![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটা খুব দুঃখের বিষয় যে, সামুতে বাংলা লেখার সিস্টেম থাকলেও আমাকে অভ্র কী বোর্ড সফটওয়্যার ব্যবহার করতে হয়। কারন একটাই, সামুতে প্রভাত লে আউট নেই যেটাতে টাইপ করতে আমি সাচ্ছন্দ্য বোধ করি। এই লে আউট টি ব্যবহার করার কারণ হল এর সাথে ফোনেটিকের অনেক মিল রয়েছে তাই শেখা যায় খুবই দ্রুত। তাছাড়া ফোনেটিকের যেসব সীমাদ্ধতা আছে (বিভিন্ন বানান লেখা যায় না। অনেকগুলো একই বানানে অনেক অক্ষর আসে ইত্যাদি) প্রভাত লে আউটে সেসব নেই। তাই আমি মাননীয় মডারেটরদের কাছে প্রভাত লে আউটের স্রিপ্ট অ্যাড করার জন্য আবেদন করছি। তাছাড়া অন্যান্যদের মতামতও জানতে চাইছি যে তারা কী কী লে আউট ব্যবহার করেন।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০২
তিতুন বলেছেন: এই ক্যাচাল এড়াতেই তো প্রভাত লে আউট ব্যবহার করা। বিশেষ করে ইংরেজি ও ফোনেটিকস এর সাথে এর কিছুটা মিল আছে। ফলে ক্যচাল লাগার সম্ভাবনা কম।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪২
রিফাত হোসেন বলেছেন: প্রভাত ছেড়ে ইউনিজয় ধরেন ।
আমি একাধারে বিজয়,ইউনিজয়,রিদ্মিক,মায়াবী কি বোর্ড শিখেছি ও পাড়ি । কিন্তু এই জন্য মাঝে মাঝে কি বোর্ড এ ক্যাচাল লাগিয়ে দিই