নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Student

তিতুন

Student

তিতুন › বিস্তারিত পোস্টঃ

কিছু বিদেশী Bangla Jokes

১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২০

কিছু সেরা কৌতুক। (bangla jokes). পড়া থাকলে আবার পড়ুন, ভাল লাগবে।



১) নির্বোধ কারা



দক্ষিন জার্মান থেকে একজন টু্রিস্ট আরেক জার্মান ভাষাভাষীর দেশ অস্ট্রিয়ার বিভাগ তিরোলে ঘুরতে এসেছে এবং একজন তিরোলার এর সাথে কথোপকথন ।



দক্ষিন জার্মানবাসী: আজকের দিনটা কেমন সুন্দর তাই না ?



তিরোলার: হুম, অবশ্যই ।



দক্ষিন জার্মানবাসী: এখানে অনেক পাহাড় পর্বত সারি সারি, দেখলে মন জুড়িয়ে যায় ।



তিরোলার: আচ্ছা !



দক্ষিন জার্মানবাসী: এখানকার বাতাসটাও জার্মানীর মত লাগছে, কি বল ?



তিরোলার: আমি কখনো জার্মানীতে যাই নাই ।



দক্ষিন জার্মানবাসী: তবে এখানে অনেক নিবোর্ধ ও বোকা লোক আছে ।



তিরোলার: হুম ঠিক ধরেছ । তবে ছুটি কাটানোর পর তারা নিজ নিজ দেশে ফিরে যায় ।



২) রাশিয়ার উপর দিয়ে।

তখন পোল্যান্ড আর চিন একে অপরের শত্রু রাষ্ট্র ছিল। এক পোলিশ পুরনো এক প্রদীপ ঘষেমেজে পরিষ্কার করছিল । হঠাৎ আলাদিনের জিনের আবির্ভাব । জিন বলল, তোমার তিনটে ইচ্ছে আমি পূরন করে দিতে পারি । বেশ আমার প্রথম ইচ্ছে, চীন যেন পোল্যান্ড আক্রমন করে । আমার দ্বিতীয় ইচ্ছে চীন যেন পোল্যান্ড আক্রমন করে । আর আমার তৃতীয় ইচ্ছে চীন যেন পোল্যান্ড আক্রমন করে । জিন অবাক হয়ে জানতে চাইল এই অদ্ভুত ইচ্ছের কারণ । খুব সোজা । তাহলে চীনের সৈন্যবাহিনীকে ছ’বার রাশিয়ার উপর দিয়ে যেতে হবে ।





৩)আফ্রিকার একটি দেশে

আফ্রিকার একটি দেশে রাশিয়ার এক কূটনীতিককে খেয়ে ফেলল মানুষখেকোরা। রুশ সরকারের পক্ষ থেকে সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদ পাঠানো হলো। কিছুদিন পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ওই দেশের পক্ষ থেকে একটি চিঠি পেল। তাতে লেখা, আপনাদের চিঠির পরিপ্রেক্ষিতে জানাচ্ছি, সুবিধামতো সময়ে মস্কোতে আমাদের রাষ্ট্রদূতকে খেয়ে ফেলার অনুমতি দিচ্ছি।



৪) বড় সাইজের ইলেকট্রিক ট্রানজিস্টর

স্নায়ুযুদ্ধ চলাকালীন মস্কো বিশ্ববিদ্যালয়ের এক ঘটনা।



বিশ্ববিদ্যালয়ের ক্লাসে এক ছাত্র: স্যার শুনলাম আমেরিকায় নাকি বিশ্বে সবচেয়ে বড় বিল্ডিং আছে?



টিচার: ইভানভ, তুমি ঠিকই বলেছ, তবে কি জান, আমেরিকানরা সভিয়েট ইউনিয়নের মতো বড় সাইজের ইলেকট্রিক ট্রানজিস্টর বানাতে পারে না।



৫) যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন



এক যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন এক যুদ্ধের সময় তার জাহাজ নিয়ে যাচ্ছিল। এমন সময় ক্যাপ্টেনের চাকর তার কাছে এলে ক্যাপ্টেন তাকে বলল, “আমার লাল শার্টটি নিয়ে এস।”



চাকরটি সেই মতই কাজ করল। তারপর চাকরটি ক্যাপ্টেন কে জিজ্ঞেস করল, “আপনি কেন আমাকে লাল শার্টটা নিয়ে আসতে বললেন?”



ক্যাপ্টেন বলল, “আমি যদি যুদ্ধে আহত হই তাহলে শত্রুরা আমার রক্ত দেখতে পাবে না।”



তার পরের দিন চাকরটা আস্ল এবং ক্যাপ্টেনকে বলল, “৫০ টা জাহাজ দিগন্ত থেকে এদিকে আসছে”



ক্যপ্টেন বলল, “এক্ষুনি আমার বাদামী প্যান্ট নিয়ে এস”

___________________________________________

banglajokes.net এর সৌজন্যে।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৯

সিড বলেছেন: ++

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৯

তিতুন বলেছেন: :) :)

২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪১

মাক্স বলেছেন: :P:P:P:P

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০০

তিতুন বলেছেন: :P :P :P :P =p~

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৯

কাউসার রুশো বলেছেন: বেশ মজার

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

তিতুন বলেছেন: এরকম আরো পোস্ট পাবেন। সাথে থাকুন।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১০

অচিন.... বলেছেন: B-)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩২

তিতুন বলেছেন: B-) B-)

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭

জানকিরান বলেছেন: =p~ =p~ =p~

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩২

তিতুন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.