নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Student

তিতুন

Student

তিতুন › বিস্তারিত পোস্টঃ

"মাইয়া রেপ হইব না তো কি হইব??????" এর উত্তরে বলছি।

০২ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫১

শিরোনামে উল্লিখিত পোস্টটির পড়ুন এখানে

____________________________



ভেবেছিলাম কাদা ছোঁড়া-ছুঁড়ি থেকে নিজেকে বিরত রাখব। তাই প্রথম কমেন্ট এর পরে আর কোন কমেন্ট করি নি। কিন্তু চুপ থাকলে তো আমার বিরুদ্ধে অভিযোগ মেনে নেওয়া হয়। তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অভিযোগ খণ্ডাতে আবারো কমেন্ট করতে বসলাম। এবারে বিস্তারিত।

৫ নং কমেন্টের বিস্লেষণে বলছি - 'জনৈক গণ্ডমূর্খ' ১৬ নং কমেন্টে এর ব্যাখ্যা দিয়েছেন এবং সঠিকই দিয়েছেন। যাদের জ্ঞান সীমাবদ্ধ তারাই এক এক জন একেক অর্থ বের করেছে। গঠনমূলক সমালোচনা তো দূরে থাকুক, আক্রমণাত্মক ও উস্কানি মূলক মন্তব্যে আপনাদের হীনমন্যতার পরিচয় দিয়েছেন। আমি আপনাদের অনুরূপ মন্তব্য প্রদান করে 'তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন' - এই বাংলা প্রবাদের ব্যত্যয় ঘটাব না।

পোস্টটার লেখক 'খাইয়া কাম নাই' কে বলছি। আমি আপনার

"INDIAN দের প্রতিবাদের ভাষা দেখেন!!!!! মাইয়া রেপ হইব না তো কি হইব??????"

পোস্টটার সময়োপযগীতা নিয়ে প্রশ্ন তুলছি। পোস্টটি আপনি এমন সময় দিলেন যখন সাম্প্রতিক ভারতের নয়াদিল্লি এবং বাংলাদেশের টাঙ্গাইলে ঘটে গেল নারী ধর্ষণের মর্মস্পর্শী দুটো ঘটনা। কিন্তু আপনার আর্কাইভ ঘেটে এর প্রতিবাদে কোন পোস্ট পাওয়া গেল না। সারা দেশের মানুষ যখন ধর্ষণের প্রতিবাদে মুখর তখন আপনি এমন একটা পোস্ট দিলেন যেটা পরোক্ষভাবে হলেও ধর্ষকামী মনের ইন্ধন যোগাবে। কেউ মনে করতে পারে স্বল্পবসনা ললনা দেরকে ধর্ষণ করা বা তাদেরকে লাঞ্ছিত করা যায়েজ।

আমার করা কমেন্টের "মেয়েরা অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়ালেও তাদের কে ধর্ষণ করার অধিকার কোন পুরুষের নেই" - লাইনটার পরিপ্রেক্ষতে বলছি। লাইনটা পড়ে অনেকে ধরেই নিলেন যে আমি নারীদের অর্ধ উলঙ্গ হয়ে চলা ফেরাকে উৎসাহিত করছি। অথচ কথাটি ছিল হাইপোথেটিক্যাল। বাস্তবে যারা ধর্ষিত হয়েছে তাদের কয়জন অর্ধ উলঙ্গ হয়ে চলা ফেরা করেছিল একটু ভেবে দেখুন। ডিলিউশনের মধ্যে থেকে কোন লাভ নেই। নয়াদিল্লির দামিনি শিকার হল নিত্যদিনের চলার যানবাহনে। আর টাঙ্গাইলের মেয়েটি শিকার হল বান্ধবীর প্রতি সরল বিশ্বাসের কারণে।

