নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

!

দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া না!

মুশাসি

আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।

মুশাসি › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় ক্রিকেট বোর্ড ও এক চোরের গল্প

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩০

একটা গল্প দিয়ে শুরু করি। এক ছিচকে চোর একবার একটা বাড়িতে চুরি করতে ঢুকলো। দুর্ভাগ্যক্রমে বাড়ির মালিক জেগেই ছিলো। তাই চোরকে দেখে ফেললো।



মালিককে দেখামাত্রই চোর পকেট থেকে চাকু বের করে ফেললো। বললো,



-যা আছে সিন্দুকে সব দিয়ে দে

-হা হা। তুই চোর?

-হ্যা। কেন কি হইছে?

-তোরে গেটাপ দেইখা তো চোর চোর লাগে না। জোকার জোকার লাগে !

-কি !

-হ্যা রে বেটা। গেট আপ চেঞ্জ করা লাগবে তোর



মালিকের একটা অবৈধ পিস্তল ছিলো ড্রয়ারে। চোরকে হাবিজাবি বলে সে আসলে সময় নিচ্ছিলো। আর ধীরে ধীরে ড্রয়ারের দিকে যাচ্ছিলো। পিস্তলটা বের করতে। হঠাত দ্রুতবেগে পিস্তলটা বের করেই সে চোরের দিকে ধরলো,



-তুই আমার বাড়িতে চুরি করতে ঢুকছোস? এত সাহস? দিমু ফুটা কইরা



চোর চাকু ফেলে দিলো দৌড়!



বেশ কিছুদিন পর বাজারের মধ্যে সেই চোর আর বাড়ির মালিকের দেখা। এবার চোর ভদ্র পোশাক করে এসেছে। তাকে দেখেই বাড়ির মালিকের মাথায় একটা চিন্তা এলো। তার অবৈধ অস্ত্রের কথা যদি পুলিশে বলে দেয়? সে ভয় পেয়ে গেলো।



তাই চোরকে ডেকে বললো,

-ভাইজান কেমন আছেন?

চোর ভয়ে ভয়ে বললো,

-জি ভাই ভালো।

-আসলে সেদিন আপনাকে টাকা না দিয়ে ভুল করেছি। এই নেন পাঁচশ টাকা। কাউরে কিছু বইলেন না কিন্তু।



চোর তো অবাক! পরে ভাবলো নিশ্চয়ই সে গেট আপ চেঞ্জ করে ভদ্র পোষাক পড়ে এসেছে বলেই আজকে লোকটা ভয় পেয়ে টাকা দিয়ে দিয়েছে!



এই চোরের নাম শ্রীনিবাসন। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান। তিনি আজও কোট টাই পরে চুরি করেন।



তার জামাই এর নাম মিঃ গুরুনাথ। গুরুনাথ মশাই আইপিএল এর চেন্নাই সুপার কিংস এর মালিক। স্পট ফিক্সিং এর কেইসে জামাই বাবুও মুম্বাই পুলিশের কাছে ধরা খাইছিলো । তো জামাই বাবুকে বাচিয়ে দেন তার তার শ্বশুর শ্রীনিবাসন। এমনই বোর্ড প্রধানের নীতি!



এই খানদানি চোররা নাকি আজ হুমকি দিয়েছে আমাদের দেশের বিশ্বকাপ বর্জনের। এদের কাছে আসলে টাকাটাই মুখ্য। একারনেই এরা বিশ্বকাপের মতো আসর বর্জনের হুমকি দেয় অবলীলায়।



আমাদের দেশের পত্রপত্রিকা গুলো দেখে অবাক হই। এই অভদ্র চোরদেরই তারা জমিদার নাম দিয়েছেন।



বিশ্বকাপ ও এশিয়া কাপ বর্জনের হুমকি দিয়ে আমাদের দেশকে অপমান করেছে বিসিসিআই। আমাদের জানিয়ে দেওয়া উচিত কোনো অনৈতিক দাবী করে বিশ্বক্রিকেটের মুনাফার সিংহভাগ ভোগ করার অঅনৈতিক দাবী করে জমিদার সেজে থাকা এই চোরদের আতিথেয়তা দিতে আমরা রাজি নই।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

সাইমুম বলেছেন: চোর বটে!

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

মুশাসি বলেছেন: সাইমুম, চোরের মায়ের বড় গলা থাকে। বিসিসিআই এরও তাই।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

নিশাত তাসনিম বলেছেন: ওরা খানদানি চোর। ওরা বাংলাদেশে না আসলেই ভালো হয়।ওরা ছাড়াও বাকি দল গুলো নিয়ে খুব সুন্দর করেই টি-২০ ওয়ার্ল্ড-কাপ ও এশিয়া কাপ খেলা যাবে।

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৮

মুশাসি বলেছেন: ঠিক বলেছেন তাসনিম। কিন্তু আইসিসির সভায় বোধহয় ওদের মোড়লগিড়ির বৈধতা দিয়ে দেওয়া হলো।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১০

ভোরের শিশির । বলেছেন: ভারতীয় রা চোর নয় । ওরা দস্যু । ওরা বাংলাদেশের ওপর চড়াও হয়েছে । প্রথমে ক্রিকেট টিম । তার পর রাজনীতি । একসময় পুরো দেশটাই হয়ত দখল করে নেবে ।

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪

মুশাসি বলেছেন: ঠিক বলেছেন ভাই। ওরা বলে ক্রিকেটটাকে নাকি ধর্ম হিসেবে দেখে। সে হিসেবে তারা ভন্ড। বিসিসিআইকে ক্রিকেটের উন্নতি না, ব্যবসায়িক প্রতিষ্ঠান বানিয়ে ছেড়েছে।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১১

নিজাম বলেছেন: পিপিলীকার পাখা হয় মারিবার তরে!

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪

মুশাসি বলেছেন: সেটাই যেনো হয় !

ধন্যবাদ

বাংলাদেশ টিমের জন্য শুভকামনা।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৭

চিরতার রস বলেছেন: দুরুণ ভাবে উপস্থাপন করেছেন ।।।

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ চিরতার রস

শুভকামনা বাংলাদেশ ক্রিকেট টীমের জন্য

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬

সাইফ মানসুর বলেছেন: দারুন লাগলো !!! মনের কথা বলছেন

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২

মুশাসি বলেছেন: ধন্যবাদ সাইফ ভাই :) :)

ভালো থাকবেন

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! শালারে যে কি ধরনের অপদার্থ তা তারা নিজেরাও জানে না।

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

মুশাসি বলেছেন: চোর ধরা পড়বেই। শ্রীনিবাসন, গুরুনাথ- এই নাম গুলো খালি মনে রাখেন জাদিদ ভাই। এদের পরিনতি আমরা দেখবো নিশ্চয়ই।

বাংলাদেশ ক্রিকেট টীমের প্রতি রইলো শুভকামনা।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

ড. জেকিল বলেছেন: জুতানো উচিৎ।

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭

মুশাসি বলেছেন: সকালে বিকালে জুতানো উচিত

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ভদ্রলোকের খেলাটাকে কলঙ্কিত করার ইতিহাস টা ভারত লিখে যাচ্ছে আর ইতিহাস দায় রাখেনা, শোধ নেয়!! শুধু দেখে যাবার শখ ভারত. 9 নাম্বার দল :)

৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩০

মুশাসি বলেছেন: ভারতকে র‌্যাংকিং এ বাংলাদেশের পেছনে দেখতে পারলেই জীবন ধন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.