![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যাম্পাসে মিস বেস্ট লুকদের পেছনে লম্বা লাইন থাকলেও ভাগ্যের শিকা ছেঁড়ে শুধুমাত্র দু এক জনের এদের একজন হতে হলে এই ললনাদের যাবতীয় প্রয়োজনাদির দিকে তীক্ষ্ন নজর রাখতে হয়। কন্যা কোনোপ্রকার নোটপাতির অভাব অনুভব করার পূর্বেই স্বপ্রনোদিত হয়ে যাবতীয় নোটপাতি কালেক্ট করতে হয় এবং ফটোস্ট্যাট করে লেডিস হলের দরজায় গিয়ে পৌছে দিয়ে আসতে হয়
বিনিময়ে পাওয়া যায় এই ললনাদের মুচকি হাসি, প্রেমপূর্ণ কুশলাদি বিনিময়, গোপন মোবাইল নাম্বারসহ আরো অনেক কিছু
ছেলেটা যখন এসব সুবিধা প্রথম প্রথম পাওয়া শুরু করে তখন তার বন্ধু আর সিনিয়র মহলে দেখা যায় তীব্র হতাশা আশেপাশের সকল ছেলে তাদের ঢলঢল প্রেমবৈঠকের দিকে আড়চোখে তাকিয়ে থাকে। সকলের সম্মিলিত দীর্ঘশ্বাসে গোতা ক্যাম্পাসের আকাশ বাতাস ভারী হয়ে ওঠে ! সবার দৃষ্টিতে একটাই প্রশ্ন- ঐ ছেলের কি আছে যা আমার নাই?
ছেলেটা বুক ফুলিয়ে যেনো গর্বের সাথে বলতে চায়- ভাইয়ারা শুনেন,আমার পার্সোনালিটি বিসর্জনের ক্ষমতা আছে। এত বড় স্যাক্রিফাইস আপনি করতে পারবেন না সো আফসোস করা বাদ্দেন
ধীরে ধীরে তাদের সম্পর্কটা আরো ঘনীভূত হয়। প্রতি বিকেলে সার্কিটের অংক বোঝানোর সুবাদে ছেলেটা কন্যার পাশে একই রিক্সায় বসে ক্যাম্পাসে হিংসা বিদ্বেষ ছড়ানোর সুযোগ পায় তবে এই পর্যায়ে ছেলেটার নিজেরও লস হতে থাকে
কন্যার জন্য প্রতি বিকেলে নিদেনপক্ষে একটা চিকেনের ঠ্যাং ইনভেস্ট করা লাগে তার। আর উঠতে বসতে ফ্রেন্ডসদেরতো পার্টি দেয়া লাগেই! এইসব কিছুই একটি সুন্দর ভবিষ্যতের জন্য ইনভেস্ট হিসেবে ধরে নেয় ছেলেটা
এরপর একদিন ক্যাম্পাস থেকে বিদায় নেয় এই ছেলে। এই সময় শুরু হয় ট্রাজেডি পরনির্ভরশীল মিস বেস্ট লুক সার্কিটের অংক বোঝানোর জন্য খুঁজে নেয় আরেকজনকে। মিস বেস্ট লুকের নতুন শিকারও পূর্বেরজনের মতো ইনভেস্ট করা শুরু করে ! তবে এই ইনভেস্টও সিংহভাগ সময় লস প্রজেক্ট হয়ে দেখা দেয় কারন ততদিনে মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে
মা বাবার প্রতিটা বাক্য ও শব্দ অক্ষরে অক্ষরে মেনে চলায় মেয়ের পক্ষে পরিবারের ঠিক করা এস্ট্যাবলিশড পাত্রকে ফেরানো সম্ভব হয় না
অতঃপর ক্যাম্পাস লাইফ শেষ হওয়ার দুইদিনের মাথায় কন্যার ফেসবুক কাভারে জামাইয়ের সাথে হাস্যোজ্জ্বল ছবি ওঠে! আরেকবার গোটা ক্যাম্পাস হাহাকার করে ওঠে! তবে ততদিনে ক্যাম্পাসে নতুন মিস বেস্ট লুকেরও আগমন ঘটে। আবারও ফটোস্ট্যাটের দোকানে পার্সোনালিটি বিসর্জনকারীদের ভিড় শুরু হয়ে যায় ! চক্রটা চলতেই থাকে
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:২১
মুশাসি বলেছেন: মিথ্যাচার। মুশাসির মান ইজ্জত নিয়ে টানাটানি সামু পড়ার কেউ সইবে না। দেখা হচ্ছে ভ্রাতা, খুব শীঘ্রই, তর খবর আছে
২| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:২০
মাহতাব সমুদ্র বলেছেন: আমার এই ক্ষমতা নাই।
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৫
মুশাসি বলেছেন: আপনি পুরুষ হইয়াও আপনার কোন ক্ষমতা নাই মাহতাব ভাই?
