নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইন চর্চা করি। কলাম লিখি। অনুবাদ করি।

এডভোকেট মোহাম্মদ শাহজাহান

আমি বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন আইনজীবী। পেশায় আইনজীবী; নেশায় লেখক। সমসাময়িক বিষয়াদি নিয়ে কলাম লিখতে ভালোবাসি। উপমহাদেশের বিভিন্ন ভাষার ছোটগল্প ও কবিতা পড়ি এবং অনুবাদ করি নিয়মিত। ধন্যবাদ।

এডভোকেট মোহাম্মদ শাহজাহান › বিস্তারিত পোস্টঃ

ডাঃ দেবী শেঠি কি করোনা নিয়ে গুজবের শিকার?

১১ ই মে, ২০২০ বিকাল ৩:০০

ডাঃ দেবী শেঠি কি করোনা নিয়ে গুজবের শিকার?
মোহাম্মদ শাহজাহান
এক।
দেবী শেঠি। ভারতের প্রখ্যাত একজন বিশেষজ্ঞ চিকিৎসক। নারায়না হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন বেঙ্গালুরুতে। খুব কম খরচে চিকিৎসা সেবা দেন ওখানে। ভারতে তো বটেই, বাংলাদেশী রোগীদের কাছেও তিনি আর তাঁর হাসপাতাল অত্যন্ত জনপ্রিয়। করোনাকালে গুজবের কবলে পড়েছেন তিনিও।
দুই।
দেবী শেঠিকে নিয়ে প্রথম গুজবটি একটি ভুয়া অডিও ক্লিপ নিয়ে। আর দ্বিতীয়টি করোনায় আগামী এক বছরের জন্য তাঁর কথিত ২২টি পরামর্শ নিয়ে। প্রথম গুজবটি মোটা দাগে এই ছিল যে, তিনি নাকি ওই অডিও ক্লিপে বলেছেন, করোনার উপসর্গ আছে এমন প্রত্যেকের করোনা টেস্ট করা দরকার নেই। এটি নিয়ে নিউজ স্টোরি। আমাদের দেশের মিডিয়াতেও। পরে জানা গেলো, তিনি ওরকম কিছুই বলেননি; অডিও ক্লিপটি সম্পূর্ণ ভুয়া। এ নিয়ে ভারতীয় মিডিয়ার কয়েকটি বিস্তারিত প্রতিবেদন দেখে নিই নিচের লিঙ্কে।
TIMES OF INDIA এর প্রতিবেদন- Fake Audio Clip Attributed to Dr. Devy Shetty
OUTLOOK INDIA এর প্রতিবেদন- Fake Audio Clip
FREE PRESS JOURNAL এর প্রতিবেদন - Audio Clip Fake
তিন।
এবার আসি দ্বিতীয়টি নিয়ে। এটি একেবারে তরতাজা। গতকালের খবর। বলা হচ্ছে, দেবী শেঠি করোনা নিয়ে ২২টি পরামর্শ দিয়েছেন। তাও আবার আগামী এক বছরের জন্য। নিচের লিঙ্কগুলো দেখুন।
দৈনিক কালের কণ্ঠ এর শিরোনাম-আগামী ১ বছরের জন্য ২২ জরুরি পরামর্শ ডা. দেবী শেঠির
ডাক্তার প্রতিদিন পোর্টালের শিরোনাম-করোনা থেকে বাঁচতে আগামী ১ বছরের জন্য ২২ জরুরি পরামর্শ দিলেন ডা. দেবী শেঠি
প্রিয় ডটকম পোর্টাল এর শিরোনাম-আগামী ১ বছরের জন্য ২২ জরুরি পরামর্শ ডা. দেবী শেঠির
Daily US Times এর শিরোনাম-21 important advice on coronavirus: Dr. Devi Shetty
চার।