এটা আমিও স্বীকার করি মেয়েরা শালীনভাবে চললে কিছু ধর্ষণ হয়তো রোধ করা যেত কিন্তু ধর্ষণ প্রতিরোধের সব দায় দায়িত্ব নারীদের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমরা কাপুরুষের মত হাত গুটিয়ে বসে থাকতে পারি না। যে নারী ধর্ষণের মত পাশবিক নির্যাতনের শিকার সেই নারীকেই আমরা দোষারোপ করছি তার সম্ভ্রম রক্ষা করতে না পারার জন্য। সেক্সিজমের এর চেয়ে বড় পরিচায়ক আর কী হতে পারে? আমরা মুখে সম অধিকারের কথা বলি। ধর্মেও নারী পুরুষ এর সম অধিকারের কথা উল্লেখ আছে। কিন্তু বাস্তবে এর প্রতিফলন কোথায়? আজো দেশের অনেক জায়গায় ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের পাশাপাশি ধর্ষিতাকেও দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হয়, দোররা মারা হয় এমনকি ধর্ষকের সাথে বিয়েও দেওয়া হয় সারা জীবন ধর্ষিত হওয়ার জন্য। ধর্ষণ করে পুরুষ। তাই ধর্ষণ প্রতিরোধে পুরুষদের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের কী করে উন্নয়ন করা যায় সেটা ভাবুন, তারপর নারীদের পোষাকের দিকে নজর দিন। যারা ধর্ষক আমি মনে করি তারা শুধু মানুষই নয় বরং সমগ্র পুরুষ জাতিরও কলঙ্ক। তাহলে ধর্ষণের ঘটনায় শুধু ধর্ষককে দায়ী করলে কিছু পুরুষের গায়ে লাগে কেন? এটা কি তাদের ধর্ষকদের প্রতি সহানুভূতিই প্রকাশ করে না? একজন পুরুষ হয়েও যে এ বিষয়টা আমি অনুধাবন করতে পেরেছি সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যারা পারেননি তাদের জন্য করুণা হয়।

লেখকের 'নেকড়ের সামনে মাংশ রাখলে সে তার মজা নেবেই' এই কথার পরিপ্রেক্ষিতে বলছি - আপনি কি এখানে মহান আল্লাহ্‌ কতৃক সৃষ্ট আশরাফুল মাখলুকাত খ্যাত মানুষদের এক নগণ্য প্রাণী নেকড়ের সাথে তুলনা করেছেন? যদি তা না করে থাকেন তাহলে ধরে নিচ্ছি যে, ধর্ষকামী মনের মানুষরূপী পশুদের কথা বলেছেন এখানে। যদি তাই হয় তাহলে তো সমস্যার সমাধান আরো সহজ হয়ে গেল। আগে সেই নেকড়ে গুলোকে খুঁজে বের করুন। তার পর মাংস লুকান। নেকড়ে সনাক্ত না করে মাংস লুকালেও কোন লাভ হবে না। নেকড়ে তার মাংসের সন্ধান ঠিকই করে নেবে।

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এই নিয়ে অনেক কথা হয়েছে। ধর্ষনও করবে, আবার তালগাছও তাদের।

২| ০২ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১৭

প্রকৌশলী আতিক বলেছেন: Click This Link এই পোষ্ট টা দেখেন। কয়জন মাইয়া রেপ হয়?

আসল কথা হইল আঈন, আঈন কড়া হইলে, সব ঠিক। ধর্ষনের চেয়ে তো জীবন বড়।

আরো একটা পোষ্ট দিছিলাম অনেক দিন আগে, পড়ে দেখতে পারেন।
Click This Link

৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৬

সবখানে সবাই আছে বলেছেন: অনেকেরই ধারনা হিজাব নেকাব করলে ধর্ষন কম হবে। এটা একটা অতীব ভুল ধারনা। আপনি ওইসব ব্লগারদের কথায় মন খারাপ করবেন না। বাংলাদেশের মানুষের মন মানসিকতা দেখে আমি নিজেই সেদিন অসুস্থ বোধ করেছি। আমার কমেন্টের কোন রিপ্লাই দেয় নাই। উলটা উসকানি মূলক কথা বার্তা বলা অব্যাহত রেখেছে। এরা ধর্ম ব্যাবসায়ী। সামাজিক সব সমস্যার সমাধান এরা ধর্মে খুজে। এরা মনে মনে কামনা করে আরো বেশি ধর্ষন হোক। আরো বেশি করে তাহলে ধর্মের দোহাই দিয়ে তারা মানুষকে ধর্ম বড়ি গেলাতে পারবে। এই ধরনের মানুষ থাকলে বাংলাদেশ কখনোই সামনে আগাতে পারবে না। একটা কথা চিন্তা করে দেখবেন বাংলাদেশের যে আজকে এত এত উন্নয়ন সব কিন্তু নারীদের কারনেই হয়েছে। গার্মেন্টসের মেয়েদের কথায় চিন্তা করে দেখুন। কি পরিমান কষ্ট করে তারা ফরেন রিজার্ভ বাড়াচ্ছে। অন্যদিকে আমরা প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলতেসি। কিন্তু এই সুখ তাদের সহ্য হচ্ছে না। এই কারনেই তাদের এত ম্যাতকার।