৩| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:২২
লাবনী আক্তার বলেছেন: ইসস! চিকেনের ঠ্যাং এমন কইরা কেউ খাওয়াইলনা!
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৯
মুশাসি বলেছেন: আহারে আপাটা, ক্যাম্পাসের ঠিকানা বলেন, চেষ্টা কইরা দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা
৪| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৪
htusar বলেছেন: মজা পাইসি।
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪০
মুশাসি বলেছেন: ধন্যবাদ তুষার ভাই
ভালো থাকবেন সবসময়
৫| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৮
আহলান বলেছেন: এটাই বাস্তবতা
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪২
মুশাসি বলেছেন: জি ভাই,নিষ্ঠুর বাস্তবতা
৬| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৬
এস বাসার বলেছেন: আহা!
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৪
মুশাসি বলেছেন:
৭| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৭
আশিকুর রহমান অমিত বলেছেন: আজ আপনার হুমকীর ভয়ে আমি চুপ করে গেলাম। কিন্তু মু হা হা হা যেদিন সুযোগ আসবে ভাইয়া সেদিন
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪২
মুশাসি বলেছেন: লাইনে আসছে ভাইটা আমার, লাইনেই থাকিস চিরদিন এই দোয়া করি
৮| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
সেইরাম মজা পাইলাম পোস্ট পইড়া। +++++++ লন
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৩
মুশাসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই
ভালো থাকবেন নিরন্তর
৯| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৬
শাকিল ১৭০৫ বলেছেন: ফডুডা জোস হইছে
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৫
মুশাসি বলেছেন: উনারে চেনেন নাকি? মডেলের নাম না দিয়ে পারায় ভয়ে ভয়ে আছি, মাইন্ড খাইতে পারেন
১০| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৭
আমি তুমি আমরা বলেছেন: সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একই গল্প। আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা এক আজব দুষ্টচক্রে বন্দী
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৬
মুশাসি বলেছেন: ভাইয়া, এই তথ্যতো জানতাম না। এইজন্যে বলি আমার সব দুঃখ কষ্টগুলো এত ভালো বুঝেন কিভাবে
১১| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫২
শাকিল ১৭০৫ বলেছেন: উনার হাতে এ গুলা কি জিনিষ
১০ ই জুলাই, ২০১৩ রাত ১:০৩
মুশাসি বলেছেন: ছে্লেদের ভাই বানানোর জন্য একপ্রকার ব্যান্ড মনে হয়
১২| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৪
তন্দ্রা বিলাস বলেছেন: চক্র!
১০ ই জুলাই, ২০১৩ রাত ১:০৪
মুশাসি বলেছেন: বানানটা আমারও সন্দেহ সন্দেহ লাগে। ভুল হইছে নাকি?
১৩| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৮
রুদ্র ছায়া বলেছেন:
১০ ই জুলাই, ২০১৩ রাত ১:০৪
মুশাসি বলেছেন:
১৪| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৫
পরিযায়ী বলেছেন: মাঝে মাঝে মিস বেস্ট লুকরা তাদের অতি মূল্যবান সম্পদও হাত ছাড়া করেন এই কারনে। তবে পড়া-শুনায় সবার সহযোগিতা পাওয়ার কারনে রেজাল্টটা খুব ভালো হয়। আমার ক্যাম্পাসে এরকম কয়েক শত নজির আছে।
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৫
মুশাসি বলেছেন: লুল ভাই লুল, ঐ প্রসংগটা এড়িয়ে গেছি, নাহলে মডুরামরা নাখোশ হৈতেন
১৫| ১০ ই জুলাই, ২০১৩ রাত ২:০৭
দুরন্ত-পথিক বলেছেন: ইনভেস্ট সব প্রোজেক্ট লস এর মত ধরা খায়।
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৬
মুশাসি বলেছেন: লস প্রজেক্ট সত্ত্বেও লুল পুরুষদের লাইন থামে না, এইডা কিছু হইলো
১৬| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৯
গোর্কি বলেছেন:
মজারু পোস্ট +++++
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৬
মুশাসি বলেছেন: ধন্যবাদ গোর্কি ভাই
ভালো থাকবেন সবসময়
১৭| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৮
অদৃশ্য বলেছেন:
খুবই মজা পেলাম... লিখাটি পড়ে দুঃখ পাবার চেয়ে হাসি পাচ্ছিলো বেশি... কেননা ইহা খুবই কমন ঘটনা... স্কুল কলেজ ভার্সিটিতেই ইহা সবসময়ই হইয়া থাকে... আর এইসব বিষয় নিয়া বরাবরই শেষমেশ সবাই হাসাহাসি করে... অবশ্য দু'একজনের ভাগ্য যে খোলেনা তা না
যা হোক লিখাটি বেশি শর্টকাটে লিখলেও জোস লাগছে...