দেবী শেঠিকে নিয়ে এর আগেও ভুয়া খবর এসেছে মিডিয়ায়। ২২ টি পরামর্শ প্রদানের এই খবরটিও গুজব নয় তো আবার? অন্তর্জালে অনুসন্ধান করেছি। ভারতের মূলধারার কোন গণমাধ্যমে খবরটি আসেনি। Daily US Times এর ওয়েবসাইটে দেয়া তথ্যমতে, এটি যুক্তরাস্ট্র ভিত্তিক একটি পোর্টাল। তবে অন্য যে কোন ভারতীয় নিউজ পোর্টালের মতো ভারতীয় খবরে ভর্তি। অখ্যাত পোর্টাল। খেয়াল করুন, এই পত্রিকায় খবরটির কোন সূত্র উল্লেখ নেই। দেবী শেঠি কখন, কোথায়, কার কাছে, কীভাবে এই কথাগুলো বলেছেন কিছুই উল্লেখ নেই খবরে। কালের কন্ঠ, ডাক্তার প্রতিদিন বা প্রিয় ডটকম-এগুলোতেও খবরের সূত্রের খবর নেই কোন! এবার আসুন, বাংলা শিখি। নতুন করে। কাশির সাথে দূরে থাকুন/ মুখোশটি মুখোমুখি রাখুন/আপনার চারপাশে কোন গোলমাল হতে দেবেন না/ আপনার ঘরে জুতো আনবেন না, তাদের বাইরে রাখুন/আপনার পরিবারের সাথে এটি ভাগ করুন (বোল্ড ও আন্ডারলাইন আমার)। গুগল ট্রান্সেলেটরের কারসাজি কি? আবার Daily US Times এর শিরোনামে ২১টি পরামর্শের কথা বলা হলেও মূল খবরে পরামর্শ দেখা যাচ্ছে ২০টি!
পাঁচ।
প্রবাসী ভাই-বোনদের কস্টার্জিত অর্থ আমাদের অর্থনীতির অন্যতম ভিত। করোনাকালে তাঁরা অনেকেই দেশে ফেরত এসেছেন। করোনার কালো মেঘ কেটে গেলে তাঁরা বিদেশে কর্মস্থলে ফিরতে চাইবেন। কিন্তু দেবী শেঠি যে আগামী এক বছর বিদেশ যেতে বারণ করছেন! না, তিনি তা করছেন বলে মনে হয় না আদৌ। পরামর্শের আদলে রচিত অসমর্থিত সূত্রের এই খবর সত্য হবার সম্ভাবনা খুব কম। আর তাছাড়া, করোনার প্রাদুর্ভাব তো অচিরেই কেটে যাবে বলেই আমরা জানি সবাই; কিন্তু এই খবরে দেখা যাচ্ছে, এটি থাকবে আরও এক বছর! আমাদের মনোবল নিয়ে খেলা করছেন না তো কেউ?
করোনা প্রতিরোধে সচেতন থাকি; সাথে যে কোন খবর নির্বিচারে লুফে নেয়া থেকেও বাঁচি।
মোহাম্মদ শাহজাহানঃ আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। মুঠোফোন-০১৮২৭৬৫৬৮১৬


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২০ বিকাল ৩:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বলা হয়ে থাকে সঠিক টিকা বের না হলে আগামী ২ বৎসর যাবত এই মহামারী
ঘুরে ঘুরে আসবে ।

........................................................................................................
দেবী শেঠি করোনা নিয়ে গাইড লাইন দেবার সঠিক মুখপাত্র নয় ।

২| ১১ ই মে, ২০২০ বিকাল ৩:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনি তো হার্টের ডাক্তার।

৩| ১১ ই মে, ২০২০ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: আমি সন্দেহ করেছিলাম এটা ভূয়া।

৪| ১১ ই মে, ২০২০ বিকাল ৪:১৪

মীর আবুল আল হাসিব বলেছেন: দিন দিন ফেসবুক আর বাংলাদেশের অনলাইন নিউজ পোর্টাল ‍গুলো একই রকম হয়ে যাচ্ছে। দুটোই গুজব তৈরীর কারখানা। X( X(( X( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.