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৬

তিতুন বলেছেন: ধন্যবাদ। আপনার সাথে আমি একমত। আর সামুতে কমেন্ট মডারেশন আরো জোরদার করা উচিৎ।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

এই পোষ্টের মন্তব্যগুলো দেখেন সবাই View this link

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৭

তিতুন বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। ভাল লাগল কিছু সচেতন মানুষের কমেন্ট পড়ে।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৬

সময়একাত্তর বলেছেন: "নেকড়ের সামনে মাংস রাখলে তো খাবেই"
"বাঘ তো হরিণ শিকার করবেই"
"কুমির ভর্তি জলে নামলে তো কামড় খেতেই হবে"
"শেয়াল তো মুরগী ধরবেই"

এসব উপমা-রূপকের অর্থ কি? তার মানে কি পুরুষ মানে শেয়াল-নেকড়ে-কুমির-বাঘ আর নারী মানে মাংসপিন্ড?

৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৬

মনে নাই বলেছেন: প্রাইমারী স্কুলও যারা পার করতে পারেনি তারাও অনেক সময় ধর্ষিত হয়েছে, তাদের জন্য কোন প্রকার হিজাবের ব্যবস্থা করবে!!! ময়মনসিংহ এলাকায় শুনেছিলাম একটি গরুকেও ধর্ষন করতে ছাড়েনি একজন ধর্ষনকারী, এখন গরুর জন্যও কি হিজাবের ব্যবস্থা করতে হবে!!
আমারতো সন্দেহ হয় ব্লগে যারা হিজাবের কথা বলে ধর্ষনকে সমর্থন করে বেড়ায় এরাই আসল ধর্ষনকারী কিনা!!!

৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: ঐ পোষ্টে রেপিস্টদেরকে হিজড়া বলায় তারা সেখানে '' উপরে আকাশ , মাটিতে কেন ঘাস ? তোমাকে তাই আমি , করিনা বিশ্বাস ! '' এই জাতীয় যুক্তি দেখিয়ে তার তেব্র পোতিবাদ জানাচ্ছে ! @স্বর্ণা + লেখক B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) =p~ =p~ =p~ =p~ =p~

৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: দরকার প্রতিবাদ, আন্দোলন, আইনের সুষ্ঠু প্রয়োগ। যে রেপিষ্ট তার কাছে বোরকা, হিজাব, মিনিস্কার্ট সব সমান।

যেগুলো হিজাব হিজাব করছে, তারাই চান্স পাইলে আগে রেপ করবে। হিজাবী মেয়েকেও রেহাই দেবে না ওরা।

কঠিন আইন চাই, যেনো রেপের কথা মাথায় আনতে ১০০ বার চিন্তা করে।

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৮

তিতুন বলেছেন: একমত। এটাই সঠিক সমাধান।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৫

কান্টি টুটুল বলেছেন:

"ধর্মেও নারী পুরুষ এর সম অধিকারের কথা উল্লেখ আছে"

কোন ধর্মে কোথায় বলা আছে উল্লেখ করলে ভাল হয় ব্রাদার।

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২২

তিতুন বলেছেন: স্কুলে পড়া অবস্থায় আমার ইসলাম শিক্ষা বইতে উল্লেখ ছিল।

১০| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৮

তিতুন বলেছেন: @কািন্ট টুটুলঃ তা ছাড়া হিন্দু ধর্মেও মহাদেব নারী পুরুষের ব্যাপারে সম অধিকারের কথা বলেছেন। এজন্যই দেবী পার্বতীকে আধাশক্তি পার্বতী বলা হয়। এর মাধ্যমে মূলত সমাজে নারী ও পুরুষের সমান অংশিদারিত্বের কথা বলা হয়েছে।

১১| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

পরীবানু বলেছেন: ঐ লেখক বলেছেন ; নেকড়ের সামনে মাংশ রাখলে সে তার মজা নেবেই

ঐ লেখকের কাছে আমার প্রশ্ন ; উনি(নেকড়ে) তার নিজ মা/বোনের মাংসের মজা কতবার লুটেছেন????

