![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসু সব হিসু দেয় জঙ্গীর চাদরে,
দেশটা যে ভরে গেলো শিক্ষিত বাদরে!
রিকশা চালায় বলে বাপও তার জঙ্গী
মম, ডেড, সাউথের গোটা দেশ সঙ্গী।
বক মরে ঠাডারে দোষী টিয়া ময়না
তেল দেয়া চামচারা সত্যিটা কয়না।
বাদর ও তো মুখ চায় লজ্জার আয়নায়,
বনটা শহর হবে বিদ্যুৎ ও কয়লায়।
যথেষ্ট এগারো বাঘ তাও খেলে ক্রি-কেট
মুখটা দেশেই আছে জানিনা কোথায় পেট!
চুপ থাক হাদারাম কেটে নেব জিব্বা,
সুবিধার দেশে সব কিউটের ডিব্বা!!
২| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৮
এভুশহীদ বলেছেন: টি এইচ এক্স
৩| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪০
নাছির লাইভ২৬ বলেছেন: অনেক ভালো লিখছেন আপনি। .. ধন্যবাদ
৪| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৬
এভুশহীদ বলেছেন: ধন্যবাদ আপনাকে! উৎসাহ পেলাম! ভাল থাকবেন!
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৪
ইকরাম উল হক বলেছেন:

ও এম জি