![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোয়েন্দা রিপোর্টে প্রকাশ প্রতিটা গাড়িতে আগুন দিলে পিকেটারদের পকেটে ৫০০ টাকা ঢোকে। সাংবাদিক চললো সত্যতা যাচাই করতে।
সাংবাদিক: শুনলাম আপনারা নাকি মাত্র ১০০ টাকার জন্য গাড়িতে আগুন দেন?
জনৈক পিকেটার: সম্পুর্ণ মিথ্যা কথা। ছি ! আমরা এত লো ক্লাস না। গাড়িপ্রতি আমরা ৫০০ টাকা নেই। কিন্তু আপনে জানলেন ক্যাম্নে?
সাংবাদিক: আপনাদের কে যেনো ডিম থেরাপি সহ্য করতে না পেরে ফাঁস করে দিয়েছেন, টিভিতেও নিউজ এসেছে
পিকেটার: নালায়েক সব। দলের সেক্রেটের প্রতি কোনো রেস্পেক্ট নাই ! নামটা বলেন। বাইরে আইলে লিডাররে দিয়া ডলা দেওয়ামু।
সাংবাদিক নোট খাতায় চোখ বুলায়...
সাংবাদিক: গত তিনমাসে ৭০০ গাড়ি পুড়েছে। দুইশ কোটি পুড়তে আপনার লিডারদের টোটাল ইনভেস্ট মাত্র ৩ লাখ টাকা ! আপনাদের কি ঠকানো হচ্ছে বলে মনে করেন না?
পিকেটার: গাড়ি একটু সস্তায় পুড়তেছে। তবে আপনাকে আরেকটা হিসাব দেখাই। কর্মীরা একটা সিগারেটের প্যাকেটে ধরায় দিলে সাত দিন খাটে, একটু মালপানির টাকা দিলে সারা মাস সার্ভিস দেয়। সেখানে ৫০০ টাকা তো অনেক।
সাংবাদিক: গাড়িতে আগুন দেয়ার আগে যদি ড্রাইভার এক হাজার টাকা ধরায় দেয় তবে কি আগুন দেবেন না?
পিকেটার: হাহা, কোনো বলদা ড্রাইভারও এই কাজ করবো না। সেও জানে তাইলে আমগো লাভ হইবো পনেরো শ টাকা।
সাংবাদিক: ঠিক ঠিক !!
পিকেটার: গাড়ি আমরা পুড়াবোই। আফটার অল দলের প্রতি একটা কমিটমেন্ট আছে না?
দলের প্রতি কমিটমেন্ট আগে না দেশের প্রতি কমিটমেন্ট আগে? কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো। সাংবাদিক পিকেটারকে সেই প্রশ্ন করার যোগ্য মনে করে নাই।
২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৮
মুশাসি বলেছেন: ধন্যবাদ ভাই
২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩০
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: একটা গাড়ি পুড়ানোর জন্য মাত্র ৫০০ টাকা !!
এখানেও দেখি দুর্নীতি ।
২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২০
মুশাসি বলেছেন: পিকেটারদের আন্দোলনে নামা উচিত, যাতে আরেকটু বেশি করে পায়
৩| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬
ঘুড্ডির পাইলট বলেছেন: পাবলিকের গাড়ি পুইরা পেরতিবাদ ।
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬
মুশাসি বলেছেন: অবস্থা বেগতিক
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭
বাংলার হাসান বলেছেন: মজা পাইলাম।