সুন্দর পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

তিতুন বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১২| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৩

দেশপ্রেমিক পোলা বলেছেন: আপনি তো সমস্যা নিয়েই বলে গেলেন, সমাধান কোথায়?? মানুষ যেন নেকড়ে না হয় তার জন্য কি করবেন?? ছাত্ররা যে বিশ্বজিতকে খুন করলো এমন মানসিকতা থেকে তাদেরকে কিভাবে ফিরিয়ে আনবেন?? ছাত্রদের কথা বলি কেন, যারা বস্তিতে জন্ম রাস্তায় ঘোরে টোকাই, কোনদিন স্কুলে যায়নি। তাদের আপনি নৈতিকতা মানবতা শিখাবেন কিভাবে?? তাদের কিভাবে উপলব্ধি করাবেন একটি মেয়ের ইজ্জতের মূল্য তার জীবনের মূল্যের সমান? তারা তো ঐ লেভেলে চিন্তাও করে না।

শুধু লেকচার দিলেই হয় না, সমাধানের পথ দেখানো লাগে। চোরকে যেমন কঠিন স্তি দিতে হবে যেন আর চুরি না করে তেমনি নিজের ঘরকেও তালাবদ্ধ করে রাখতে হবে। কারণ পৃথিবীতে এমন কোন দেশ কোনদিনও হবে না যেখানে চোর থাকবে না। এটাই বাস্তবতা। ২দিক দিয়েই সমাধান করতে হবে।

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

তিতুন বলেছেন: ভাই, সমস্যার প্রকৃত কারণ উৎঘাটণ না করে তো এর সমাধানে পৌঁছান সম্ভব নয়।কেউ যদি সমস্যার মূল কারণ সম্পর্কে অবগতই না হয় তাহলে তা সমাধান করবে কীভাবে? তাছাড়া পোস্টটার টাইটেল দেখুন, এটি একটা প্রতিক্রিয়া মূলক পোস্ট যেখানে আমি আর একটি পোস্টে আমার করা কমেন্টের বিশ্লেষণ করেছি মাত্র। সমাধান নিয়ে বলতে গেলে অনেক কথাই বলতে হবে। ২ দিক থেকেই সমাধান করতে হবে- কথা ঠিক, কিন্তু যেদিক থেকে সমাধান করলে অপরাধ সমূলে উৎপাটিত হবে সেই সমাধানকেই প্রায়োরিটি দেওয়া উচিৎ।

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০০

একা স্বপ্নীল পথিক বলেছেন: সভ্য পুরুষের তুলনা কখনো নেকড়ের সাথে হতে পারে না। সভ্য পুরুষের সামনেও মাংস রাখলে যদি মাংস খেয়েই ফেলে, তাহলে সভ্য পুরুষের সাথে নেকড়ের পার্থক্য কোথায়?

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

তিতুন বলেছেন: সেই কথা তাদের বোঝাবে কে?

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭

কান্টি টুটুল বলেছেন:

ইসলাম ধর্ম শিক্ষা যেহেতু পড়েছেন তাই ধরে নিলাম আপনি মুসলিম আর কোন প্রসঙ্গে ধর্মিয় মতবাদের কথা বলতে চাইলে যদি সম্ভব হয় আল কোরআনের উদ্ধৃতি দেয়া উচিত,যেমন নারী পুরুষ এর সম অধিকারের প্রশ্নে নিচের আয়াত টির কথা বলা যায় যেটি আপনার ধারনার বিরুদ্ধে যায়.........

[34] পুরুষেরা নারীদের উপর কৃর্তত্বশীল এ জন্য যে, আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এ জন্য যে, তারা তাদের অর্থ ব্যয় করে....।

সুরা আল নিসা।

স্কুলে পড়া অবস্থায় আমার ইসলাম শিক্ষা বইতে উল্লেখ ছিল........এমন হাল্কা প্রমান দেয়া ঠিক না।

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

ডানাহীন বলেছেন: সুলিখিত সচেতনতামুলক পোস্ট .. ধন্যবাদ । মানুষ আমরা ততক্ষনই যতক্ষণ আমাদের বিবেকবোধ জাগ্রত থাকে ।

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

তিতুন বলেছেন: "মানুষ আমরা ততক্ষনই যতক্ষণ আমাদের বিবেকবোধ জাগ্রত থাকে " অতি বাস্তব কথা।

১৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

িশশু দর্পন বলেছেন: সামুতে ও ধর্ষনকামী আছে ,

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

দেশপ্রেমিক পোলা বলেছেন: লেখক বলেছেন: ২ দিক থেকেই সমাধান করতে হবে- কথা ঠিক, কিন্তু যেদিক থেকে সমাধান করলে অপরাধ সমূলে উৎপাটিত হবে সেই সমাধানকেই প্রায়োরিটি দেওয়া উচিৎ।