শুভকামনা...
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৭
মুশাসি বলেছেন: বড় করে লেখার ইচ্ছা আছে, ভার্সিটি লাইফ নিয়ে চাইলে উপন্যাসই লিখে ফেলা যায় তবু স্মৃতিচারন শেষ হবে না
ভালো থাকবেন
শুভকামনা নিরন্তর
১৮| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৩
বটের ফল বলেছেন:
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৮
মুশাসি বলেছেন:
১৯| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৮
~মাইনাচ~ বলেছেন: লাবনী আক্তার বলেছেন: ইসস! চিকেনের ঠ্যাং এমন কইরা কেউ খাওয়াইলনা!
লেখক বলেছেন: আহারে আপাটা, ক্যাম্পাসের ঠিকানা বলেন, চেষ্টা কইরা দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা
পোষ্টের চেয়ে কমেন্ট আর রিপ্লাইটা আরে চরম
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৯
মুশাসি বলেছেন:
ধন্যবাদ আপনাকে
২০| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৩
লাবনী আক্তার বলেছেন: টাইম শেষ!
লেখা পড়াকে ছুটি দিয়া দিছি!
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১০
মুশাসি বলেছেন: আফসুস আপু, আফসুস
২১| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৯
বটের ফল বলেছেন: লাবনী আক্তার আপুর জন্য আপচুচ!!!!!!!!!!!!!
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১২
মুশাসি বলেছেন: হা হা হা
২২| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪২
আমি ইহতিব বলেছেন: এই বেস্ট লুকদের পেছনে পড়া কাজের ছেলের মতো ফরমায়েশ খাটা ছেলেদের জন্য মায়াই লাগতো। এরকম নমুনা আমাদের ক্লাসেও ছিলো। ছাত্রজীবন মনে করিয়ে দিলেন ভাই। নস্টালজিক হয়ে গেলাম।
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৩
মুশাসি বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ইহতিব
আমার লেখায় ছাত্রজীবন ফিরে ফিরে আসে, আরো নস্টালজিক করতে চাই সামনে
২৩| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১২
সপ্নাতুর আহসান বলেছেন:
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৪
মুশাসি বলেছেন: ধন্যবাদ আহসান ভাইয়া
২৪| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
মদন বলেছেন: জটিলসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৪
মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ মদন ভাই
২৫| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩১
অপূর্ণ রায়হান বলেছেন: হা হা হা অচাম হইসে +++++++++
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৫
মুশাসি বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
২৬| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৫
মাহবু১৫৪ বলেছেন:
++++++
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৬
মুশাসি বলেছেন: প্লাসের জন্য ধইন্যা ভাই
২৭| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
কবে ভার্সিটি উঠমু!!!!!!!!!!!
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৭
মুশাসি বলেছেন: আমি আপনারে বড় ভাবতাম !!
২৮| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪১
ইরাজ আহমেদ বলেছেন: চোথাবাজি করে ললনা লাভ করেছে এমন উদাহরণ ও কিন্তু কম নয়।
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৮
মুশাসি বলেছেন: চোথাবাজরাই বেশি বেশি ললনা দখল করেরে ভাই
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৬
আশিকুর রহমান অমিত বলেছেন: বড়ই সৌন্দর্যের পোষ্ট। তবে পোষ্টদাতার ভার্সিটির ছোট ভাই হিসেবে বলি, ব্লগার মুশাসির নামে আকাশে বাতাসে বিভিন্ন সিরিজের মোট...... থাক আজকে