াভরা চাহনি আমার ভীষণ মণে পড়ে , আল্লাহ তাকে হায়াত দিন ভাল হওয়ার রহমত দিন ।
৬৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
একজন আরমান বলেছেন:
সমাজে কুকুর থাকবেই।
আমরা ওদের ঘেউ ঘেউ কমাতে পারবো না, কিন্তু ওদের সাইজ ঠিকই করতে পারবো।
রুশানের ব্যাপারে কাজ করতে গিয়ে আমি নিজেই যে কতো বাজে অবস্থার সম্মুখীন হয়েছি তা না বললে বোঝানো যাবে না।
কিন্তু আমরা থেমে নেই।
ইনশাআল্লাহ্ রুশান আমাদের মাঝে ফিরে আসবেই।
৬৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
আমি বাঁধনহারা বলেছেন:
মন থেকে দো'য়া করছি:আল্লাহ রুশান কে সুস্থ করে দিক।শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।+++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
৬৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
মাহিরাহি বলেছেন: রুশানের অবস্থা এখন কেমন?
৭০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
মাহিরাহি বলেছেন: রুশানের অবস্থা এখন কেমন?
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!