আরে ভাই বাংলাদেশে চোরের সংখ্যাই বেশি, একটু আগে যে চোরের উদাহরণ দিলাম। শুধু রাস্তার বখাটে ছেলেরাই নয়। ইডেনের মেয়েদের জোর করে ঐসব করতে বাধ্য করে তথাকথিত সমাজের উচ্চ পর্যায়ের মানুষ। এমন মানুষ বাংলাদেশ কেন সকল দেশেই দুনিয়া শেষ হওয়ার আগেরদিন পর্যন্ত থাকবে। এটাই বাস্তব। এখন যারা বাধ্য করে আপনি যদি তাদের সনাক্ত করতে হবে এবং শাস্তি দিতে হবে বলেন তাহলে বাংলাদেশে কোনদিনও ধর্ষণ বন্ধ হবে না। কারণ আমি অন্তত বিশ্বাস করা ভুলে গেছি, আমি হাল ছেড়ে দিয়েছি যে বাংলাদেশের উন্নতি বা বাংলাদেশের ঐ পর্যায়ে যাওয়া ২০০/৫০০ বছরের মাঝেও সম্ভব নয়। এখন করণীয় কি?? এখন ইডেনে আপনার মেয়েকে ভর্তি হতে না দিলেই তো হয়ে গেলো। এটি একটি উদাহরণ মাত্র। এভাবে ২ দিক দিয়েই চেষ্টা করতে হবে। আপনি যেটি বলেছেন প্রায়োরিটি সেটি ঠিক নয়, কারণ উন্নত বিশ্বে আরো বেশি ধর্ষণ হয়।

যে ছেলে ঐ কথাটি (মাইয়া রেপ হইব না তো কি হইব???) বলেছে, খারাপভাবে বলেছে , কিন্তু কথার তাৎপর্য অবশ্যই ফেলনা নয়। এসব কথাকে ধরতে নেই, কারণ অনেকেই এমন কথা বলেন। হুমায়ুন আযাদের সবকিছু নষ্টদের অধিকারে চলে যাবে - কবিতায় অনেক অশ্লীল কথা আছে, কিন্তু সেটিই কিন্তু বর্তমান ঢাকা শহরের জন্য বাস্তব। উনার বলার ধরণ যাই হোক ভবিষ্যতের নোংরা বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন লেখা দিয়ে।

১৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

না পারভীন বলেছেন: জনসমুক্ষে অপরাধীর অতিদ্রুত দৃষ্টান্তমুলক বিচার দেখলে যার মনে যা যা কালিমা আছে তা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ।

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

তিতুন বলেছেন: বাস্তব কথা

১৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

মনে নাই বলেছেন: কািন্ট টুটুল বলেছেন: [34] পুরুষেরা নারীদের উপর কৃর্তত্বশীল এ জন্য যে, আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এ জন্য যে, তারা তাদের অর্থ ব্যয় করে....।...সুরা:আননিসা।

টুটুল, আমি আশা করিনা আপনি এই আয়াত এখানে তুলে 'পুরুষরা ইচ্ছা করলেই নারীদের ধর্ষন করতে পারে' এমন কিছু বুঝাতে চেয়েছেন।

আপনার প্রোফাইল বক্তব্য অনুযায়ী "সমাজে চরিত্রহীন লম্পট সবসময় ছিল আছে হয়ত ভবিষ্যতেও থাকবে,যেটা প্রয়োজন তা হল এদেরকে সভ্য সমাজ থেকে দূরে রাখা"-এটাই হোক আমাদের চাওয়া।

বাংলাদেশী নারীদেরকে আমরা শালীন পোষাকে দেখেই অভ্যস্ত, অশালীন পোষাকের কোন নারীকে দেখলে আমাদের বাংলাদেশী ভাইদের ধর্ষনের জিহাদী জোস চলে আছে বলে যে প্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে সেটা আদৌ সত্য নয়, সেটা সত্য হলে ইউরোপ আমেরিকার দিকে যারা গিয়েছেন, তাদের সবাইকে জেলের ভেতরেই থাকা লাগত। কিন্তু বাস্তবতা হলো ঐসব দেশে গিয়ে মেয়েদের ছোটখাট পোষাক দেখেও কোন বাংলাদেশীর ধর্ষনের ইচ্ছাতো দূরে থাক, টিজ করার ইচ্ছাও জাগেনা, কারন সে জানে এখানে ফাউল করলে কোন ক্ষমা নাই।

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

তিতুন বলেছেন: ঠিক বলেছেন। এমনকি বাংলাদেশেও যেসব বিদেশী মেয়েরা স্বল্প পোশাকে ঘুড়ে বেড়ায় তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহসও কেউ পায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.