![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা ৫২ ,
আরেকটা যুদ্ধ ,
বিবেকের কাছে আজ
সব ই পরারুদ্ধ।
মার খাই তবু কেন দোষ টিক আমার ই
হেসে যায় রাজাকার , পতাকার বহর ই ।
রাজা আসে রাজা যায়
রাজাকার রয়ে যায় ,
রক্তের গঁন্ধে
বাতাস আজও কেঁদে যায় ।।
হতে হলে সরকার
প্রতিভার দরকার।
হায় হায় হায় হায় !
নোট দেখে যদু মদু এই কথা ভুলে যায়।।
যদু মদু ক্ষেঁপেছে এক সাথে সোচ্ছার,
এ বিচার মানি না ফাঁসি চাই মোল্লার ।।
এ বিচার মানি না ফাঁসি চাই মোল্লার ।।
©somewhere in net ltd.